১নং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫৪ বোতল দেশি ও বিদেশি মদসহ ০১ জন আটক
1
0
5 Visualizzazioni·
05/06/25
সিরাজগঞ্জ শহরের রানিগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫জুন) দুপুরে রানীগ্রামের মাদক ব্যবসায়ী হাফিজুল কে আটক করেছে ১নং পুলিশ ফাঁড়ির পুলিশ।
আটক হাফিজুল দোগাছী গ্রামের কুদ্দুসের ছেলে।
১নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান জানান, মাদক ব্যবসায়ী হাফিজুল ভাড়া বাসায় মাদকদ্রব্য রয়েছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে ফাঁড়ি এর ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান এর নেতৃত্বে এসআই সুজানুর ইসলাম, এএসআই শফিকুল গনি স্বপন, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে আসামী হাফিজুল ইসলামের এর বসত ঘরের ভিতর থেকে বিভিন্ন ব্রান্ডের স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এর হুইস্কিসহ বাংলাদেশি কেরু কোম্পানির মোট ৫৪ বোতল হুইস্কি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার বাজারমুল্য প্রায় ২ লক্ষ টাকা৷ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ১নং ফাঁড়ির ইনচার্জ।
Mostra di più
0 Commenti
sort Ordina per