close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

বেনজিরদের মতো সরকারী কর্তাদের নেপথ‍্যে কিছু এনাবলার থাকে

6 意见· 18/04/25
Samim Miya
Samim Miya
3 订户
3
国家

⁣বেনজিরদের মতো সরকারী কর্তাদের নেপথ‍্যে কিছু এনাবলার থাকে। যারা বিভিন্নভাবে এসব কর্মকর্তাদের উদ্দেশ‍্যপ্রণোদিত ভাবে এক্সপ্লয়েট করে। এই যেমন ধরুন মোস্তফা কামাল সাহেব। বাংলাদেশের পাশাপাশি গোপনে এনটিগুয়া বার্বুডার নাগরিক (সপরিবারে) কামাল সাহেব বছরখানেক আগে একটা ইয়াট (প্রমোদভ্রমণের নৌযান) কিনে ফেলেন। তার এই ইয়টে বেনজিরের মতো আরো অনেক উচ্চপদস্থ সরকারী কর্তাব্যক্তিরই মনোরঞ্জনের আয়োজন করা হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টরাও কিন্তু বাদ যায়নি। সম্পত্তি দুর্নীতি দমন কমিশন মোস্তফা সাহেব যিনি দেশের অ‍ন‍্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের কর্ণধার তাকে নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। কিন্তু দুদক কর্তৃপক্ষ কি এই ভদ্রলোকের বিদেশ যাত্রায় এখনো কোন নিষেধাজ্ঞা আরোপ করেছেন? যদি না করে থাকেন, তাহলে জলদি করে ফেলুন, পাখি উড়ে গেলে কিন্তু সহসা আর ধরা যাবেনা!

显示更多

 0 注释 sort   排序方式


下一个