close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
আদর্শ নূরানী শিক্ষা
0
0
10 意见·
08/06/25
在
宗教与教育
একটা জাতির সভ্যতার বহিঃপ্রকাশের প্রথম স্তর হল, তা প্রাথমিক শিক্ষা।
প্রাথমিক শিক্ষার অর্জনই তাকে বলে দেবে, সে কোন পথে চলবে।
আজকের বাংলাদেশে দেখা যায়, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে অর্থপূর্ণ কোন শিক্ষা ব্যবস্থা নেই। যার ফলে দেখা যায় প্রাইমারি স্কুলের লেখাপড়া শেষ করে মাধ্যমিক জীবন লেখাপড়া শেষ করে, ভার্সিটি জীবনে পদার্পণ করে, তবুও সে আত্ম মানবতা সম্পর্কে অবগত হতে পারে না।
অথচ মাদ্রাসাগুলোতে তাকালে দেখা যায় বিশেষ করে বিশেষ করে নূরানী মাদ্রাসা ও কওমি মাদ্রাসা গুলোতে,
শতভাগ আস্থা পূর্ণ মানব সভ্যতা বিকাশে শিক্ষা ব্যবস্থা রয়েছে।
অতএব সব বিবেকবান সকল অভিভাবকগণকে বলবো,
আপনারা আপনাদের সন্তানকে সেই শিক্ষা ব্যবস্থায় বড় করে তুলুন,
যে শিক্ষা ব্যবস্থা উপকারে আসে, দেশ জাতির উপকারে আসে।
显示更多
0 注释
sort 排序方式