close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Top videos

Salahuddin Ahmed
10 Views · 2 days ago

⁣⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেছেন,পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল।
এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষরর সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা। জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

Badsha Alamgir
26 Views · 4 months ago

⁣কুষ্টিয়ায় শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত
চৌড়হাস পশ্চিম পাড়া জিকে ক্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অসহায় ভূমীহিন মানুষের আহাজারি।

Badsha Alamgir
15 Views · 4 months ago

⁣তিন চাকার গাড়িতে চার চাকার ফিল। মানুষের শখের কোন শেষ নাই। কেউ সাজাচ্ছে বাড়ি গাড়ি আবার কেউ সেজেছে নিজেই। কুষ্টিয়া ঝিনাইদহের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অটো রিক্সাটি। এই অটো রিক্সা চালকের এক সময় শখ ছিল চার চাকার গাড়ি কেনা কিন্তু সেটি সম্ভব না হলেও তার এই শখ পূরণ করার জন্যই অটোরিকশাকে সাজিয়েছে নিজের মত করে। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি যানবাহন। তার এই অটোরিকশাটি সাজানো দেখে মনে হতে পারে অভিজ্ঞ কোন ডিজাইনার দিয়ে সাজিয়েছে তার এই গাড়িটি কিন্তু গাড়িচালকের সাথে কথা বলে জানতে পারি ডিজাইনটি তিনি নিজেই করেছেন। তিনি আরো বলেন গাড়িটি আমার অনেক স্বপ্নের। গাড়িটি আমার নিজের মতো করে সাজিয়েছি, আমার গাড়িতে সবকিছুই আপডেট। আমি ভবিষ্যতে গাড়িটি আরো বেশি সুন্দর করে সাজাবো।

Rabiul Alam
12 Views · 11 days ago

⁣⁣র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার এজহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে।


কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট এবং বিয়ার উদ্ধার করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)-কে গ্রেফতার করে।

এছাড়া পৃথক অপর এক অভিযানে ৮৫ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মো. জসিমের ছেলে এবং মামুন মিয়া একই থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রিয়াদ হোসেন একাধিক মামলায় অভিযুক্ত একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে তিনি ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। অপর সহযোগী মামুন মিয়া তার এসব অপরাধে সহযোগিতা করতেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Rabiul Alam
42,642 Views · 2 months ago

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে বক্তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর আবারও হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। অবরোধ শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Emran Sarkar
79,660 Views · 3 months ago

⁣গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ

⁣বিস্তারিত বিবরণ:
বাংলাদেশের পোশাক সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে চলছে বিতর্ক। সাধারণ জনগণের মতে, পোশাকের স্বাধীনতা মানে দেশের সাংস্কৃতিক ও সামাজিক শৃঙ্খলাকে অস্বীকার করা। অনেকেই মনে করেন, পোশাকের স্বাধীনতার নামে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যা দেশের আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী। অন্যদিকে, কিছু মানুষ ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথা বলছেন, যেখানে সবাই নিজের ইচ্ছামতো পোশাক পরার অধিকার রাখে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণ প্রজন্ম ও রক্ষণশীল সমাজের মধ্যে মতপার্থক্য। এ নিয়ে আপনার মতামত কী?
ট্যাগ:
freedom of dress, dress code debate, Bangladesh culture, social values, tradition vs modernity, public opinion, conservative vs liberal, dress freedom controversy, moral policing, cultural identity, dress code in Bangladesh, freedom vs restriction, social norms, religious beliefs, youth opinion, ethical clothing, women's rights, personal freedom, modesty debate, dress policy
হ্যাশট্যাগ:
#freedomofdress #dresscodedebate #bangladeshculture #socialvalues #traditionvsmodernity #publicopinion #conservativevsliberal #dressfreedom #moralpolicing #culturalidentity #dresscodebangladesh #freedomvsrestriction #socialnorms #religiousbeliefs #youthopinion #ethicalclothing #womensrights #personalfreedom #modestydebate #DressPolicy











4o

Md Tahsinul Islam Farhan
2 Views · 16 hours ago

বিভাগ নিয়ে আন্দোলনে উত্তাপ ছড়াচ্ছে ভিউ ব্যবসায়ীদের উসকানিমূলক কথা। ⁣ভিউ ব্যবসায়ী টিকটকারদের কারণে কুমিল্লা ও নোয়াখালী জেলার সু-সম্পর্কে ফাটল ধরছে- তরুণ উদ্দোক্তা ও সংগঠক তাহসিনুল ইসলাম।

Mamun Sorder
2,965 Views · 2 months ago

⁣জুলাই আ'হ'ত যোদ্ধাদের লং মার্চ টু সচিবালয়

Hm josim
6 Views · 3 months ago

⁣ঢাবিতে দীর্ঘ ১বছর পর পানির ফিল্টার ভাঙার মধ্যে দিয়ে মুক্ত বুদ্ধির চর্চার সূচনা!!!

Juwel Hossain
10 Views · 4 months ago

⁣সিরাজগঞ্জ শহরের গয়লা গ্রামে ঈদ-পরবর্তী সময়ে দুই মহল্লার মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ১৬ জুন (রবিবার) বিকেলে ঘটনাস্থলে ছুটে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড এবং থানা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ। তারা দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং দুই পক্ষই শান্তিপূর্ণ সহাবস্থানের আশ্বাস দেন।

নেতৃবৃন্দ এলাকাবাসীকে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

Badsha Alamgir
6 Views · 6 months ago

⁣কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিল গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।

Imran Hossain
26 Views · 6 months ago

⁣বাংলা নতুন বছরের প্রথম দিনে ১৪৩২ কে স্বাগত জানিয়ে সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা।

সোমবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়া চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) হাউজিং কলোনিতে।

বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ণিল বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার নজর কাড়তে, ঐতিহ্যবাহী লাঠিখেলা, জেলে, কামার কুমোর, লাঙ্গল-জোয়াল ও বিয়ের পালকি, রঙিন পোশাকের ঘোড়া, বাদ্যযন্ত্রের তালে, গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

এ সময় শোভাযাত্রাটি দেখতে রাস্তার দুধারে ভিড় করে উৎসুক জনতা। পরে শোভাযাত্রাটি সিইউএফএল হাউজিং কলোনি থেকে কারখানার গেটে গিয়ে শেষ হয়।

এরআগে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলীর অতিরিক্ত দায়িত্বে থাকা আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এদিকে দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Akm Kaysarul Alam
8 Views · 3 months ago

⁣ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে গণজাগরণ

Hm josim
11 Views · 3 months ago

বিমান দুর্ঘটনা একে একে বের করা হচ্ছে দগ্ধদের.hd

HasanHadi
14 Views · 2 months ago

⁣গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”

এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”

ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।

বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি

#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24 ⁣bangla news, bangla news today, bangla news live, bangla news live bangladesh, bangla news today live, bangla news live today 2024, bangla news jamuna tv, bangla news live bangladesh today, bangla news today 2024, bangla news khabar, bangla news bangla news, bangla news abp ananda, bangla news aaj ke, bangla news ajker, bangla news america, bangla news aaj ka, bangla news atn, bangla news al jazeera, bangla news ajker khobor, bangla news aaj tak, bangla news ajgar, atn bangla news, abp bangla news live, aur bangla news, abohawa bangla news today live, ajker bangla news, all bangla news, aaj ka news bangla, al jazeera bangla news, aaj tak bangla news, america bangla news today, bangla news bangladesh, bangla news bbc, bangla news bangla khabar, bangla news bangladeshi, bangla news bd, bangla news banglavision, bangla news bonna, bangla news bharat, eye news bd, eye news,

⁣ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু তার বাবা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেনা রহস্য কী?


‘আরআরআর’ সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ এবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। অভিনয়ের পাশাপাশি এবার তিনি ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ভারতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘আর্চারি প্রিমিয়ার লিগ’ (Archery Premier League) চালু করার ঘোষণা দিয়েছেন এই তারকা।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন রাম Charan। তিনি লেখেন, “প্রথমবারের মতো আর্চারি প্রিমিয়ার লিগ চালু করতে পেরে আমি গর্বিত। এটি হবে সঠিক নিশানা, শক্তি এবং আবেগের এক দারুণ উদযাপন।”


পোস্টে তিনি আরও জানান, আগামী ২ অক্টোবর দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে এই লিগের উদ্বোধন হবে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত সনি লিভ (SonyLiv) প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।


ভারতে ক্রিকেট, ফুটবল বা কাবাডির মতো খেলার প্রিমিয়ার লিগ ব্যাপক জনপ্রিয় হলেও তিরন্দাজি বা আর্চারি নিয়ে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। ‘আরআরআর’ সিনেমায় রাম চরণের তিরন্দাজির দৃশ্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার বাস্তবেও সেই খেলার প্রসারে এগিয়ে এলেন তিনি।
চলচ্চিত্র তারকারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত হলে সেই খেলার জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। রাম চরণের মতো একজন বড় মাপের তারকার অংশগ্রহণে ভারতের আর্চারি এক নতুন মাত্রা পাবে বলে আশা করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

Belhaj Badhon
13 Views · 4 months ago

⁣বড়াইগ্রামে আওয়ামীলীগ কর্মী রওশন আলম রোশা হত্যার অভিযোগ জোনাইর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে সোহেল রানা পুটুসহ অন্যান্য আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন




Showing 8 out of 10