close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

চাঁদাবাজির নামে মিথ্যা সংবাদ প্রচার স্বীকারোক্তি #আই_নিউজ_বিডি

13 بازدیدها· 11/09/25
SHARIF MIA
SHARIF MIA
5 مشترکین
5
که در سیاست / مجوز مدیریت حقوق (RM).

⁣প্রেস বিজ্ঞপ্তি

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।

আমি মো: রুবেল শেখ, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা-মামলা, জেল-ঝুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো হাল ছাড়িনি। বিএনপির রাজনীতির সাথে রয়েছি। অত্যান্ত নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। মূল দল করার আগে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোস করিনি।


সাংবাদিক ভাইয়েরা,
সম্প্রতি আমার বোনের বাড়ির জমির উপর দিয়ে প্রতিবেশি মোহাম্মদ আলী জিন্নাহ নামের এক ব্যক্তি জোড়পূর্বক সোয়ারেজের পাইপ লাইন নিতে যায়। পরে আমার বোন ও ভগ্নিপতি তাদের জমির উপর দিয়ে লাইন নিতে বাঁধা দেন। এসময় মোহাম্মদ আলী জিন্নাহ জানান আওয়ামী লীগ নেতা লুতফর সিকদার তাকে এখান দিয়েই সোয়ারেজের লাইন নিতে বলেছে। পরে আমার বোন বিষয়টি আমাকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত হয়ে লাইন স্থাপনে নিষেধ করি। পরে তিনি আর সেখানে কাজ করেনি।

আপনারা জেনে আশ্চর্য হবেন যে ঘটনার ১৫ দিন পরে আমার বোনের ওই প্রতিবেশি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে আমি ৫০ হাজার টাকা চাঁদার জন্য কাজ বন্ধ করে দিয়েছি বলে অভিযোগ করেন। এরপর বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে বিষয়টি জানতে চান। আমি সত্য ঘটনা যা সেটা তাদেরকে জানাই। পরে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সত্যতা যাচাইয়ে সরেজমিনে এসে তদন্ত করেন। কিন্তু আমি চাঁদা চেয়েছি এরকম কোন প্রমাণ চারা পাননি।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আমি যদি চাঁদা চাইতাম তাহলে স্থানীয় থানা পুলিশে কেন অভিযোগ করল না? এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে আমার মান-সম্মান ক্ষুন্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনের সাথে আতাত করে আমার বিরুদ্ধে ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। যে সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ আপনাদের মাধ্যমে প্রকাশ করতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা সত্য ঘটনা উদঘাটন করে সত্য প্রকাশ করবেন।

সাংবাদিক ভাইয়েরা,
আমি যদি প্রকাশ্যে বা গোপনে তার কাছে চাঁদা চাইতাম তাহলে তিনি থানায় কেন অভিযোগ করেনি? মূলত এই বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে৷

এদিকে, মোহাম্মদ আলী জিন্নাহর ফুফাতো ভাই ও বাড়ির কেয়ারটেকার বেশ কয়েকজন সাংবাদিকের কাছে শিকার করেছে এখানে কেউ কোন চাঁদা চাননি। রুবেল সাহেব তার বোনের বাড়িতে এসে সকলের সামনেই সোয়ারেজ লাইনের কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু চাঁদা চাওয়ার কোন ঘটনা ঘটেনি। আপনারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রকাশ করবেন বলে অনুরোধ করছি এবং আজকের আয়োজিত সংবাদ সম্মেলন শেষ করছি।


আইসসামু আলাইকুম।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی