close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Susunod

ভান্ডারিয়া বাজারে রিক্সা শ্রমিক সমিতির মাসে দেড়-দুইলক্ষ টাকা চাদা তোলার অভিযোগ।

577 Mga view· 01/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
Mga subscriber
0
Sa Krimen

ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার ভান্ডারিয়া বাজারে রিক্সা শ্রমিক সমিতির নামে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। জানা যায় যে তারা শুধু তাদের সংগঠনের সদস্য দের থেকে টাকা উঠানোর কথা থাকলেও তারা সকল প্রকার তিন চাকার বাহন থেকে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। শুধুমাত্র শ্রমিক ইউনিয়নের একটি রেজিষ্ট্রেশনকৃত সংগঠন এর নামে সাদা কাগজে স্লিপ দিয়ে টাকা আদায় চলছে।নেই কোন মন্ত্রণালয় থেকে অনুমতি। অবৈধ উপায়ে চলছে চাঁদাবাজি। থানার এক কিলোমিটার অদুরে হওয়ার পরেও চাঁদাবাজি চলছে হুলস্থুল।

শুধু মাত্র রিক্সা সমিতির নামে তারা মিশুক,বিভাটেক,ইজিবাইক,নসিমন সহ সকল তিন চাকার যানবাহন থেকে টাকা তোলা হচ্ছে। রিক্সা সমিতির সভাপতির কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমরা শুধু সদস্যদের থেকেই টাকা নেই।তবে সরেজমিনের চিত্র ভিন্ন। এবিষয়ে পৌর প্রশাসন ও স্থানীয় প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে।অনুসন্ধানমূলক প্রতিবেদন।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod