লাইক দিন পয়েন্ট জিতুন!

اس ویڈیو کو قطار میں شامل کیا جا رہا ہے، براہ کرم چند منٹوں میں دوبارہ چیک کریں۔
আমাদের প্রিয় শিক্ষক এখন আমাদের দোয়ায়, আমাদের ভালোবাসায় বাঁচতে চান।
একজন শিক্ষক... এখন জীবনযুদ্ধে লড়ছেন
তিনি ছিলেন আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর।
দীর্ঘদিন ধরে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। প্রজন্মের পর প্রজন্মকে দিয়েছেন জ্ঞানের আলো, মূল্যবোধ আর মানুষ হবার শিক্ষা।
কিন্তু আজ সেই শিক্ষকের জীবন দাঁড়িয়ে আছে গভীর অন্ধকার এক গলিপথে—
স্কিন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি লড়ছেন মৃত্যুর সঙ্গে।
চিকিৎসার খরচ মেটাতে নিজের সমস্ত সহায়-সম্পদ বিক্রি করে ফেলেছেন। সহায়তা নেই, সম্বল নেই, এখন তিনি প্রায় নিঃস্ব।
বর্তমানে তিনি ভারতের CMC হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের শেষ আশাটুকু আঁকড়ে রেখেছেন।
আমাদের প্রিয় শিক্ষক এখন আমাদের দোয়ায়, আমাদের ভালোবাসায় বাঁচতে চান।
আপনি যদি পারেন, সামান্য হলেও এগিয়ে আসুন।
একটি সহযোগিতা হয়তো ফিরিয়ে আনতে পারে একজন শিক্ষকের জীবন।
একটি ভালোবাসা ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে তাদের স্বজন।
📞 যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।
আপনার দোয়া ও ভালোবাসা—ই হোক তার জীবনের সঞ্চয়।
🤲 আসুন, শিক্ষকের পাশে দাঁড়াই। কারণ তিনি একসময় ছিলেন আমাদের পাশে।
#মানবিক_আহ্বান
#শিক্ষকের_জন্য
#দোয়া_ও_সহযোগিতা
#Kutubdia
#CMC_Hospital
#SkinCancer
#SaveOurTeacher
#মানবিকবাংলাদেশ