close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
4
0
14 Mga view·
09/05/25
Sa
Pandaigdigan
যখন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান, সীমান্তে একে অপরের দিকে চোখ রাঙায়, তখন আর দশটা দেশের মতোই গোটা বিশ্ব দম বন্ধ করে অপেক্ষা করে—এবার কী হয়! কিন্তু একমাত্র দেশ যাকে আপনি সবকিছুর মধ্যেই নাক গলাতে দেখেন, হঠাৎ করেই তার মুখে তালা। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন—আমরা বলছি যুক্তরাষ্ট্রের কথা।
সম্প্রতি এক হাই-প্রোফাইল প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিক যখন মুখ গোমড়া করে জিজ্ঞেস করলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?"—তখন মুখে অনাবিল হাসি ছড়িয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বললেন, “এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। এটা ওদের দ্বিপাক্ষিক বিষয়।”
Magpakita ng higit pa
NC