close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

৮মাস পর হিলি স্হল বন্দরে কাঁচা মরিচ আমদানি শুরু

2,362 بازدیدها· 11/07/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
3 مشترکین
3
که در ملی

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দীর্ঘ আট মাস পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এদিকে ঢাকায় ৩শত টাকা এবং জেলা শহর দিনাজপুরে ১৫০ টাকা কেজিতে উঠেছ৷ কাঁচা মরিচের দাম।

গেল বৃহস্পতিবার রাতে হিলি স্হল বন্দরে ভারত থেকে কাঁচা মরিচ নিয়৷ ২টি ট্রাক প্রবেশ করেছে। ⁣গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের একটি ভরাতীয় রফতানিকারক প্রতিষ্ঠান ঝাড়খান রাজ্য থেকে মরিচ বাংলাদেশে রপ্তানি করেছে বলে জানা গেছে।আমদানিকারক বাংলাদেশের হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল।

কয়েকদিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দেওয়ায় ৪০ টাকা কেজির কাঁচা মরিচের দাম রাজধানী ঢাকায় ৩শ এবং জেলা শহরে দেড়শত টাকায় উঠেছে।
জানা গেছে গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দেশী মরিচ বাজারে উঠায় দাম কমে যাওয়ায় আমদানি বন্ধ করা হয়েছিল।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, চলতি বর্ষা মোওসুমে দেশে অতিবৃষ্টি এবং কোথাও কোখাও ও বন্যার কারণে মরিচ খেত নষ্টের কারনে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی