Volgende

বি এনপও ছাড়া সবাই পিআর সিস্টেম চাই

3,659 Bekeken· 07/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 abonnees
10

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন- নির্বাচনে পিআর সিস্টেম সবাই চায়, শুধু দেখা যায়- বিএনপি একটু গড়ি মসি করছে। কেন তারা বিরোধিতা করছে সেটার ব্যাখ্যাও আমরা পাইনি। তারা হয়ত একক ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু পিআর সিস্টেম হলে হয়তো তাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যভাবনা উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা লোকমান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈন উদ্দিন খান তানভীর, জেলা জামায়াতের আমীর মাওলানা কাজী মখলিছুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende