আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা
0
0
14 Mga view·
06/10/25
দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সারা দেশের মতো আশুলিয়ার বঙ্গবন্ধু রোডস্থ দেশের বৃহত্তম বৌদ্ধ বিহারেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা।
বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন।
প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের ধর্মীয় উৎসব।
সকাল থেকে আশুলিয়ার বৌদ্ধ বিহারে বৌদ্ধ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon
