close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Top videos

a m abdul wadud
28 Views · 5 months ago

⁣শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।




১৯ মে সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি এর ফেলো সুমন্ত বর্মনের সঞ্চালনায় এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ।
এ সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।

SHARIF MIA
31 Views · 4 months ago

⁣বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় কলাবাগান থানা ছাত্রদলের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, স্টাফ কোয়ার্টার সহ এলাকায় বিভিন্ন স্হানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার, জুন ২০, ২০২৫।

Emran Sarkar
8 Views · 11 days ago

⁣জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার সংশোধন করা হয়েছে

SHARIF MIA
31 Views · 4 months ago

⁣নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশ রিপাবলিক পার্টি #reels #reel #fbreelsvideo #reelsvideoシ

⁣⁣⁣bangla news, bangla news today, bangla news live, bangla news live bangladesh, bangla news today live, bangla news live today 2024, bangla news jamuna tv, bangla news live bangladesh today, bangla news today 2024, bangla news khabar, bangla news bangla news, bangla news abp ananda, bangla news aaj ke, bangla news ajker, bangla news america, bangla news aaj ka, bangla news atn, bangla news al jazeera, bangla news ajker khobor, bangla news aaj tak, bangla news ajgar, atn bangla news, abp bangla news live, aur bangla news, abohawa bangla news today live, ajker bangla news, all bangla news, aaj ka news bangla, al jazeera bangla news, aaj tak bangla news, america bangla news today, bangla news bangladesh, bangla news bbc, bangla news bangla khabar, bangla news bangladeshi, bangla news bd, bangla news banglavision, bangla news bonna, bangla news bharat, eye news bd, eye news,


#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24

Nazrul Islam
1,775 Views · 3 months ago

নজরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
⁣ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান এর এক বছর পূর্তি উপলক্ষে কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে কুতুবদিয়া ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বড়ঘোপ বাজার দিয়ে প্রধান সড়ক পর্যন্ত পদযাত্রা করে। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

খায়রুল ইসলাম
11 Views · 3 months ago

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আব্দুল জলিল মেম্বার এবং তার সন্তান সহ সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষের বেঁচে থাকা কঠিন করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন ভোক্তারা,,,,বিস্তারিত ভিডিওতে,,,

Emran Sarkar
98,544 Views · 3 months ago

⁣গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় সারজিস আলম

Tariqul Taj
3,272 Views · 5 months ago

কিং অব বর্ডার ক্ষ্যাত কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে এক সফল অভিযানে তাকে আটক করতে সফল হয় বাংলাদেশ সেনাবাহিনী।

IBRAHIM SHEAK
40 Views · 4 days ago

⁣৩ নং কোলা ইউনিয়ন গাজীরবাজার আঞ্চলিক কার্যালয় প্রস্তুতি মিটিং আয়োজন করা হয় আগামী২৮ তারিখ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
৩ নং কোলা ইউনিয়ন গাজীরবাজার দলীয় কার্যালয় প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি :-কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মনজুরুল হক খোকা।
সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতাও কালিগঞ্জ উপজেলা শাখা যুবদল নেতা মোঃ জলিল রানা।।
উপস্থাপনা করেন যুবদল নেতা মোঃ সোহেল রানা। ওখানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা জাফর মেম্বার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মোঃ আতিয়ার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ বনি। উপস্থিত ছিলেন ৩নং কোলা ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
#bnp #follower #kaligonj #jhenaidah

⁣বগুড়া-১ আসনে নির্বাচনে কি চাচ্ছে জনগন..?

Al Mamun Gazi
7 Views · 2 days ago

⁣দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে- সেনাপ্রধান

Mamun Sorder
13 Views · 3 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন

Salahuddin Ahmed
240 Views · 10 days ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের আয়োজনে ১৫০০শত প্যারেন্টস নিয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে । জ্ঞান বিজ্ঞানের নানান বিষয়ে শিশু শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন অভিভাবকেরা। উৎসবি আমেজে পুরো আয়োজন পরিনত হয় মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন,। বিশেষ অতিথি অধ্যক্ষ আনিসুর রহমান, ড.শামসুজ্জোহা, মাওলানা সিরাজুস সালেহীন।
প্যারেন্টিং-এ প্রধান আলোচক ছিলেন ⁣ইন্টা: পিস ফাউন্ডেশনের ⁣চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ আলোচক ছিলেন⁣: পিস ফাউন্ডেশনের ⁣⁣সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন দিনাজপুরের ⁣ ইন্টা: পিস স্কুল অ্যান্ড কলেজের⁣ চেয়ারম্যান ⁣রাজেবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্টানের এক্সিকিউটিভ সেক্রেটারি সোহেল রানা, ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান, একাডেমিক কোর্ডিনেটর সাদিয়া আফরিন সহ সকল শিক্ষক মন্ডলী।
সাংস্কৃতিক অনুষ্টানে বিনোদনের মধ্য দিযে সমাপ্তি ঘটে আয়োজনের। অনুষ্ঠানে ইসলামী ও দেশত্ত্ববোধক গান অভিনয় ও নাটিকা উপস্থাপন করা হয় যা অত্র স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

Shazzadul Alam Khan
785 Views · 3 months ago

⁣পাকিস্তানে দিলীপ কুমার-রাজ কাপুরের পৈতৃকভিটে হচ্ছে জাদুঘর

Al Mamun Gazi
15 Views · 4 months ago

⁣ উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলার ১২টি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা এই স্মরণসভায় যোগদান করেন। দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাষ্ঠারের সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির নেতা,সাবেক ভিপি বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও বীর-মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরী সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকপার্টির সহ সভাপতি আব্দুল আউয়াল জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি,জামালগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এইচ এম ফারুক মিয়া,শান্তিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ হারুণ মিয়া ও শাল্লা উপজেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক কালীপদ রায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয়পার্টির নেতা বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু বলেছেন,আমাদের নেতা পল্লীবন্ধু আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসনামলে দেশে রাষ্ট্র ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে জেলা থেকে উপজেলা পরিষদের সৃষ্টি করে জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান করার সুযোগ করে তৃণমূলের প্রতিনিধিদের মাধ্যমে সাধারন জনগনের মাঝে উন্নয়নের সেবা পৌছে দিয়েছিলেন। তিনি বলেন,বর্তমান সরকার জাতীয়পার্টিকে কোন আলোচনায় অংশগ্রহনের সুযোগ দিচ্ছেন না। তিনি বলেন দেশে বর্তমানে যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি এবং মানুষ হত্যার সংস্কৃতি চালু হয়েছে সাধারন মানুষ প্রতিনিযত আতংঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয়গুলো সরকারকে অধিক গুরুত্ব দিয়ে অপরাধিদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। পরে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয়পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।

Abdullah Ibne Khalid
32 Views · 4 months ago

শুনতে অবাক লাগলে ও রাজধানী ঢাকার সিটি কর্পোরেশনের মধ্যেই এখনো রয়েছে বাশ ও কাঠের তৈরি দুই লেনের সেতু। রাজধানীর ৩৩নং ওয়ার্ডের মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনের হাক্কার পাড় এলসকায় এই সেতু অবস্হিত।

Rajesh Gour
24 Views · 5 months ago

⁣দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুব জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।

Juwel Hossain
16 Views · 5 months ago

⁣প্রধান উপদেষ্টা ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না: মাহমুদুর রহমান মান্না

Imran Hossain
32 Views · 5 months ago

চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের জায়গায় বসা ইজারাবিহীন পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে মোহাম্মদ রিয়াদ (১৪) নামে এক কিশোরের ঝলসে যাওয়ার ঘটনা ঘটে।

বুধবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসা ফকিনীরহাট পশুর হাটে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে হাটের আয়োজক ও বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিসের অধীনে হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন আহতের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর বাজার দেখতে গেছিল। পশুর বাজারে বৈদ্যুতিক তারের লেগে এ ঘটনা ঘটে। এসময় হাটে থাকা লোকজনের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

জানা গেছে, বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট বাজারটি খাস কালেকশন আদায় করছিল ভূমি অফিস। তারাই হাসপাতালের মাঠে পশুর হাটটি বসিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত এক কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে বলে আমি শুনেছি। তার বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’




Showing 8 out of 50