Susunod

তারেক রহমানের ৩১ দফার প্রতি আস্থা: ঝালকাঠিতে বিএনপিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

11 Mga view· 14/10/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Mga subscriber
7

‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় সংখ্যালঘুদের সমান অধিকারের প্রতিশ্রুতিই মূল আকর্ষণ’


ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা’য় সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে আস্থা রেখে ঝালকাঠিতে দ্বিতীয় দফায় শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন।


মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে স্থানীয় বিনয়কাঠী বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।


ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ রহিম সরদার রফিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন।


এ সময় প্রধান বক্তার হাতে ফুল দিয়ে বিনয়কাঠী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।


প্রধান বক্তা অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন তাঁর বক্তব্যে বলেন, "বিএনপি সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফার রূপরেখায় সকলের অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছেন। সুনির্দিষ্টভাবে ‘রেইনবো ন্যাশন’ বা রংধনু জাতিতে সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পৃথক দফা উল্লেখ করেছেন।"


প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি, সমতল, ধর্ম, বর্ণ, গোত্রের সকলেই বাংলাদেশী হিসাবে সমান মর্যাদা ভোগ করবেন।"


মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সকলের প্রতি মিলেমিশে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট দাবি জানান।


সভায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট শামিম আলম বাকলাই, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহামুদ হোসেন, বাবু চন্দন পোদ্দার, আজিজুর রহমান বশির, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার। সনাতন ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাধব চন্দ্র, নিতাই হালদার, আমিত সাহা ও সাবিত্রী রানী প্রমুখ।


সভায় যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির ৩১ দফাকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে। সভা শেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এবং ধানের শীষের বিজয়ে কাজ করার আহ্বান জানান।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod