বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না
1
0
13 विचारों·
17/10/25
में
राष्ट्रीय
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন— দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়ী ভাড়া ভাডা, মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন। আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
और दिखाओ
0 टिप्पणियाँ
sort इसके अनुसार क्रमबद्ध करें