close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

বৈরি আবহাওয়ায় সাগরের পানিতে বেসামাল কুতুবদিয়া উপকূল

971 بازدیدها· 30/05/25
Nazrul Islam
Nazrul Islam
7 مشترکین
7

⁣কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে দীর্ঘকাল ধরে জিও ব্যাগ দিয়ে রক্ষার চেষ্টা করা হলেও বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এর একটি বড় অংশ তলিয়ে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগের জন্য বরাদ্দ এলেও, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।


স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ ব্যবহারের নামে কোটি কোটি টাকা
আত্মসাৎ করা হচ্ছে। এ প্রসঙ্গে, স্থানীয়রা বলেন, "জিও ব্যাগ বালু দিয়ে ভরাট করে যেভাবে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে, তাতে কুতুবদিয়াবাসীর দুর্দশা লাঘব হচ্ছে না।" তার মতে, এই অর্থ অপচয়ের ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে কুতুবদিয়ার বাসিন্দারা জোয়ারের পানিতে তাদের ভিটেমাটি হারাচ্ছেন।


কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দারা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু জিও ব্যাগ দিয়ে সাময়িক সমাধান না করে, একটি স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হলে কুতুবদিয়াকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এটি কুতুবদিয়ার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی