ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
0
0
2,624 المشاهدات·
14/07/25
য়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পনাশাইল এলাকার টিএন্ডটি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)।
أظهر المزيد
0 تعليقات
sort ترتيب حسب