下一个

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ কালিগঞ্জ রেলি ও শোভাযাত্রা

15 意见· 04/09/25
IBRAHIMSHEAK
0
政治

⁣বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে ঝিনাইদহ কালিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা। এ যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা তার ডাকে সাড়া দিয়ে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তি গ্রাম সমস্ত নেতা কর্মী ছুটে আসে, মহিলা দলের কর্মী প্রায় দুই হাজার উপস্থিত থাকেন ,ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীও নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত থাকেন
ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ আসনের গণ মানুষের নেতা মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন, প্রদর্শন শেষে তুমি বক্তব্য রাখেন ।এছাড়া তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না ।

显示更多

 0 注释 sort   排序方式


下一个