বটিয়াঘাটায় জমি দখল নিয়ে কৃষকদল নেতা আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা দাবি করেছেন তিনিই মালিক।
1
0
23,692 Görünümler·
29/07/25
İçinde
Suç
বটিয়াঘাটা কৃষকদলের সভাপতি আবুল হোসেনের নাম জমি দখলের অভিযোগ করছে এক ভুক্ত ভুগি পরিবার
মোঃ বাপ্পি, পিতা : বাবু
মাতা: ফরিদা
বাপ্পির স্ত্রী: খুশি, পিতা: খালেক
মাতা: তানজু
বাপ্পির ফুপু রুনা
তারা জানান যতবার তারা জমিতে বেড়া দিছে ততবারই আবুল হোসেন বেড়া ভেঙে ফেলছে। তাদের উপর আক্রমণ করছে,
তাদের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আবুল হোসেনের সাথে কথা হয়।
আবুল হোসেন জানান ঐ জমির প্রকৃত মালিক তিনি রুনা, খুশি, বাপ্পি ভুয়া দলীল দেখিয়ে জমি দখলের চেষ্টা করলে সে বাধা দেয়।
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:
ফাহিম ইসলাম
খুলনা
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala