close

লাইক দিন পয়েন্ট জিতুন!

District News

Juwel Hossain
10 Views · 5 months ago

⁣জুলাই আগস্টে আহত ও শহীদদের স্মরণে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

FS News
11 Views · 5 months ago

⁣রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন আরও সাতজন। ঘটনার সময় একটি পণ্যবোঝাই ট্রাক থামিয়ে পুলিশ কাগজপত্র যাচাই করছিল — এমনটাই দাবি করেছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। কিন্তু পুলিশের দাবী কাগজপত্র যাচাই নয় ট্রাকটি ‘অবৈধভাবে পার্ক করা ছিল’।

পুলিশ জানায়,গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৮৪৫২) পীরগঞ্জের বিশমাইল এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটি দেখতে পেয়ে চালককে ডাকাডাকি করে সরিয়ে নিতে বলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৫১৬) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোঃ আলমগীর হোসেন (৪০) ও আশরাফুল ইসলাম (৪২)। গুরুতর আহত হন ডিউটিরত পুলিশ সদস্য কনস্টেবল মিজান, পরে তাকে রংপুর মেডিকেল থেকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে পুলিশ সার্জেন্ট পলাশ চন্দ্র পাল, বাসযাত্রী এবং ট্রাকের সহকারীসহ আরও ছয়জন রয়েছেন।

SHARIF MIA
17 Views · 5 months ago

⁣আশুলিয়া বাইপাইল মহাসড়ক চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে

Al Mamun Gazi
14 Views · 5 months ago


কারেন্টের বাজারে উত্তাল জনসাধারণের দাবি: হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের কারেন্টের বাজারে রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় চান্দেরনগর গ্রামের ভুক্তভোগী পরিবার ও আশপাশের এলাকার মানুষ মানববন্ধনে অংশ নেন। সম্প্রতি একের পর এক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে কুরবান আলী বলেন, “গত দুই মাস ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। সন্ত্রাসীরা এতটাই হিংস্র হয়ে উঠেছে যে, গ্রামের মানুষ মুখ খুলতেও ভয় পাচ্ছে। তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।”
প্রথম হামলার ঘটনা ঘটে ২৪ মে ২০২৫ তারিখে সন্ধ্যায়, স্থানীয় কারেন্টের বাজারে। কুরবান আলীর ভাতিজা সালেনূর, আকমল হোসেন ও মইনুল ইসলামকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত মারধর করে গুরুতর আহত করে।
দ্বিতীয় হামলা হয় ২৪ জুন বিকেলে। বাজারে যাওয়ার পথে মইনুল হক ও সাদিকুর রহমানকে বিবাদী আবুল খায়ের, ময়না মিয়া ও তোফায়েল গং অতর্কিতভাবে আক্রমণ করে। এতে মোট ৭ জন আহত হন, যাদেরকে পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় খায়রুল হাসান বাদী হয়ে জামালগঞ্জ থানায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তৃতীয় হামলার ঘটনা ঘটে ২৮ জুন, যখন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা বিবাদীদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কটূক্তি ও ইভটিজিংয়ের শিকার হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছে তোফায়েল, শাহরিয়া, এরশাদ, আলামিন, তোফাজ্জল হোসেন, সফিক ও নূর।
চতুর্থ ও সর্বশেষ হামলা ঘটে ১৮ জুলাই রাতে, বিয়ের বরযাত্রা শেষে ফেরার সময় নদীপথে নৌকায় থাকা কুরবান আলী ও তার আত্মীয়-স্বজনদের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। আতঙ্কিত হয়ে তারা তৎক্ষণাৎ নৌকা ঘাটে ভিড়িয়ে আত্মরক্ষা করেন।
কারেন্টের বাজার কমিটির সভাপতি আফাজ উদ্দিন বলেন, “এই সন্ত্রাসীরা এখন পুরো গ্রামের জন্য হুমকি। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।”
ভুক্তভোগী সাদিকুর রহমান বলেন, “আমি এখনো ব্যান্ডেজ মাথায় রেখেই বাঁচার চেষ্টা করছি। এই হামলাকারীরা যদি ধরা না পড়ে, তাহলে আমরা কোনোদিন নিরাপদ হবো না।”
সাবেক ইউপি সদস্য সায়েম বলেন, “বিবাদ মীমাংসার জন্য বহুবার গ্রাম্য সালিশের চেষ্টা হয়েছে। কিন্তু বিবাদীরা কোনো কিছুই মানতে রাজি নয়। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া আর কোনো পথ নেই।”
লোকমান আলী বলেন, “স্কুলে যেতে মেয়েরা ভয় পাচ্ছে। ইভটিজিং এখন নিত্যদিনের ঘটনা। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা রাজপথে নামবো।”
ভীমখালি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান জানান, “আমি একাধিকবার মীমাংসার উদ্যোগ নিয়েছি। কিন্তু আবুল খায়ের, ময়না মিয়া ও তোফায়েল গং সালিশে অংশ নেয়নি। বিষয়টি আমি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তুলে ধরেছি এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি

Monsur Alam
7 Views · 5 months ago

⁣ফিরে দেখা: ফেনীতে ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ—কেন উত্তাল হয়েছিল ১৯ জুলাই?


পুলক শেখ
21 Views · 5 months ago

⁣মুন্সীগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক উজ্জ্বলের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: পুলক শেখ ।

মুন্সীগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন ও সাংবাদিক নিপীড়নের অভিযোগে রবিবার (২০ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক ও জজ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শতাধিক নারী-পুরুষ এই প্রতিবাদে অংশ নেন, দাবি করেন দ্রুত বিচার ও প্রেসক্লাবের সদস্যপদ বাতিল। Watch the full story of this powerful protest in Munshiganj! Stay updated with the latest news. #munshiganjnews #bangladeshprotest

Cover Topic -
মুন্সীগঞ্জ, মানববন্ধন, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বিচারের দাবি, জমি দখল, নারী নির্যাতন, সাংবাদিক নিপীড়ন, প্রতিবাদ, বাংলাদেশ নিউজ, Munshiganj Protest, Bangladesh News, Human Rights, Justice Demand, Press Freedom,
#মুন্সীগঞ্জ #মানববন্ধন২০২৫ #বিচারেরদাবি #জমিদখল #নারীনির্যাতন #সাংবাদিকনিপীড়ন #munshiganjprotest #bangladeshnews #justiceforall #pressfreedom

Badsha Alamgir
10,023 Views · 5 months ago

⁣কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্বপালনের সময় এক চিত্রগ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার সকালে হাসপাতাল চত্বরে চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশ, সেময় সংবাদ সংগ্রহকালে ভিডিও ধারণ করছিলেন গ্লোবাল টেলিভিশনের চিত্রগ্রাহক মামুনুর রশিদ মামুন। এ সময় হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য নায়েক লিখন এসে তার পরিচয়পত্র কেড়ে নেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার পর মামুনুর রশিদ মামুন জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ নায়েক লিখন এসে আমার পরিচয়পত্র কেড়ে নেন ও ক্যামেরা এবং মোবাইল কেড়ে নেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি ধাক্কা দিয়ে সরিয়ে দেন।” এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুষ্টিয়া জেলা সাংবাদিক সমাজ ঘটনার নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


এবিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে সাংবাদিক সমাজ বলছে, এই ধরনের আচরণ শুধু পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, গণমাধ্যমের স্বাধীনতার উপরও হুমকি স্বরূপ। তারা দ্রুত বিচার দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে কুষ্টিয়ার সংবাদকর্মী মহল।

পুলক শেখ
11 Views · 5 months ago

⁣মুন্সিগঞ্জে জুলাই মেমোরি স্ট্যাম্প নির্মাণ শুরু: Honoring 3 Martyrs

মুন্সিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৩ শহীদ সজল, ডিপজল ও রিয়াজুলের স্মরণে জুলাই মেমোরি স্ট্যাম্প নির্মাণের কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে শনিবার কৃষিব্যাংক সংলগ্ন সড়কে এই কাজের উদ্বোধন করেন শহীদদের স্বজনরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিবসহ গণ্যমান্য ব্যক্তিরা। এলজিইডি’র তত্ত্বাবধানে পাথর-কংক্রিটের ৮ ফুট দৈর্ঘ্যের স্ট্যাম্পে শহীদদের নাম ও ইতিহাস খোদাই করা হবে।

Stay tuned for updates on this tribute to our martyrs.


#munshiganj #julymemorystamp #martyrstribute
মুন্সিগঞ্জ
জুলাই মেমোরি স্ট্যাম্প
শহীদ স্মরণ
জেলা পরিষদ
ছাত্র-জনতার আন্দোলন
সজল ডিপজল রিয়াজুল
এলজিইডি
Munshiganj Memory Stamp
Martyrs Tribute
Bangladesh History
#মুন্সিগঞ্জ #জুলাই_মেমোরি_স্ট্যাম্প #শহীদ_স্মরণ #জেলা_পরিষদ #ছাত্র_আন্দোলন #munshiganj #julymemorystamp #martyrstribute #bangladeshhistory #localgovernment

Satyajit Das
4,372 Views · 5 months ago

শ্রীমঙ্গলের একটি বিট পুলিশিং সভায় এএসপির পাশে বসানো হয় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে। অভিযুক্ত ব্যক্তি থানায় একাধিক মাদক, ডাকাতি ও দস্যুতাসহ ৭টি মামলার আসামি। বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি করেছে। আইনের শাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ভিডিওতে রয়েছে সেই সভার গুরুত্বপূর্ণ দৃশ্য এবং স্থানীয়দের প্রতিক্রিয়া।

পুলক শেখ
6 Views · 5 months ago

⁣ভালুকায় হেরোইন-গাঁজা ও চোরাই বাইকসহ গ্রেপ্তার ৩ | Police Drug Raid in Valuka | Crime News BD 2025


বিশেষ প্রতিনিধি: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ
১৯ জুলাই ২০২৫, শনিবার


ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা এবং একটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ধামশুর, পৌর এলাকা এবং কিশোরগঞ্জ জেলার একাধিক জায়গায় অভিযান চালানো হয়।
📅 গ্রেফতার তারিখ: ১৮ জুলাই ২০২৫
📍 স্থান: ভালুকা, ময়মনসিংহ
👮 অভিযানে নেতৃত্বে ছিল ভালুকা মডেল থানা পুলিশ।

In this video, we report on a major anti-drug and theft operation in Valuka, where 3 suspects were arrested along with drugs and a stolen motorcycle. Watch the full report for names, locations, and police updates.

👉 পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন সচেতনতার জন্য।
🔔 সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে।


Cover Topic -
ভালুকা মাদক অভিযান, ভালুকা থানা পুলিশ, মাদক ও চোরাচালান, হেরোইন গাঁজা উদ্ধার, ভালুকা ক্রাইম নিউজ, ময়মনসিংহ সংবাদ, Valuka Crime News, Drug Bust Bangladesh, Police Operation BD, Churai Motorbike Recovery, Bhaluka News Today, BD News 2025, Local News Bangladesh, Bangla Crime Report,
#ভালুকা #মাদকবিরোধীঅভিযান #ক্রাইমনিউজ #বাংলাদেশপুলিশ #valuka #drugraid #crimenewsbd #bdnews2025 #choraimotorcycle #banglanewsupdate #policenewsbd #breakingnewsbd

SHARIF MIA
11,130 Views · 5 months ago

⁣আশুলিয়া বাইপেল মহাসড়কে দুর্ঘটনা #আই_নিউজ_বিডি

SHARIF MIA
3,707 Views · 5 months ago

⁣বাইপাইল মহাসড়ক নয় এযেন এক সমুদ্র সৈকত #আই_নিউজ_বিডি

Juwel Hossain
2,487 Views · 5 months ago

⁣সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেন থেকে নামিয়ে দেয়ার ভিডিও ও ছবি তুলতে গিয়ে জামায়াত সমর্থকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম।

শনিবার (১৯ জুলাই) উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ছয়টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঘটনা ঘটে।

Rabiul Alam
56,676 Views · 5 months ago

⁣নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই : প্রেস সচিব


কুমিল্লা প্রতিনিধি।।
নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আজ শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোন নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন গুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে।
"The Next Wave" প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ সহ অন্যান্য।

SHARIF MIA
3,515 Views · 5 months ago

নবীনগর চন্দ্র মহাসড়কে সমাবেশ কে কেন্দ্র করে বাসের ভাড়া দ্বিগুণ করে নিচ্ছে

SHARIF MIA
3,953 Views · 5 months ago

বাইপেল থেকে শরীফ নিয়ে সর্বশেষ ইসলামের জামাত ইসলামের সমাবেশ নিয়ে কথা বলছিলাম

SHARIF MIA
17 Views · 5 months ago

⁣জাতীয় সমাবেশের করেছেন সাধারণ জনগণ

SHARIF MIA
3,732 Views · 5 months ago

⁣জাতীয় সমাবেশে যোগদান করতে সিরাজগঞ্জ থেকে তারা এসেছে বলে আমি জানতে পেরেছি

SHARIF MIA
40,004 Views · 5 months ago

⁣জাতীয় সমাবেশের কারণে যে উত্তরবঙ্গ থেকে গাড়িগুলো ঢাকা মুখে ঢুকতেছে সেই চাপের কারণে দীর্ঘ যানজট

SHARIF MIA
4,950 Views · 5 months ago

⁣আশুলিয়া শ্রীপুর থেকে জাতীয় সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি বাস

SHARIF MIA
17 Views · 5 months ago

⁣স্বল্পবৃষ্টিতে জলাবদ্ধতা নেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা বারুইপাড়া পল্লী বিদ্যুৎ রোড

SHARIF MIA
15 Views · 5 months ago

⁣জাতীয় সমাবেশের আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত,

MD JAHANGIR ALAM
3,739 Views · 5 months ago

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিফাত ও হৃদয় নামের বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Md Humayun
28 Views · 5 months ago

⁣নেত্রকোনার কেন্দুয়া থানায় সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার আসামী উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মঞ্জুরা আক্তার ও তার দুই সহযোগী মহিউদ্দিন সরকার এবং তানজিলা শাহ রুবিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

GK Shohag
75 Views · 5 months ago

⁣আজ নারায়ণগঞ্জ শহরে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণসংহতি আন্দোলনের দলীয় প্রধানগণ। পাশাপাশি বিএনপিসহ পৃথক চারটি রাজনৈতিক দলে কর্মসূচিকে ঘিরে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের বিশেষ টহল ও তল্লাশি অভিযান।

Monsur Alam
11 Views · 5 months ago

⁣১৮ জুলাই ২০২৪ ছাত্র-জনতার সাথে সংঘর্ষের পর কেমন ছিল ফেনীর আনশৃঙ্খলা পরিস্থিতি

Monsur Alam
9 Views · 5 months ago

⁣ফেনীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

Omar Sany Bhuiyan
17 Views · 5 months ago

⁣🔴 আমার আ*ত্ম*হ*ত্যা ছাড়া উপায় নেই, ব্যরিস্টার রুমিন ফারহানাকে ময়নার বাবা আব্দুর রাজ্জাক॥

Monsur Alam
11 Views · 5 months ago

⁣সারাদেশে অস্থিরতা, ফেনীতে যুবদলের প্রতিবাদ মিছিল

⁣বগুড়ায় বাড়িতে ঢুকে বউ-শাশুড়ীকে জবাই করে হত্যা

বগুড়া শহরতলীর ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাইলি খাতুন (৫৫) ও তাঁর ছেলের স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদা’র কোপে আহত হয়েছে লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির এই হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের সূত্র ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তাঁর ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রাম দা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেয়।

আশিকুর রহমান
87 Views · 5 months ago

আজ সকাল ১২টায় টাঙ্গাইলের ঘাটাইলের বানিয়াপাড়া ব্রিজের উপর এই দুর্ঘটনাটি ঘটে

Monsur Alam
16 Views · 5 months ago

⁣‎১৭ জুলাই ২০২৪: ফেনীতে আওয়ামী সংগঠনের হামলায় রক্তাক্ত ছাত্র-জনতা!

পুলক শেখ
18 Views · 5 months ago

⁣ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল: অপপ্রচারের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ
১৬ জুলাই ২০২৫, বুধবার

ময়মনসিংহের ভালুকায় ১৬ জুলাই ২০২৫, বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন, যা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা দলীয় কার্যালয়ে শেষ হয়। আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, সালাহউদ্দিন আহমেদ, এবং আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে বিএনপি সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সম্পূর্ণ খবর দেখুন এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য!

লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন।
#bnpprotest #bhalukanews #bangladeshpolitics #16july2025 #protestmarch cover Topic -
Bhaluka BNP Protest,
Bangladesh Politics 2025,
BNP Bikshobh Michil,
Mymensingh News,
Protest,
Bangladesh News Today,
BNP Rally Bhaluka,
Political Protest Bangladesh,
Mymensingh BNP,
Bangladesh Election News,
BNP Leaders,
ভালুকায় বিএনপি,
বিক্ষোভ মিছিল,
অপপ্রচারের,
প্রতিবাদ,

আশিকুর রহমান
61,622 Views · 5 months ago

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই শহীদ” স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই ২০২৫, সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হুসাইন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঘাটাইল উপজেলা শাখার নেতাকর্মীসহ জামায়াত-শিবির, ছাত্রদল, যুবদল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহমাদ।

Monsur Alam
25 Views · 5 months ago

⁣"ফেনীতে বাঁধ নির্মাণে দুর্নীতি—পাউবোর অবহেলায় ভোগান্তি, বিচারের দাবি জনতার"

Towhidul Islam
18 Views · 5 months ago

⁣সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা!

চট্টগ্রামের সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় কাভার্ড ভ্যান চালকের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে একদল যুবক। গাড়ি থামিয়ে চালককে মারধর করার ঘটনায় সাধারণ মানুষ ও অন্যান্য চালক আতঙ্কিত হয়ে পড়েন। এতে পিছনে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।

প্রশ্ন উঠছে – **এরা কারা? এদের পরিচয় কী?**

দিনদুপুরে জনবহুল রাস্তায় এমন নৃশংসতার ঘটনায় সীতাকুণ্ডের মানুষ আতঙ্কে রয়েছে। দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Abdullah Ibne Khalid
17 Views · 5 months ago

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় হতে ডুগডুগি যাওয়ার পথে একটি সংযোগ সেতু বিগত কয়েক বছর পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় । কিন্তু এখন পর্যন্ত সেতু নির্মান না হওয়ার কারনে জনগণের দুর্ভোগ চরোম।

Shazzadul Alam Khan
40,005 Views · 5 months ago

⁣ময়মনসিংহের ভালুকায় মাসহ দুই শিশু সন্তানকে নিজ বাসায় গলা কেটে হত্যার আসামি নজরুলকে আটক করছে ভালুকা মডেল থানা পুলিশ ।

Monsur Alam
40,005 Views · 5 months ago

⁣ফেনীতে বাঁধ ভাঙা, রাস্তা গায়েব—সাঁকো বানিয়ে চলছেন মানুষ

Shazzadul Alam Khan
6 Views · 5 months ago

⁣৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ।

Shazzadul Alam Khan
9 Views · 5 months ago

⁣ভালুকায় ট্রিপল মার্ডারের অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

Juwel Hossain
13 Views · 5 months ago

⁣সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড চার গ্রাম

পুলক শেখ
13 Views · 5 months ago

⁣ভালুকায় উচ্ছেদ ও পুনর্বাসনের যুগলবন্দী: পরিচ্ছন্নতার লক্ষ্যে ইউএনও'র মানবিক পদক্ষেপ | Bhaluka News

প্রতিবেদন: পুলক শেখ, বিশেষ প্রতিনিধি ভালুকা, ময়মনসিংহ


ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও সুন্দর করার লক্ষ্যে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একটি প্রশংসনীয় উদ্যোগ! ৮ জুলাই ২০২৫ ভালুকা বাসস্ট্যান্ডে অবৈধ চা স্টল উচ্ছেদের পর, ২৮টি লোহার তৈরি নতুন দোকান ১৫ জুলাই ২০২৫ মালিকদের হস্তান্তর করা হয়। প্রতিটি দোকানে ফুলের টব ও ডাস্টবিন বাধ্যতামূলক এবং ১০ ফুট এলাকা পরিষ্কার রাখার শর্তে এই দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন ও ভালুকা পৌরসভার কর্মকর্তারা এতে সহযোগিতা করেছেন। এই উদ্যোগ ভালুকাকে একটি নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলছে। ভিডিওটি দেখুন এবং আপনার মতামত শেয়ার করুন!

📌 সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন


Cover Topic -
ভালুকা উপজেলা,
পরিচ্ছন্নতা উদ্যোগ,
ইউএনও হাসান আব্দুল্লাহ,
চা স্টল হস্তান্তর,
ময়মনসিংহ নিউজ,
পরিচ্ছন্ন ভালুকা,
উচ্ছেদ অভিযান,
লোহার দোকান,
স্থানীয় উন্নয়ন,
বাংলাদেশ নিউজ,
নান্দনিক ভালুকা,
ইকবাল হোসাইন,
ভালুকা পৌরসভা,
ভালুকায় উচ্ছেদ ও পুনর্বাসনের যুগলবন্দী,
#ভালুকা #পরিচ্ছন্নতা #ইউএনও #চা_স্টল #ময়মনসিংহ #নান্দনিক_ভালুকা #উন্নয়ন #বাংলাদেশ_নিউজ #১৫_জুলাই_২০২৫ #পরিচ্ছন্ন_বাংলাদেশ

Sujat Molla
465 Views · 5 months ago

⁣রাজবাড়ী কোর্টে স্বামী নিয়ে নাটকীয় কাণ্ড!
এক স্বামী, দুই স্ত্রী – কোর্ট প্রাঙ্গণে চরম উ'ত্তে'জ'না!

Md Humayun
786 Views · 5 months ago

⁣ভালুকায় স্ত্রী-সন্তানসহ খুন হওয়া রফিকুলের বাড়ি কেন্দুয়া সেনের বাজারে, বাবা মানসিক ভারসাম্যহীন

Shazzadul Alam Khan
4,581 Views · 5 months ago


দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে হাতেম খানের জরুরি সভা

SHARIF MIA
7,447 Views · 5 months ago

⁣ইপিজেড রপ্তানির হাইওয়ে রোডের অবস্থা #আই_নিউজ_বিডি

পুলক শেখ
4,768 Views · 5 months ago

⁣টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২।


⁣১২ই জুলাই শনিবার বিকেল ৫:৪০ মিনিটে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বানিয়ারচর নামক স্থানে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে আসা মাইক্রোবাস এবং টেকেরহাটের দিক থেকে আসা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ভুল সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সরাসরি সংঘর্ষ হয়।
আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত, তাদের আঘাত গুরুতর নয়।

Al Mamun Gazi
1,139 Views · 5 months ago

আজ ⁣চট্টগ্রামে‎১৪ জুলাই' ২৫ইং, রোজ: সোমবার, দুপুর ২ টা হতে
‎স্থান: জলদী মিয়ার বাজার হাবিব উল্লাহ পানাহ জামে মসজিদ স্থলে
‎হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি দারুল উলুম হামিউচ্ছুন্নাহ ভাদালিয়া বড় মাদ্রাসার সাবেক হিফজ বিভাগীয় প্রধান ও জলদী নূরুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হুফফাজ- হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেব (রহ:) এর জীবন ও কর্ম শীর্ষক
‎আলোচনা সভা ও দোয়া মাহফিল
‎হাফেজ মোঃ সেলিম সাহেবের সঞ্চালনায়
‎হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও ছাত্রবৃন্দ ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

‎উক্ত অনুষ্ঠানে। জীবন ও কর্ম শীর্ষক
‎আলোচনা করেন। জামাতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
‎: মাওলানা জহিরুল ইসলাম।
‎জামাতে ইসলামী বাংলাদেশ বাঁশখালী শাখায় আমির: মাওলানা তৈয়ব সাহেব।
‎বাঁশখালী হাজি রাফিয়া আদর্শ বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক : হাফেজ মাওলানা ওসমান গনি সাহেব। মাওলানা কার্রী ফজলুল করিম জিহাদী। মাওলানা নুর আহমদ সাহেব . হাফেজ ক্বারি মাওলানা শহিদুল মুস্তফা সাহেব। হাফেজ মাওলানা ক্বারী আনোয়ারুল হক সাহেব। হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার সাহেব।
‎জনাব আজিজুল হাসান সাহেব।
‎হাফেজ মাওলানা লোকমান হাকিম। হাফেজ জমির উদ্দিন, শিল্পী হাফেজ খলিলুর রহমান
‎হাফেজ জসিম উদ্দিন। হাফেজ এরশাদ আজাদী, হাফেজ আরিফ। হাফেজ আজগর। হাফেজ সরওয়ার কামাল সহ হাফেজ মাওলানা মরহুম আব্দুল্লাহ সাহেব হাজার হাজার ছাত্রগণ উপস্থিত ছিলেন। আয়োজনে: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও ছাত্রবৃন্দ বাঁশখালী, চট্টগ্রাম।

SHARIF MIA
7 Views · 5 months ago

⁣আশুলিয়া অবশেষে অ্যাক্সিডেন্টের গাড়ি উদ্ধার করা হলো

Rabiul Alam
7 Views · 5 months ago

⁣কুমিল্লার পাচথুবীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উভয় পক্ষের সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহার ও সমঝোতার আশ্বাস

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাচথুবী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় জ্বলা গ্রামে গত ১০ জুলাই ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫নং পাচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল হক, এডভোকেট মোঃ মনিরুল ইসলাম সোহেলসহ উভয় পক্ষের ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে এডভোকেট মোঃ মনিরুল ইসলাম সোহেল বলেন, “গত ১০ জুলাই বড় জ্বলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটিকে বিকৃতভাবে তুলে ধরে কিছু স্বার্থান্বেষী মহল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে দেয়। বিশেষ করে বিএনপির নবগঠিত কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদকে জড়িয়ে যে বানোয়াট সংবাদ প্রচারিত হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি এখন উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগুচ্ছে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”

সংবাদ সম্মেলনে উভয় পক্ষই একমত হন যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলে একযোগে কাজ করবেন।

এটি স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিবেশে সৌহার্দ্যপূর্ণ সমঝোতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Monsur Alam
2 Views · 5 months ago

⁣ফেনীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল: গোপন তৎপরতার প্রতিবাদে রাজপথে উত্তাল

Shazzadul Alam Khan
988 Views · 5 months ago

⁣য়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Shazzadul Alam Khan
2,628 Views · 5 months ago

⁣য়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পনাশাইল এলাকার টিএন্ডটি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)।

আশিকুর রহমান
2,487 Views · 5 months ago

আজ ফজরের আজানের আগে ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি দাড়ানো মালবাহী ট্রাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় একটি আমবোঝাই পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মারা যান এক আম ব্যবসায়ী। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।

Monsur Alam
2,686 Views · 5 months ago

⁣১২ কোটি টাকা কোথায় গেল? ২০২৪ সালের ফেনীর বন্যা তহবিলের হিসাব চায় জনতা

Towhidul Islam
4 Views · 5 months ago

⁣এইমাত্র চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজারের দক্ষিণ পাসে ডিএবি ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা অনেক জন আহত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ আসেনি

Shakil Hasan
8,437 Views · 5 months ago

⁣লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীব্র জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যা স্থানীয়দের জীবনে সৃষ্টি করছে চরম দুর্ভোগ।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পড়েছে মেঘনা নদীর তীব্র জোয়ারের প্রভাব। পূর্ণিমার দুইদিন পর, আজকের অস্বাভাবিক জোয়ারে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে, যা এলাকার জনজীবনে চরম অস্বস্তির সৃষ্টি করেছে।
কমলনগরের চড় মার্টিন ইউনিয়ন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা নদী। নদীতে এমনিতেই তীব্র স্রোত ও জোয়ার থাকার কারণে, বিশেষ করে পূর্ণিমার সময়ে, আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। আজকের জোয়ারের উচ্চতা ও তীব্রতা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যার ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে।
@everyone

SHARIF MIA
2,483 Views · 5 months ago

⁣আশুলিয়া বাইপাইল- ফ্লাইওবার ব্রিজের কাজ সম্পন্ন না হওয়াই দুর্ঘটনা ঘটছে

SHARIF MIA
1,758 Views · 5 months ago

⁣বাইপাইল আশুলিয়া মহাসড়ক বেহাল দশা ইপিজেড থেকে বাইবেল পর্যন্ত

SHARIF MIA
2,629 Views · 5 months ago

⁣নবীনগর চন্দ্রা মহাসড়ক এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

Towhidul Islam
2,976 Views · 5 months ago

⁣ এক দলের অনেক গুণ দশমাসে দেড়শ খুন স্লোগানে উত্তাল সীতাকুণ্ড থানার রাজপথ।
গতকাল বাদে আসর মিটফোর্ড ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সীতাকুণ্ড থানার ছাত্রসমাজ। বিক্ষোভ মিছিলটি সীতাকুণ্ড সিকিউর সিটি সামনে থেকে শুরু হয়ে সীতাকুণ্ড মডেল থানা ঘুরে শেষ হয়।মিছিলে বক্তারা বলেন ছাত্রসমাজ এখনো সজাগ আছে চাঁদাবাজি, দর্শন খুন এগুলোর বিরুদ্ধে সদা সোচ্চার ছাত্রসমাজ। মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ছাত্রসমাজ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও কুমিরা ছাত্রসমাজ প্রতিনিধিরা।

Gm selim imran
994 Views · 5 months ago

মুখ ও কনুই দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পেয়ে অনন্য নজির গড়েছেন লিতুন জিরা। জন্মগতভাবে হাত-পা ছাড়াই জন্ম নেওয়া এই অসাধারণ শিক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডে পেয়েছেন জিপিএ-৫। তার কন্ঠে মনোমুগ্ধকর সঙ্গীত

Monsur Alam
2,476 Views · 5 months ago

⁣. "ফেনীতে বন্যায় গরু-ছাগলের সাথেই ঘর বাঁচানোর লড়াই"

আশিকুর রহমান
15,231 Views · 5 months ago

চাঁদাবাজ কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্র*তি*বাদ ও সারাদেশে অব্যাহত চাঁদাবাজি, স*ন্ত্রা*স*দের বি*রু*দ্ধে বি*ক্ষো*ভ মিছিল।
আয়োজনে : ঘাটাল উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা।

Rabiul Alam
9,032 Views · 5 months ago

⁣মুরাদনগরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি গ্রামে মনির হোসেন হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও এলাকার নিরীহ মানুষদের ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে ১৩ নম্বর মুরাদনগর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, আবু বক্কর, নিহত মনিরের স্ত্রী শাহিনা আক্তার, মোর্শেদা আক্তার মাসু ও উর্মি আক্তার। বক্তারা বলেন, চলতি বছরের ৩ জুলাই ইউছুফপুর গ্রামে ইবরাহীম ও শাহিদার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মনির হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তবে দুঃখজনকভাবে, মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। বরং মামলার বাদী ও সাক্ষীদের উপর নানাভাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত নিজাম, বাবুল, হালিম, সিয়াম ও সাব্বির বিভিন্ন সময়ে এসব মিথ্যা মামলা করে প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাসেল সওদাগর, জাকির হোসেন, মতি মিয়া, খোকন মিয়া, এরশাদ মিয়া, বাছির হোসেন, জুরু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান।

Shakil Hasan
11,034 Views · 5 months ago

লক্ষ্মীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল পরিশোধনের কাজ শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে বন্যার ঝুঁকি কমানো যায়।

লক্ষ্মীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভলেন্টিয়ার পর বাংলাদেশ ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের সহায়তায় খাল পরিশোধনের কাজ শুরু হয়েছে। গত বছর বদ্ধ পানির কারণে লক্ষ্মীপুর ভয়াবহ বন্যার শিকার হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, প্রশাসন এবং স্থানীয় সংগঠনগুলো সক্রিয়ভাবে এ বছরের খাল পরিশোধনের কাজে জড়িত হয়েছে।

আজ শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। মূলত কচুরিপানা ও অন্যান্য আবর্জনা সরিয়ে খালের স্বাভাবিক পানির প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমানো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, 'আমাদের অন্যতম লক্ষ্য হলো পরিবেশের সুরক্ষা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। এই খাল পরিশোধনের মাধ্যমে আমরা আমাদের এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে চাই।'

ভলেন্টিয়ার পর বাংলাদেশ এর একজন স্বেচ্ছাসেবক জানান, 'আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত। খাল পরিশোধনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।'

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উদ্যোগ কেবলমাত্র স্থানীয় সমস্যা সমাধানে নয়, বরং সমগ্র অঞ্চলের পরিবেশগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লক্ষ্মীপুরের এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। অনেকেই স্বেচ্ছায় এই কাজে অংশ নিচ্ছেন এবং নিজেদের স্থানীয় পরিবেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করছেন।

আশা করা হচ্ছে, এই কার্যক্রমের মাধ্যমে কেবলমাত্র খালের জলপ্রবাহই নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে বন্যা মোকাবেলায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Rabiul Alam
18,059 Views · 5 months ago

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা। শনিবার (১২ জুলাই) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতারা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ ভাবে গণবিপ্লবের ঘোষণা দেন।

সংগঠনটির কুমিল্লা জেলার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন হেযবুত তওহীদ আন্দোলনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, পৃথিবীতে মুসলমানের সংখ্যা বর্তমানে প্রায় ২০০ কোটি। মোট ৫৭টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তেল-গ্যাস ও খনিজ সম্পদেরও বিশাল ভাণ্ডার মুসলিমদের দখলে। এত বিশাল ভূখণ্ড, এত সংখ্যা ও এত ধন-সম্পদ থাকার পরও আমরা মুসলমানরাই এখন পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত ও লাঞ্ছিত গোলাম জনগোষ্ঠীতে পরিণত হয়েছি। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, লেবানন, আফগানিস্তানসহ একের পর এক মুসলিমপ্রধান দেশ ধ্বংস করে দিচ্ছে।
পশ্চিমা সম্রাজ্যবাদীদের টার্গেট হচ্ছে মুসলিম জাতি। তাদের লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের ওপরে। কারণ আমাদের দেশের ৯২ শতাংশ মোসলমান। আমাদের ৫৬ হাজার বর্গমাইলের এই মানচিত্রের উপর আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সবারই লোলুপ দৃষ্টি। এখানে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তারা সরাসরি হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে এবং নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে।


উত্তরণের উপায় তুলে ধরে তিনি আরো বলেন,তাদের হাত থেকে বাঁচতে হলে একজন নেতার হুকুমে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল সাঃ যেভাবে মদিনার মাটিকে রক্ষা করেছিলেন সেভাবে বাংলার মাটিকে রক্ষা করতে হবে। ঐক্যের সূত্র হবে লা-ইলাহা-ইল্লালাহ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানিনা। আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই তাহলে আমাদের অবস্থাও গাঁজা বাসীর ভাগ্য বরণ করতে হবে।

অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। বক্তব্যের শুরুতে তিনি রাসুলুল্লাহ সাঃ এর জীবনী ও ইসলাম বিকৃতির ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আমরা ইবলিশের হাতে রাষ্ট্রীয় জীবন তুলে দিয়ে ব্যক্তি জীবনে ইসলাম পালন করছি। কিন্তু ইসলাম নিজেই একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা কোরআনে রয়েছে। তবে আমরা সেটা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা না করে সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করছি মাত্র। যে কারণে আমাদের সমাজ জাহেলিয়াতে নিমজ্জিত হয়েছে। সর্বত্র অন্যায়,অবিচার, অত্যাচার, খুন, রাহাজনি চলছে। আর এরমধ্যে থেকে আমাদের ধর্মীয় নেতারা ফেরকা-মাজহাব নিয়ে মতভেদ ও রাজনৈতিক নেতারা সংস্কার আর নির্বাচন নিয়ে পড়ে রয়েছেন। তব বাস্তবতা হচ্ছে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা ছাড়া কোন সংস্কার বা নির্বাচন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া মানব রচিত জীবন বিধান দিয়ে শান্তি আসবে না। হয় আপনার আল্লাহর দ্বীন কায়েম করে শান্তিপূর্ণ ভাবে রাষ্ট্র পরিচালনা করেন। আর যদি সেটা না করেন তবে অচিরেই আল্লাহর মোমেন বান্দারা ঐক্যবদ্ধ হয়ে এক গণবিপ্লব ঘটাবে।

কুমিল্লা জেলার নারী সম্পাদক সেলিনা আক্তার ইতির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের সম্পাদক সুলতানা রাজিয়া, কুমিল্লা অঞ্চলের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী সম্পাদক আসমা আক্তার প্রমুখ।

কুমিল্লা জেলা হেযবুত তাওহীদের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে জেলা কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

MD IMRAN MUNSHI
13 Views · 5 months ago

ঝালকাঠির সাধারণ ছাত্র ও ছাত্রীরা বর্তমানে চাঁদাবাজি, রাহাজানির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন। এটি শহরের মধ্যে থেকে ঝালকাঠি প্রেসক্লাবে এসে শেষ হয়।

Al Mamun Gazi
265 Views · 5 months ago

গোপালগঞ্জে আজ শনিবার ১২ই জুলাই গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন নওরিন সিদ্দিকা, পিতা- শেখ দেলোয়ার হোসেন (অবসর সেনা সদস্য), দীঘলিয়া, রাধাগঞ্জ, কোটালীপাড়া।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নওরিন বলেন, আমার স্বামী- এস, এম তাজ উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা(এও) পিতা -আউয়াল সরদার, সিংগাতী মোল্লার হাট, বাগেরহাট। পরিবারিক ভাবে আমার বিবাহ হয় এস,এম তাজ উদ্দিনের সহিত ২০১০ সালের ১৩ই ফেব্রুয়ারি। আমি দুই ছেলে সন্তানের জননী আমার প্রথম ছেলে বয়াস ১৪ বছর ২য় ছেলের বয়াস ১০ বছর, বিবাহের ১ বছর পর থেকেই যৌতুকের দাবিতে আমার স্বামী তাজ উদ্দিন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমাকে নির্যাতন শুরু করে। মেয়েদের জীবনে বিবাহ একবার হয় বলে সকল নির্যাতন আমি সহ্য করে স্বামীর সংসার করেছি। আমার স্বামী একজন নারী লোভী প্রকৃতির মানুষ, তার পরকীয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ায় আমি বাঁধা দেই। এর পর থেকেই শুরু হয় আমার উপর অমানবিক শারীরিক ও মানুষিক নির্যাতন। আমার স্বামীর নির্যাতনের করলে রক্তাক্ত অবস্থায় বার বার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার বহু রেকর্ড আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজ উদ্দিন আর্থ মন্ত্রণালয়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। সে একজন সিবিএ নেতা ছিল। আমি বার বার তার অফিসে তার ঘৃণ্য এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি, কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসও হার মেনেছে। তার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আমি যাত্রাবাড়ি থানায় ও লালবাগ থানায় বহুবার অভিযোগ করেছি। থানা থেকে বার বার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথের ঘনিষ্ঠ সহচর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি শরিফুল ইসলাম শরিফ আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দিতো। বাসায় যাওয়ার পর আমার পাষণ্ড স্বামী আমাকে আবারো নির্যাতন করতো।
ও আমার সাথে প্রতারণা করে আমার ২ ছেলেকে ঢাকা নিয়ে গেছে। আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না। ওর নামে অভিযোগ দিয়েও আমি কোনো প্রতিকার পাই নাই।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি। আদালত আমাদেরকে ৩১ শে অক্টোবর ২০২৪ মীমাংসা করে বাসায় পাঠিয়ে দেয়। আমাকে বাসায় নিয়ে আমার স্বামী ঘরের ভিতরে আটকাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে, আসে পাশে লোকজন টের পেয়ে ছুটে আসলে আমি বেঁচে যাই।
নারী লোভী ঐ তাজ উদ্দিন আমি বাসায় না থাকায় বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো। পাশের বাসা থেকে এসব তথ্য আমাকে দিত। আমি গোপন সূত্রে এক সময় জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকার শেখ আসমা সুলতাণা নামক এক ডিভোর্সি ২ সন্তানের জননীকে গোপনে বিবাহ করেছে ২০২৪ সালের ৮ ই জুলাই। ঐ বিবাহ করে সে আমার হয়াটর্স অ্যাপে একটি ডিভোর্সের নোটিশ পাঠায় ঐ নোটিশে দেওয়া আছে ২৪শে ডিসেম্বর ২০২৪ইং তারিখ।
সুধু তাই নয় ও আমার ভাইকে বার বার মেরে ফেলার হুমকিও দিয়েছে ঐ জগন্নাথ এর ভিপি কে দিয়ে।
এখানেই শেষ নয়, আমার পাষণ্ড স্বামী জুলাই আন্দোলনের সময়কালে যাত্রাবাড়ি ও লালবাগে পুলিশের ধাওয়া খেয়ে জীবন বাঁচাতে কোমল মতি শিক্ষার্থীরা আমাদের লালবাগের সরকারি কোয়াটারে আশ্রয় নিতে আসলে ও পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারে পতনের পর ঐ সকল বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে বাসায় বার বার খুঁজতে আসলে তাকে পায় নাই। প্রায় দীর্ঘ ২ মাস সে পালিয়ে বেড়িয়েছে। এখন সে আবার পূর্বের ন্যায় দাপটের সহিত কাজ করছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের মানিনীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি যে, আমি আমার ১৫ বছরের সংসার ফিরে পাওয়া সহ ঐ নারী লোভী পাষণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহন করা হোক।

SHARIF MIA
7,461 Views · 5 months ago

⁣পুলিশ বক্স থেকে ইপিজেড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে

Shazzadul Alam Khan
15,793 Views · 5 months ago

⁣ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক দুটি ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার পর ভুয়া মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. ওয়াছিকুল আজাদ বর্তমানে পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ওই ব্যবসায়ী শুক্রবার (১১ জুলাই) বিকালে উপজেলার মেদিলা বাজারে একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যায় তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে একটি ঘরে নিয়ে যায় আওয়ামী শ্রমিকলীগের সক্রিয় সদস্য রিপন সরকার ও তার সহযোগীরা। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি চেকে এবং একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

পরে ওই চেক জাল করে ৩৯ লাখ ৬ হাজার ও ৩০ লাখ ৪০ হাজার টাকার ভুয়া দাবি দেখিয়ে মামলা দায়ের করা হয়। এমনকি ঈদের আগে আবারও তাকে হুমকি দেওয়া হয় বলে জানান আজাদ।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Monsur Alam
2,557 Views · 5 months ago

⁣ত্রাণও লাগবে, বেড়িবাঁধও”—ফেনীর দুর্গত এলাকায় উপদেষ্টা ফারুকী আজম

SHARIF MIA
22 Views · 5 months ago

⁣আশুলিয়া সোমবার পাম্প দুর্ঘটনায় স্থান দীর্ঘ তিন ঘন্টা পরে সাময়িক ভাবে রিপেয়ারিং চেষ্টা করেছি

MD IMRAN MUNSHI
18 Views · 5 months ago

ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরে
রাসায়নিক সারের বিষ ক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন মাছ চাষের পুকুরে রাসায়নিক সারের বিষ ক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে । পুকুরটির মালিক স্থানীয় ছাত্রদল নেতা ইমরান গোলদার। ছাত্রদলের চার বন্ধু মামুন পোদ্দার, ইমরান গোলদার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ মিলে দীর্ঘ ৮-১০ বছর ধরে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছিলেন।
আজ ১১ জুলাই শুক্রবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে দুর্গন্ধ ছড়ায় এবং প্রায় সব মাছ মরে ভেসে উঠে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ইমরান গোলদার জানান," মাছ চাষ করা পুকুরের পাশে আমুয়া বাজারের সারের ডিলার সাইফুল ইসলামের রাসায়নিক সারের গুদাম রয়েছে। এ গুদামে ঘটনার দিন ধারন ক্ষমতার চেয়ে তিন চার গুন বেশি রাসায়নিক সার মজুদ করা ছিলো। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গুদাম ঘরটি দেবে গিয়ে প্রায় ৩ টন রাসায়নিক সার পুকুরে পড়ে যায়। পানির সাথে সার মিলে বিষ ক্রিয়া তৈরি হয়, এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যায়"।
ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

Rabiul Alam
17 Views · 5 months ago

⁣কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি নিয়ে বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া

SHARIF MIA
490 Views · 5 months ago

⁣বাইপেল থানা রোডের ভয়ংকর অবস্থা হয়েছে

Monsur Alam
30 Views · 5 months ago

⁣ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে বুদবুদের উত্থান: আতঙ্কে স্থানীয়রা!

Akram Hossen
9 Views · 5 months ago

⁣শেখেরচরে ডাবল কভার ভ্যানের ভয়াবহ সড়ক দু'র্ঘটনা

Akram Hossen
10 Views · 5 months ago

⁣ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট অনুযায়ী, মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ফুলগাজী বাজারে পানি ঢুকে পড়েছে।
ফ্লাড কন্ট্রোল বাঁধের অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের স্থানগুলো হলো—জঙ্গলঘোনা, গদনগর, দরপাড়া, সাহেবনগরসহ আরও কিছু এলাকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী।

Towhidul Islam
4 Views · 5 months ago

⁣বৃষ্টিস্নাত কুমিরা বাজার মনোরম দৃশ্য। যে বাজারে আপনি নিত্যপ্রয়োজনীয় সব জিনিস। এটি একটি স্বনামধন্য বাজার। এই বাজারের পাশে রয়েছে প্রাচীনতম সব প্রতিষ্ঠান। মছজিদ্দা হাইস্কুল, লতিফা সিদ্দিকী কলেজ, হাম্মাদিয়া কমপ্লেক্স ও ইসলামিয়া আরবিয়া মাদরাসা।

SHARIF MIA
23 Views · 5 months ago

⁣⁣ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক মোজার মেইল বাসস্ট্যান্ডের বর্তমান অবস্থা

SHARIF MIA
20 Views · 5 months ago

⁣বাইপাইল পুলিশ বক্স এর সামনে থেকে রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে আজ থেকে

SHARIF MIA
1,024 Views · 5 months ago

⁣বাইপাইল মহাসড়ক যেন মরন ফাদ হয়ে দাডিছে #আই_নিউজ_বিডি

রোডে খানাখোনদের অভাব নেই এবং বিভিন্ন জায়গায় গাড়ি এক্সিডেন্ট হচ্ছে এবং কি ভাঙ্গার কারণে আজকে দুই জায়গায় ডিফেন্সিয়াল ভেঙ্গে গাড়ি উল্টে গেছে

Monsur Alam
903 Views · 5 months ago

⁣হাসিনা যত দিন ইন্ডিয়া থাকবে এগুলো করবেই করবে

Al Mamun Gazi
8,676 Views · 5 months ago

⁣সাতক্ষীরার আশাশুনি মানিকখালী ব্রিজের মুখে বাস উল্টে খাদে পড়েছে।।আহত-১৪

Monsur Alam
2,975 Views · 5 months ago

⁣তারেক রহমানের নির্দেশে ফেনীর ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণ


Shakil Hasan
9 Views · 5 months ago

#highlight
@everyone
⁣চন্দ্রগঞ্জ উপজেলায় নিয়ে গণশুনানি: আশাবাদী স্থানীয় জনগণ

Monsur Alam
37 Views · 5 months ago

⁣ফেনীর ফুলগাজী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি

Monsur Alam
3,956 Views · 5 months ago

⁣ফেনী-পরশুরাম সড়ক হুমকিতে, পানি ঢুকছে হু হু করে

Shakil Hasan
5,331 Views · 5 months ago

#highlight
@everyone
⁣লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘীরপাড় টানা বৃষ্টিতে ভাঙনের মুখে পড়েছে, পর্যটকদের আকর্ষণীয় স্থান বিপন্ন।..

Gm selim imran
900 Views · 5 months ago

⁣ভিডিও প্রতিবেদন প্রকাশ করায় জলবদ্ধতা নিয়ে তাৎক্ষণিক প্রশাসনের পদক্ষেপ...

Monsur Alam
1,993 Views · 5 months ago

⁣ফেনীর জলাবদ্ধতা নিরসন ও খালগুলো পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

পুলক শেখ
3,448 Views · 5 months ago

⁣তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান | রূপগঞ্জ ও ভালুকায় সংযোগ বিচ্ছিন্ন | Titas Gas Operation

৮ জুলাই ২০২৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি রূপগঞ্জ ও ভালুকায় পরিচালনা করে বড় ধরনের উচ্ছেদ অভিযান। রূপগঞ্জে ৪১৫টি বাড়ির ৯২৫টি অবৈধ বার্নার ও একটি কয়েল ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভালুকায় বকেয়া ও অনুমোদনবহির্ভূত ব্যবহারজনিত কারণে ৮টি আবাসিক সংযোগের ১১টি বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং মুন্সিগঞ্জে একটি বোর্ড মিলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ মোট ৪৫,৩৯১টি অবৈধ সংযোগ ও ৯৮,১৪৭টি বার্নার বিচ্ছিন্ন করেছে এবং ১৮৬ কিমি পাইপলাইন অপসারণ করেছে।

🔥 এই ভিডিওতে দেখুন বিস্তারিত অভিযান ও গৃহীত পদক্ষেপসমূহ।
📢 সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেটের জন্য।
📌 সংবাদটি শেয়ার করুন, জানুক সবাই।

Cover Topic -
তিতাস গ্যাস অভিযান, অবৈধ গ্যাস সংযোগ, রূপগঞ্জ গ্যাস সংযোগ, ভালুকা গ্যাস অভিযান, তিতাস গ্যাস নিউজ, titas gas news, illegal gas connection bangladesh, titas gas latest update, gas connection raid bangladesh, bd gas connection news, titas gas operation, govt gas raid, বাংলাদেশ সংবাদ, breaking news today, titas gas update 2025,
#তিতাসগ্যাস #অভিযান২০২৫ #অবৈধসংযোগ
#রূপগঞ্জ #ভালুকা #বাংলাদেশসংবাদ #gasconnection
#titasgasupdate #breakingnews #bangladeshnews

Shakil Hasan
8,692 Views · 5 months ago

@everyone
লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষনা করা হচ্ছে

Monsur Alam
9,905 Views · 5 months ago

⁣‎"দুর্যোগে সুযোগ: ফেনী ফ্লাইওভার থেকে ২৪ ফুট লোহার পাত চুরি!"

পুলক শেখ
2,345 Views · 5 months ago

⁣ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান: সরকারি ঔষধ অপব্যবহার ও অবৈধ অর্থ আদায়ে কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জুলাই ২০২৫-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে এক আকস্মিক অভিযানে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় ও সরকারি ঔষধ মজুদের প্রমাণ পাওয়া গেছে। দণ্ডবিধি ১৮৮ ধারায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়। এই অভিযান স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন!

🔔 সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ খবরের আপডেট পান।

#ভালুকা #স্বাস্থ্যকমপ্লেক্স #অভিযান #সরকারিঔষধ #ময়মনসিংহ


Cover Topic -
ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি ঔষধ অপব্যবহার, অবৈধ অর্থ আদায়, ময়মনসিংহ অভিযান, কারাদণ্ড ২০২৫, স্বাস্থ্যসেবা অনিয়ম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভালুকা উপজেলা, স্বচ্ছ স্বাস্থ্যসেবা, বাংলাদেশ স্বাস্থ্য খাত,

#bhulukahealthcomplex #mymensinghnews #healthcarecorruption #governmentmedicine #raid2025 #bangladeshhealth #transparencyinhealthcare #crimenews #publichealth #bhalukaraid

Badsha Alamgir
7,669 Views · 5 months ago

⁣কুষ্টিয়ায় পথসভায় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আবরার ফাহাদের যে কট্টর লড়াই সেটি করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল সেই আধিপত্যবাদের গোলম হতে চায় আমরা তার বিরুদ্ধে লড়বো, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা গোলামী নয় আজাদী চাই। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

Md Humayun
6,810 Views · 5 months ago

⁣সংক্ষিপ্ত প্রতিবেদন:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামে ঘটে যায় অনৈতিক এক ঘটনা। অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মাহমুদুল হাসান লিংকন বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে গড়ে তোলে অনৈতিক সম্পর্ক।
পরবর্তীতে ওই তরুণ-তরুণীকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। কিন্তু রহস্যজনকভাবে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ও নগদ অর্থ লেনদেনের মাধ্যমে যুবক লিংকনকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ ভিকটিম তরুণী এখন বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন করছেন। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।




Showing 6 out of 7