close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

বিক্ষোভ মিছিলে উত্তাল বগুড়া পলিটেকনিক | নরসিংদী আলো

15 Vues· 15/04/25
Gourob Shaha
Gourob Shaha
2 Les abonnés
2

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে বিক্ষোভ মিছিল, উত্তাল ক্যাম্পাস
নরসিংদী আলো ডেস্ক (বগুড়া প্রতিনিধি গৌরব সাহা): বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে আজ (১৫ এপ্রিল, ২০২৫) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে শুরু করে। এরপর একটি বিশাল মিছিল বের হয় যা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে এবং তাদের দাবি সম্বলিত স্লোগান দেয়।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল:
* অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক ল্যাবের সুব্যবস্থা করা।
* শিক্ষক সংকট নিরসন ও পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ।
* পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা।
* পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নতুন বাস চালু করা।
* ছাত্রাবাসের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সংস্কার।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মিছিল শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করার কথা জানান। তবে দুপুর ১২টা পর্যন্ত অধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি फिलहाल শান্ত রয়েছে তবে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের এই বিক্ষোভ মিছিলের কারণে আজকের দিনের অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণে কী পদক্ষেপ নেয়।
রিপোর্টার: গৌরব সাহা
নরসিংদী আলো

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant