close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Sljedeći

আনোয়ারায় চলন্ত সিএনজিতে আগুন

8 Pogledi· 17/08/25
Imran Hossain
Imran Hossain
3 Pretplatnici
3

চট্টগ্রামের আনোয়ারায় একটি সিএনজিচালিত চলন্ত অটোরিকশায় আগুন ধরে গেছে। এ সময় দ্রুত সরে পড়ে রক্ষা পান চালক ও যাত্রীরা। এ ঘটনায় অটোরিকশাটি পুড়ে গেছে। সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সরওয়ার বলেন, সকাল সাড়ে দশটার দিকে মসজিদের সামনে হেটে আসছিলাম। হঠাৎ দেখি সিএনজি থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। পাশেই ফায়ার সার্ভিসের স্টেশন থাকায় তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মোহাম্মদ শফিউল আলম জানান, গাড়ির সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা নেমে প্রাণে বেঁচেছে। কিন্তু আমার একমাত্র জীবিকার মাধ্যমটা চোখের সামনে পুড়ে গেল। সংসার চালানোর একমাত্র ভরসা সিএনজি ছাড়া আর কিছুই নেই আমার। গাড়িটির বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আবদুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডার লিকেজে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো প্রাণহানি ঘটেনি।’

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći