close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

District News

SHARIF MIA
17 Views · 3 months ago

সাভার বাড়ই পাড়া মঙ্গলবার শাক সবজি কাঁচাবাজার ও মাছ মাংসের দাম বাড়তে বয়লার কেজি ১৭০ টাকা

SHARIF MIA
14 Views · 3 months ago

ঈদভাঙ্গা বাজারে বারুইপাড়া মাছের দাম বাড়তে

SHARIF MIA
17 Views · 3 months ago

সাভার বারুইপাড়া বাজার মূল্য উরদো গতি ইটভাঙ্গা বাজার হিসেবে অতিরিক্ত মূল্য নির্ধারণ

Badsha Alamgir
13 Views · 3 months ago

⁣কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ির সন্ধান মিলেছে। বিলাসবহুল গাড়িটি ঝিনাইদহের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে জানতে পেরেছে পুলিশ।


জানা গেছে, তিন মাস আগে কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি আনা হয়। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে।


গতকাল সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া এমপি আনার।


ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক হিসেবে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের নাম রয়েছে। তবে গাড়িটি এখানে কীভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে।


বিলাসবহুল গা‌ড়ি‌টি কা‌রো কা‌ছে বি‌ক্রি ক‌রেন‌নি জানি‌য়ে‌ছেন সা‌বেক এম‌পি আনা‌রের মে‌য়ে ড‌রিন। তি‌নি গা‌ড়ি ফেরত পে‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর সহায়তা চাইবেন।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। গত বছরের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতায় তিনি খুন হয়েছেন বলে জানা যায়।

SHARIF MIA
10 Views · 3 months ago

ঈদুল আজহার ছুটিতে ঢাকা শহর পুরা ফাঁকা বাংলা টিভি থেকে নয়াপল্টন পর্যন্ত

Md Babu
6 Views · 3 months ago

⁣ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি নামক ইউনিয়নে। পুকুরে গোসল করতে নেমে কিশোর মৃত্যু হয়েছে

Md Humayun
17 Views · 3 months ago

নেত্রকোণার কেন্দুয়ায় ⁣তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২ জন।

Md Sohel Rana
4 Views · 3 months ago

ময়মনসিংহের মুক্তাগাছায় বিবাহিত নারীর সঙ্গে কোটিপতি হ‍্যাচারী মালিকের আপত্তিকর ভিডিও ভাইরাল ঘটনা ধামাচাপা দিতে উল্টো সাংবাদিকের নামে মামলার হুমকি দিয়েছেন। উপজেলার বাঁশাটি ইউপির বাসিন্দা সাদিয়া মৎস্য হাচারির মালিক আবু বক্কর সিদ্দিক অরফে সিদ্দিক হাজী। সাংবাদিক কে ৫ লাখ টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অফার করেন সিদ্দিক। তাতে সাংবাদিক রাজি না হওয়াতে তার বিরুদ্ধে মানহানির মামলা দেওয়ার হুমকি দিয়েছেন আবু বক্কর সিদ্দিক।

Belhaj Badhon
15 Views · 3 months ago

⁣পারকোল হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী-২০২৫ ও আনন্দ শোভাযাত্রা

Nazrul Islam
25 Views · 3 months ago

⁣“আমরা চাই প্রতি বছর এই কর্মসূচি অব্যাহত থাকুক এবং আরও বেশি মানুষ এতে যুক্ত হোক।”

Tasliem Akhon
13 Views · 3 months ago

দ্রুত বর্জ্য অপ্রসারণের দাবি জানিয়েছেন এলাকার সর্বসাধারণ।

Tasliem Akhon
18 Views · 3 months ago

এটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ভূইয়ারহাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হয়ে রমাগঞ্জ ইউনিয়নের তেগাচছিয়া ব্রিজ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এ সড়কের নাম বাউল সড়ক।

MD JAHANGIR ALAM
21 Views · 3 months ago

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর বাজারের বাজাজ মোটরসাইকেল শোরুমে গত রাত আনুমানিক ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তাঘাট ছিল ফাঁকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ শোরুমের ভেতর থেকে আগুন ও ধোঁয়ার বিশাল শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। বাজার বন্ধ থাকায় আশপাশে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল, ফলে আগুন প্রথম দিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোরুমের ভেতরে থাকা বেশ কিছু নতুন মোটরসাইকেল, যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শোরুম মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ভাগ্যক্রমে, রাতের বেলায় বাজার বন্ধ থাকায় আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়ায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও জোর দেয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

SHARIF MIA
24 Views · 3 months ago

৫ টাকা এবং ২০ টাকার নোটে মসজিদের ছবি অপসারণের জন্য মানববন্ধন

Salahuddin Ahmed
26 Views · 3 months ago

⁣দেশে বৃহত্তর ঈদগামাঠ দিনাজপুরের গোর

স্টাফ রিপোর্টার> স্হানীয় এবং দুর দুরান্তেরসহ লক্ষাধিক মুসল্লীর অংশ গ্রহনে দেশের বৃহত্তর ঈদগা মাঠ দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে শোলাকিয়ার মত একসাথে ঈদুল নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।
বেশী সওয়াবের আশায় পুলিশ র‍্যাব আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্হার মধ্য দিয়ে উপমহাদেশের মধ্যে বৃহত্তম এবং সুদৃর্শ মিনার বিশিষ্ট ঈদগা মাঠে কাতার বন্ধী হতে সকাল থেকে মাঠে আসন পাতেন মুসল্লীরা।
নামাজিদের সুবিধার্থে মাঠের প্রান্তে প্রয়প্রনালী, ওজুখানা, যানবাহন পার্কিং ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানি সরবরাহের পাশাপাশি ৮০টি মাইক রাখা হয়েছিল।
শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নামাজ আদায় শেষে সামর্থ অনুযায়ী পশু কোরবানী দিয়েছেন অনেকে।
###

SHARIF MIA
22 Views · 3 months ago

ঈদুল আযহার জামায়েত শেষ মোনাজাত সম্পন্ন কোরবানির প্রস্তুতি চলছে

SHARIF MIA
8 Views · 3 months ago

মাদারীপুরে জুমার নামাজ পড়ার সময় এক সন্ত্রাসী একজন হত্যা করেছে আর দুজনকে পায়ের রগ কেটে ফেলেছে

SHARIF MIA
4 Views · 3 months ago

⁣ঈদুল আজহা জামায়াত শেষ কুরবানির প্রস্থুতি চলছে

SHARIF MIA
8 Views · 3 months ago

ঈদের নামাজে জামাতে প্রস্তুতি চলছে

MD JAHANGIR ALAM
13 Views · 3 months ago

বাজিতপুর প্রতিনিধিঃ ⁣পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বাজিতপুর বাজারের কুরবানির পশুর শেষ হাটে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের পশু কেনার ধুম পড়েছে পুরো এলাকায়। গরু বিক্রেতা, ক্রেতা এবং কৌতূহলী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো হাট এলাকা।

সকাল থেকেই বাজারের রাস্তাগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই সেই ভিড় রূপ নেয় মেলা-মুখর পরিবেশে। দূরদূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার গরু নিয়ে হাটে হাজির হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবার বাজারে গরুর সরবরাহ বেশ ভালো। চাহিদা অনুযায়ী বড়, মাঝারি ও ছোট আকৃতির গরু পাওয়া যাচ্ছে।

হাটে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “শেষ মুহূর্তে এসে ভালো গরু পেয়েছি। দাম কিছুটা বেশি মনে হলেও মানসম্পন্ন গরুর জন্য এটা মেনে নিতে হয়েছে।”

অন্যদিকে এক বিক্রেতা জানান, “এবার গরুর দাম তুলনামূলক কম। তবে শেষ দিনে বিক্রি বেশি হচ্ছে।”

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং বাজিতপুর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিও।

হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি বহু উৎসুক মানুষও গরু দেখতে এসেছে। ছোটদের মাঝে দেখা গেছে ঈদের আনন্দের ছোঁয়া।

সব মিলিয়ে ঈদকে সামনে রেখে বাজিতপুর বাজারের শেষ কুরবানির পশুর হাট পরিণত হয়েছে এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে।

Belhaj Badhon
6 Views · 3 months ago

আগুনে পুড়েক্ষতিগ্রস্ত পরিবারকে বড়াইগ্রাম উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ সহায়তা

SHARIF MIA
8 Views · 3 months ago

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা একেবারে ব্লক করা কোন গাড়ি প্রবেশ করতে পারছে না খালি গাড়ি গুলা বাম পাশে দাঁড় করে রাখছে যার কারণে বড়া গাড়ি যেতে পারছে না এবং কি রিটার্ন গাড়িগুলো এসেও ঢুকতে পারছেন না হাজারো যাত্রী দাঁড়িয়ে আছে কান্নায় ভেঙে পড়ছে ছোট ছোট বাচ্চারা

SHARIF MIA
13 Views · 3 months ago

পর্যাপ্ত পরিমাণে বাস না থাকায় চন্দ্র স্ট্যান্ডে হাজারো যাত্রী ট্রাকে এবং সিএনজিতে যাতায়াত করার জন্য বেছে নিতেছে

SHARIF MIA
8 Views · 3 months ago

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখানে বাস নেই পর্যাপ্ত পরিমাণে কোন পরিবহন নেই তাই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ট্রাকে সাইকেলে করে যাতায়াত করছে এই মুহূর্তে

SHARIF MIA
2 Views · 3 months ago

ঢাকা টাঙ্গাইলের কোন বাস আর নেই রাত্রে বেলা সিএনজিতে ট্রাকে করে যাওয়ার চেষ্টা করছে জীবনের ঝুঁকে নিয়ে

SHARIF MIA
19 Views · 3 months ago

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র স্ট্যান্ডে বাসের ভাড়া দ্বিগুণ তাই যাত্রী ট্রাকে যাচ্ছে এবং প্রচন্ড রোদে কষ্ট করে তারা ঈদে পরিবারের সাথে আনন্দ করার জন্য বাড়িতে যাচ্ছে

Salahuddin Ahmed
12 Views · 3 months ago

⁣⁣স্টাফ রিপোর্টার > সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের কয়েকটি উপজেলায় ৪৪টি স্হানে আজ শুক্রবার পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন কিছু অনুসারি পরিবার। পরে পশু কোরবানীসহ আনন্দ ভাগাভাগি করেন তারা।
সকাল সাড়ে ৭টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদুল আযহার জামাত আদায় করেন অনুসারিরা। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপশহর, ফুলতলা, ইসলামবাগ মহল্লায় এলাকায় ঈদের নামাজ আদায়সহ চিরিরবন্দরের সাইতাড়া রাবার ড্যাম, কাহারোলের জয়নন্দ, ১৩ মাইল গড়েয়া, বিরামপুরের বিনাইল, আয়রা বাজার জামে মসজিদ, খয়েরবাড়ি, মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল আযহার নামাজ আদায় করা করেছেন কিছু অনুসারি পরিবার। সামর্থ অনুযায়ী পরে পশু কোরবানী দেন তারা।

২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদেই নামাজ আদায় করে আসছেন কিছু অনুসারি পরিবার।
###

SHARIF MIA
7 Views · 3 months ago

টাঙ্গাইল গাজীপুর রোডে দীর্ঘ যানজট

SHARIF MIA
4 Views · 3 months ago

চন্দ্রা ওয়ালটন মোড়ে কাটা দিয়ে গাড়ি পার করছে ৫০০ টাকার বিনিময় বাংলাদেশ পুলিশ

SHARIF MIA
10 Views · 3 months ago

⁣জিরানী বাজার ঈদে ঘরে ফেরা মানুষের চাপ দীর্ঘ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে

Rakibul Islam
10 Views · 3 months ago

সিরাজগঞ্জ শহরের রানিগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫জুন) দুপুরে রানীগ্রামের মাদক ব্যবসায়ী হাফিজুল কে আটক করেছে ১নং পুলিশ ফাঁড়ির পুলিশ।
আটক হাফিজুল দোগাছী গ্রামের কুদ্দুসের ছেলে।
১নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান জানান, মাদক ব্যবসায়ী হাফিজুল ভাড়া বাসায় মাদকদ্রব্য রয়েছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে ফাঁড়ি এর ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান এর নেতৃত্বে এসআই সুজানুর ইসলাম, এএসআই শফিকুল গনি স্বপন, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে আসামী হাফিজুল ইসলামের এর বসত ঘরের ভিতর থেকে বিভিন্ন ব্রান্ডের স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এর হুইস্কিসহ বাংলাদেশি কেরু কোম্পানির মোট ৫৪ বোতল হুইস্কি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার বাজারমুল্য প্রায় ২ লক্ষ টাকা৷ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ১নং ফাঁড়ির ইনচার্জ।

Mohammad Mamun Chowdhury
19 Views · 3 months ago

⁣চট্টগ্রাম দক্ষিণ জেলার মহকুমার শহর পটিয়া উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নের ঐতিহ্যবাহী কমল মুন্সির হাটের বাজারে চলতেছে কুরবানের গরু, মহিষ ও ছাগলের বাজার।

Rabiul Alam
15 Views · 3 months ago

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কুমিল্লা জেলায় সড়ক মহাসড়কে টহল জোরদারসহ চেকপোস্ট স্থাপন করে যানবাহনগুলোতে তল্লাশি করছে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড৷সহ বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত কয়েকদিন ধরেই মহাসড়কগুলোতে টহলের পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সাঁড়াশি অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে।

পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার গরুর হাট পরিদর্শন করেন তিনি।

Jahangir Alam
21 Views · 3 months ago

জাহাঙ্গীর আলম

গাজীপুরের টঙ্গী ব্রীজে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চালকসহ নারী, পুরুষ ও শিশু রয়েছে।

গাজীপুরের টঙ্গী ব্রীজে আজ দুপুরে দুই বাসের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে যখন দুইটি বাসই অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে দুই বাসের চালকসহ নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। তাদের টঙ্গী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাস দুটি বিপরীত দিক থেকে আসছিল এবং স্পিড অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঈদের ছুটি উপলক্ষে যাত্রীরা বাড়ি ফিরছিলেন, এবং এই সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা জানান, দুর্ঘটনার সময় বাসগুলো অতিরিক্ত ভরতি ছিল এবং চালকদের মাঝে কোনো প্রকার সমন্বয় ছিল না।

গাজীপুর ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, "বাস দুটির গতি সীমার বাইরে ছিল এবং চালকরা কোনো প্রকার সতর্কতা অবলম্বন করেনি। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি এবং বাসগুলোর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা, বিশেষ করে উৎসবের মৌসুমে। বিশ্লেষকরা বলছেন, সড়ক নিরাপত্তা বাড়াতে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সড়কের অবকাঠামো উন্নত করা এবং চালকদের প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি।

এই দুর্ঘটনার ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং তারা সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। অনেকেই মনে করেন, সড়কে নিয়মিত পুলিশি টহল বাড়ানো এবং চালকদের লাইসেন্স যাচাই করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এদিকে, ঈদের সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই চলবে না, জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

Badsha Alamgir
10 Views · 3 months ago

⁣নতুন টাকাই মন্দিরের ছবি নিয়ে সাধারণ মানুষের মতামত।

Salahuddin Ahmed
30 Views · 3 months ago

⁣স্টাফ রিপোর্টার > সাম্প্রতিক সময়ে  দিনাজপুর এবং ঠাকুরগাঁও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন বাংলাদেশী নারী পুরুষ শিশুকে শুন্যহাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। শ্রম বিক্রি করে কষ্টে উপার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তি অর্জিত কোন সম্বল দেশে আনতে দেওয়া হয়নি তাদের। যথাযথ প্রক্রিয়া অনুসরনের পরিবর্তে রাতের আধারে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদের। 
সীমান্ত পরিস্থিতির বিষয়ে আজ বৃহস্পতিবার বিকালে শহীদ কর্নেল গুলজার হলে রুমে আয়োজিত প্রেস ব্রিফিং করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক)  লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মাহফুজুর রহমান এবং  সুবেদার মেজর সামিউল ইসলামসহ অন্যান্যরা।  

৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক)  লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, যথাযথ নিয়ম অনুসরন না করে জোর করে দিনাজপুরে ১৫জন এবং ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে  ৪২জনসহ ৫৭ জনকে পুশইনের ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। পুশইনের শিকারদের স্বীকারোক্তি উদ্ধৃত করে তিনি আরো জানান,সবাইকে শুন্যহাতে পুশইন করা হয়েছে। কষ্টার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তিগত কোন কিছুই সঙ্গে আনতে পারেনি তারা।

 তিনি আরো জানান, আসন্ন ঈদুল আজহায় খামারিদের ক্ষতি থেকে রক্ষায় সীমান্ত পথে গরু পাচার রোধে এবং কোরবানীর পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর সতর্ক অবস্হান নিয়ে দ্বায়িত্ব পালন করছেন তারা । পাশাপাশি সীমান্ত অপরাধ ঠেকানোসহ ঈদে সাধারন মানুষের নিরাপত্তা এবং আইন শৃংখলা রক্ষায় সীমান্ত বাসিদের সাথে নিয়ে  বিজিবি দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।  

###

Belhaj Badhon
7,648 Views · 3 months ago

⁣বড়ইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় ট্রাক-পিকআপের সং"ঘ"র্ষে নি"হ"ত ১ আ'হ'ত ১

SHARIF MIA
2,340 Views · 3 months ago

⁣ঈদে গড় মুখি মানুষের চাপ বেড়েছে যানজটের সৃষ্টি হয়েছে

Belhaj Badhon
1,348 Views · 3 months ago

⁣বড়াইগ্রামের কি/শো/র "গ্যাং" ও ই/ভ/টি/জা/র সদস্য সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন

SHARIF MIA
6 Views · 3 months ago

বারুইপাড়া থেকে পল্লী বিদ্যুৎ যাওয়ার এই অবস্থা

SHARIF MIA
4,359 Views · 3 months ago

⁣চান্দুরা পল্লী বিদ্যুৎ আন্ত ট্রাকের অগ্নিকাণ্ড ভয়াবহ

Md Humayun
48 Views · 3 months ago

⁣বাবার দেওয়া শিক্ষা নিয়ে প্রতি ঈদে অসহায় মানুষের পাশে ছেলে।।
নেত্রকোনার কেন্দুয়া থেকে।।

MD JAHANGIR ALAM
18 Views · 3 months ago

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গরু হাটে বিক্রেতাদের মধ্য ষাঁড় গরু বাধা নিয়ে হট্টগোল।

Belhaj Badhon
19 Views · 3 months ago

⁣বড়াইগ্রামে রান্নার চুলার পাশে রাখা মোটরসাইকেলে পেট্রোল ঢালার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড

Mohammad Mamun Chowdhury
999 Views · 3 months ago

চট্রগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের ঐতিহ্যবাহী অলির হাটে কোরবানির গরু, মহিষ ও ছাগলের বাজারের বর্তমান মহিষের বাজার থেকে সরাসরি

Badsha Alamgir
380 Views · 3 months ago

⁣বি আর বি গ্রুপের কিয়াম মেটালের শ্রমিকদের দাবি না মানলে আন্দলোন চলমান থাকবে।

SHARIF MIA
2,607 Views · 3 months ago

⁣গার্মেন্টস শ্রমিক বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ রাস্তা অবরোধ
বসুন্ধরা গ্রুপ হেমায়েতপুর

Badsha Alamgir
6,991 Views · 3 months ago

⁣কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের কিয়াম মেটালে চলছে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন।

Nazrul Islam
1,867 Views · 3 months ago

⁣পবিত্র
ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতে শুরু
হয়েছে পাঁচ দিনব্যাপী কুরবানির গরু ও ছাগলের হাট। ২রা জুন সোমবার থেকে শুরু হওয়া এই হাট বসবে ৬ই জুন শুক্রবার পর্যন্ত । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই হাটের কার্যক্রম।

স্থানীয়
ইজারাদার ওয়াহিদের তত্ত্বাবধানে পরিচালিত এ পশুর হাটে কুতুবদিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাপারীরা তাদের গরু ও ছাগল
নিয়ে এসেছেন। হাটটি সৈকতের পাশে হওয়ায় একদিকে যেমন পশু ব্যবসায়ীরা স্বস্তিতে পশু
রাখতে পারছেন, অন্যদিকে দর্শনার্থী ও ক্রেতারাও উপভোগ করছেন একটি সমুদ্রপাড়ের
ব্যতিক্রমধর্মী বাজার।


বছর হাটে দেশি গরুর পাশাপাশি কিছু উন্নত জাতের গরুও দেখা গেছে। ছোট ছাগল থেকে শুরু
করে বড় আকৃতির বলদ পর্যন্ত বিভিন্ন দামের পশু কেনাবেচা হচ্ছে। দাম তুলনামূলকভাবে
কিছুটা বেশি হলেও ক্রেতারা সন্তুষ্ট। অনেকেই মনে করছেন, নিরাপদ
পরিবেশ, পর্যাপ্ত জায়গা এবং খোলা বাতাসে হাট হওয়ায় এটি একটি ভালো
আয়োজন।

হাট
কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো সময়জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় রয়েছে পর্যাপ্ত পুলিশি
নিরাপত্তা এবং পশু চিকিৎসার জন্য রয়েছে ভেটেরিনারি টিম।


বিষয়ে হাট ইজারাদার ওয়াহিদ বলেন,“আমরা চেষ্টা করছি পশু ও মানুষের জন্য
একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুবিধাজনক হাট পরিবেশ নিশ্চিত করতে। সকলের
সহযোগিতায় এটি একটি সফল আয়োজন হবে বলে আশা করছি।”

স্থানীয় বাসিন্দা মো. হারুন জানান,“সমুদ্রের
পাশে এমন পশুর হাট সত্যিই আনন্দদায়ক। শুধু পশু কেনার জন্য নয়, দেখতে
এসেও আনন্দ পাচ্ছে সবাই।”

ঈদুল আজহার আগমনে প্রাণ ফিরে পাওয়া এ
পশুর হাট স্থানীয় অর্থনীতির জন্য যেমন ইতিবাচক,
তেমনি দ্বীপের মানুষের উৎসবমুখর
পরিবেশেও এনেছে এক ভিন্নমাত্রা।



‘কুতুবদিয়া প্রতিনিধি’

Md Humayun
24 Views · 3 months ago

⁣জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন গ্রামবাসী।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে।।

Md Humayun
16 Views · 3 months ago

⁣বর্ষা মানেই গ্রামের মানুষের ভোগান্তী!
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে।

MD JAHANGIR ALAM
27 Views · 3 months ago

⁣বাজিতপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক সরারচর গরুর হাটে এবারের চিত্র একেবারেই ভিন্ন। বর্ষণ ও কাদাপানিতে হাটের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে, আর এর প্রভাব পড়েছে গরুর কেনাবেচায়। হাটে গরুর সংখ্যা থাকলেও কেনাবেচা হয়েছে কম, দামও ওঠেনি প্রত্যাশামতো।

স্থানীয় ও মৌসুমি ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাটে এবার দুই লাখ টাকার বেশি দামের গরু আসেনি। বেশিরভাগ গরুর দাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। বড় গরু আনতে পরিবহন সমস্যা, খরচ ও বাজার অনিশ্চয়তার কারণেই অনেকে পিছিয়ে আছেন।

এক বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে মাঠে কাদা জমেছে, গরু হাঁটানো যাচ্ছে না। ক্রেতারা এসে ঘুরে যাচ্ছেন, কিনছেন না।”
এক ক্রেতা জানান, “ভালো গরু আছে, কিন্তু কাদা আর পানির কারণে গরুগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। দামও অনেকটাই অপরিষ্কার।”

হাট কর্তৃপক্ষ জানায়, পূর্বপ্রস্তুতি থাকলেও হঠাৎ ভারি বৃষ্টিতে হাটে পানি জমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী হাটে এমন অবস্থা না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।


ঈদুল আযহা মাত্র ৬ দিন পর। এই সময়টায় গরুর হাটে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়ার কথা। কিন্তু সরারচরের মতো গুরুত্বপূর্ণ হাটে এমন মন্দা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতা ও খামারিরা।

Sujat Molla
16 Views · 3 months ago

ডিপজল ভাইয়ের বড় হাট গরু বিক্রি করব খাজনা ছাড়া যদি বেশি তেরিবেরি করে সানডে মানডে ক্লোজ কইরা দিমু

সুভাষ মজুমদার
19 Views · 3 months ago

⁣অনিয়মের অভিযোগ তুলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিলেন ইউনিয়ন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ।

Shahin Alam
1,261 Views · 3 months ago

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোরবানির হাট বাজার।

Shahin Alam
19 Views · 3 months ago

⁣টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ স্কুল মাঠ।

Kawsar Ahmed Duranta
11 Views · 3 months ago

এ যেনো বৃষ্টি না হতেই বন্যা কিশোরগঞ্জ জেলা শহরে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়া ঝিরিঝিরি বৃষ্টিতে'ই জলাবদ্ধতা'র সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায়

Badsha Alamgir
202 Views · 3 months ago

⁣ছয়শত টাকা হাজিরায় ১০ মাটিকাটা শ্রমিককে ভাড়া করেন যুবলীগ নেতা
কুষ্টিয়ায় পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ১৫/১৭ জন ঝটিকা মিছিল করেছে। এদের মধ্যে ১০ জনই ছিলো মাটিকাটা শ্রমিক। ওই রোডে বালি সরানোর কথা বলে শ্রমিকদের ডেকে নিয়ে আসে শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজিব। সেখানে গিয়ে ওই যুবলীগ নেতা শ্রমিকদের বলে সারাদিন কষ্ট করে মাটিকাটা লাগবেনা, তোমরা এক মিনিট মিছিল করলেই পুরো টাকা পেয়ে যাবে। গ্রামের সহজসরল মানুষগুলো তাদের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগ দেয়। গতকাল রোববার সকালে পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে এই মিছিলের চেষ্টা করে যুবলীগের কয়েকজন নেতা। পরে এ ঘটনায় পুলিশ পিটিআই রোড থেকে ১০ শ্রমিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৮জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা ও দুজন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

GK Shohag
17 Views · 3 months ago

⁣৫ কোটি ৬০ হাজার মূল্যের, প্রায় ১ লক্ষ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করলো বাংলাদেশ কোস্ট গার্ড।

Shojol Ahmed
28 Views · 3 months ago

জামালপুর শহরের বটতলা এলাকায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বারণ করার জেরে মার্জিয়া আরিফ মুনিয়া তামান্না (১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। তামান্না সদর উপজেলার বাঁশচড়া এলাকার আরিফ হোসেনের (৩৭) মেয়ে।

রোববার (১ জুন) সকালের দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারে নিষেধ করাতেই এই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিয়ে আরিফ হোসেন জানান, তার মেয়ে মার্জিয়া শহরের উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শহরের স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে তামান্নার বাবা স্কুলের কাছেই ১মাস আগে বাসা ভাড়া নেন। শনিবার ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন তামান্না তার মোবাইল ফোন ব্যবহার করছে। তখন অতিরিক্ত ফোন ব্যবহার করতে নিষেধ করেন। পরে সে তার বাবার কথা না মানলে একপর্যায়ে দুটি থাপ্পড় দিয়ে তামান্নার কাছ থেকে মোবাইল নিয়ে নেন তার বাবা। পরের দিন রবিবার সকাল হলেও তামান্না দরজা না খোলায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে তামান্না।

জামালপুর পিবিআই পরিদর্শক সামিউল ইসলাম সানী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় আত্মহত্যা করেছে এ কিশোরী। নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Md Elias Ali
30,497 Views · 3 months ago

⁣সিলেটে পাহাড় ধসে এক পরিবারের ৩ জনের মৃত্যু।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Md Humayun
1,471 Views · 3 months ago

⁣বৃষ্টিতে গ্রামের রাস্তায় জলাবদ্ধতা: মানুষের অনুভুতি।
নেত্রকোণার কেন্দুয়া থেকে।

মিনহাজুল বারী
2,096 Views · 3 months ago

⁣“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ এর র‍্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে প্রানি সম্পদ দপ্তর ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ড. আনিসুর রহমানের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, (পিপিএম)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ সহ আরও অনেকে।

Gourob Shaha
19 Views · 3 months ago

নরসিংদীবাসীর জন্য আনন্দের সংবাদ!

আজ ১লা জুন ২০২৫, শুভ উদ্বোধন হলো নরসিংদী সদর রেল স্টেশনে আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রা বিরতি।
এখন থেকে নিয়মিত থামবে –
🚆 মহানগর প্রভাতী
🚆 মহানগর গোধুলী
🚆 উপবন এক্সপ্রেস

দীর্ঘদিনের দাবির পর নরসিংদীবাসী পেল আন্তঃনগর ট্রেনের সুবিধা।
এই উদ্যোগে যাত্রীসেবা যেমন সহজ হলো, তেমনি বাড়বে ভ্রমণের গতি ও স্বস্তি।

🎤 ভিডিও রিপোর্টিং: গৌরব সাহা

Motior Rahman Sumon
1,710 Views · 3 months ago

⁣লাগাতার বৃষ্টিতে গৃহবন্দী নগরবাসী, ময়মনসিংহ ।

GK Shohag
2,686 Views · 3 months ago

⁣নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সিআইখোলা এলাকায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার।

Liton Das
665 Views · 3 months ago

⁣শনিবার দুপুরের ফুটেজ কুয়াকাটা সমুদ্র সৈকত

Md Humayun
669 Views · 3 months ago

⁣কয়েক দিনের টানা বৃষ্টিতে গ্রামের মানুষের ভোগান্তি।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।।

Badsha Alamgir
999 Views · 3 months ago

⁣কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা।

Alamin hosen suvo
380 Views · 3 months ago

প্রতিবারের মতো এবারও গাবতলী গরুর হাটে একটি বিশাল সাইজের উট এসেছে, মরুভূমির উট এবার দেখা মিলল গাবতলী হাটে যার দাম চাওয়া হচ্ছে ২৫ লক্ষ টাকা

Abdullah Ibne Khalid
24 Views · 3 months ago



নিজ এলাকায় মানুষের জন্য স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জমিয়ত মহাসচিব -মাওলানা আফেন্দী।


জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে নিজ এলাকাবাসীর জন্য "আফেন্দী এ্যাম্বুলেন্স " সেবা চালু করা হয়। দীর্ঘ দুই যুগ ধরে চলে আসা সেবামূলক বহুমুখী কার্যক্রমের সাথে নতুন করে যুক্ত করা হল এলাকাবাসীর বহুল কাঙ্ক্ষিত এই এ্যাম্বুলেন্স সেবা।

গতন ৩০ মে-২৫ইং শুক্রবার, বাদ মাগরিব,ডোমার উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী দোয়া মাহফিলে অংশ নেন ডোমার উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলগণসহ এলাকার ময়মুরুব্বী ও সর্বস্তরের জনসাধারণ।

এলাকার প্রবীন মুরুব্বি জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমেরিকা প্রবাসী জনাব ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমূদ বিন আলম, নীলফামারী জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাজী সাইফুল ইসলাম ও হরিনচড়া ইউনিয়ন জমিয়তের প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।


জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী বলেন, মানবসেবা ইসলাম ধর্মের অন্যতম এক মহান শিক্ষা। পবিত্র কুরআন ও হাদীস শরীফে সেবামূলক এ সকল কার্যক্রমের অনেক ফজীলত বর্ণিত হয়েছে। দীর্ঘ ২ যুগ থেকে চলে আসা বহুমুখী সামাজিক কর্মসূচীর সাথে আজ আমরা এ্যাম্বুলেন্স সেবাটি যুক্ত করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া চাই-আগামী দিনগুলোতে আমরা যেন আমাদের পরিচালিত সেবামূলক কর্মকাণ্ডে আরো ব্যাপকতা আনতে পারি।

তিনি স্বীয় ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, এই রকম দ্বীন দরদী দানবীর, সুন্দর মানসিকতার একজন ভাই আমি পেয়েছি, এটাও আল্লাহ তায়ালার মেহেরবানী। ছেলে।

Alamin hosen suvo
273 Views · 3 months ago

ঢাকার রাজধানীতে গত তিন দিনের ধারেই ভারী বৃষ্টির কারণে রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলী গরুর হাটে নেই ক্রেতা সংখ্যা, বিশ্বের বলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ক্রেতারা হাঁটতে পারছে না, ব্যাপারী জানিয়েছে বৃষ্টির কারণে ক্রেতা নাই যার কারণে তাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, গরুর হতে পারে না না পানি বাহিত রোগ এবং নানা মুখী সমস্যা চাপে পড়তে পারে।

Alamin hosen suvo
665 Views · 3 months ago

অতি বৃষ্টির কারণে আসলে তেমন ক্রেতা সংখ্যা দেখা দিচ্ছে না , বলে জানিয়েছে গরুর ব্যাপারীরা, তাই গান গেয়ে, অলস সময় পার করছে এমন তারা আকর্ষণের বিশেষ গান গাচ্ছে।

Badsha Alamgir
3,666 Views · 3 months ago

⁣আমরা দ্রব্যমূল্যের দিক থেকে একটু স্বস্তিতে আছি।

Masudur Rahman
20 Views · 3 months ago

আজ ৩১ মে শনিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় সম্মেলন শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এতে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Md Humayun
159 Views · 3 months ago

⁣বৃষ্টি দিনে গ্রামীণ চিত্র: প্রকৃতির সঙ্গে মানুষের জীবনযাত্রার নিবিড় সংলাপ।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।

Liton Das
943 Views · 3 months ago

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সরাসরি কিছু ফুটেজ বন্যার পরিস্থিতি জানানোর জন্য শুক্রবার বিকেলে

Nazrul Islam
971 Views · 3 months ago

⁣কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে দীর্ঘকাল ধরে জিও ব্যাগ দিয়ে রক্ষার চেষ্টা করা হলেও বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এর একটি বড় অংশ তলিয়ে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগের জন্য বরাদ্দ এলেও, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।


স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ ব্যবহারের নামে কোটি কোটি টাকা
আত্মসাৎ করা হচ্ছে। এ প্রসঙ্গে, স্থানীয়রা বলেন, "জিও ব্যাগ বালু দিয়ে ভরাট করে যেভাবে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে, তাতে কুতুবদিয়াবাসীর দুর্দশা লাঘব হচ্ছে না।" তার মতে, এই অর্থ অপচয়ের ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে কুতুবদিয়ার বাসিন্দারা জোয়ারের পানিতে তাদের ভিটেমাটি হারাচ্ছেন।


কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দারা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু জিও ব্যাগ দিয়ে সাময়িক সমাধান না করে, একটি স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হলে কুতুবদিয়াকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এটি কুতুবদিয়ার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Motior Rahman Sumon
18 Views · 3 months ago

ক্যান্টনমেন্ট শাখা, জনতা ব্যাংক পিএলসি, স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, ময়মনসিংহে আজ তাদের সেমিনারের আয়োজন করে

SHARIF MIA
658 Views · 3 months ago

⁣ঈদুল আযহার ছুটি ঘোষণা গার্মেন্টস শ্রমিক বাংলাদেশ
সাভার ঢাকা জেলার পোশাক শ্রমিক কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে ঈদুল আযহার

Mehedi Hasan
490 Views · 3 months ago

⁣স্বপ্নপূরণ মাত্র ১২০ টাকায়—নরসিংদীতে দুর্নীতিমুক্ত পুলিশ নিয়োগ

Md Abir Hasssn
7 Views · 3 months ago

ঢাকা-টাংগাইল মহাসড়কের চন্দ্রাতে বাড়ছে বারতি যাত্রীদের চাপ।অতিরিক্ত যাত্রিদের চাপ এর কারণে হতে পারে অতিরিক্ত মাত্রায় জ্যামজট।

ahamadul rahman Maruf
14 Views · 3 months ago

বৃষ্টি পড়ছে সকাল থেকে তারই ধারাবাহিকতায় গাজীপুর ও সকাল থেকে বৃষ্টি ও ঝড়

Nazrul Islam
800 Views · 3 months ago

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমানে খাদ্যে ভেজালের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সচেতনতা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।”
সভা সঞ্চালনা করেন ডা. জুনায়েদ আনসারি।

এছাড়াও বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলেম উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Akm Kaysarul Alam
483 Views · 3 months ago

⁣উদ্বোধনের ১৯ বছরেও বাস্তবায়ন হয়নি লালমনিরহাটের শম্ভু সরোবর পর্যটন কেন্দ্র । লালমনিরহাট

Rabiul Alam
1,007 Views · 3 months ago

⁣কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠান।
বুধবার (২৭ মে) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম।

Mehedi Hasan
1,466 Views · 3 months ago

⁣"স্টেরয়েড নয়, প্রাকৃতিক উপায়ে লালিত—সাকিব এগ্রোর স্বাস্থ্যবান পশুতে মুগ্ধ ক্রেতারা"

Mehedi Hasan
1,280 Views · 3 months ago

⁣"পলাশ থেকে বিশ্ববাজার—BTTC দিচ্ছে দক্ষতার পাসপোর্ট"

Md Humayun
53 Views · 3 months ago

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে। ⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তব অভিজ্ঞতা।

Badsha Alamgir
2,378 Views · 3 months ago

⁣কুষ্টিয়া থেকে গ্রেফতার ইন্টারপোলের রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

GK Shohag
583 Views · 3 months ago

⁣কিশোর গ্যাংয়ের বলী- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোসিয়ারী শ্রমিক ফারুক। র‍্যাব-১১ এর অভিযানে হত্যাকারী আনাস(২০) কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার।

সুভাষ মজুমদার
16 Views · 3 months ago

⁣সরকারি এম এম কলেজে চলছে শিক্ষকদের দুই দিনের "কলম বিরতি "। #mmc #jashore #teachers

Abdul Aziz
17 Views · 3 months ago

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা: সৈয়দবাড়ি এলাকায় গরমে বেঁকে যায় রেললাইন, চালকের সতর্কতায় রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

Juwel Hossain
32 Views · 3 months ago

⁣বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত করেছে সেনাবাহিনী।

সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় ১ হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এসময় লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের ১ হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানান এই কর্মকর্তা।

⁣আমিন বাজারে ঢাকার প্রবেশ মুখে অবৈধ গ্যাস সরবরাহে বিপর্যয়

Nazrul Islam
15 Views · 3 months ago

⁣কক্সবাজারের
কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুণে পুড়ে ছাই হয়ে গেছে পুরো গ্যাসের মজুদসহ বসত ঘর।
উপজেলার দক্ষিণ
ধুরুং বাজারের পশ্চিমে
অলি পাড়ায়
একটি গ্যাসের গুদামে এ
অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।জানা সোমবার
(২৬ মে ) বিকালে উপজেলার দক্ষিণ ধুরুং বাজারের
পশ্চিমে অলি পাড়ায়
গ্যাসের গুদামে গ্যাস সিলিন্ডারে লিকেজের ফলে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ২শ
গ্যাস সিলিন্ডারসহ বসত ঘরটি
সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়ির উঠানে থাকা গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস
হয়ে যায়।প্রত্যক্ষর্দশীরা জানিয়েছেন, অলীপাড়ার বা‌সিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মা‌ঝি
র্দীঘ‌দনি ধ‌রে অ‌বধৈভা‌বে বা‌ড়‌িতে ব‌িভন্নি কোম্পানীর এল‌পি গ্যাস স‌িলন্ডিার মজুদ ক‌রে
ব্যবসা ক‌রে আস‌ছনে।ধুরুং বাজা‌ররে
যমুনা ও গ্যাস ডিলার এসএম মন্জুর, আল্লাহর দান গ্যাস ডিলার শ‌হদিুল ইসলাম সাংবাদিকদের জানান, গুন্নু
মা‌ঝি বা‌ড়‌িতে ব‌িভন্নি গ্যাস স‌িলন্ডিার মজুদ ক‌রে মা‌পে কমব‌েশি ক‌রে ব্যবসা ক‌রে আসছেন। তাদের ধারণা গ্যাস
সিলিন্ডারে কম-বেশী করার সময়
ব‌িস্ফোরণ ঘ‌ট‌েছে।খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের
ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে ঘটনার আকস্মিকতা ও ক্ষতির পরিমাণ স্থানীয়দের মধ্যে
উদ্বেগের সৃষ্টি করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত
হয়েছে। তবে একটি
বিশ্বস্তসূত্র জানিয়েছে দোকান মালিক গ্যাসের ভরা সিলিন্ডার থেকে থালি সিলিন্ডারে
গ্যাস এদিকসেদিক করার সময় র্দূঘটনা ঘটে। প্রায় সময় সে এ ধরনের দুই নাম্বারী কাজ
করে আসছে বলে সূত্রটি জানিয়েছে। ঘটনার
বিস্তারিত তদন্ত চলছে।

Abdullah Ibne Khalid
5,445 Views · 3 months ago

নীলফামারীর ছয় উপজেলায় পথসভার অংশ হিসাবে আজ সকাল ১০ টায় ডোমারে পথসভায় আসেন জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এ পথসভায় অংশগ্রহণ করেন জনাব আলম বলেন খুনি হাসিনার বিচার হবেই এদেশের মাটিতে। এর পরে তিনি ডিমলা, জলঢাকা,, সহ নীলফামারীর পথসভায় অংশগ্রহণ করেন।

Rabiul Alam
12 Views · 3 months ago

⁣কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর ২য় দিনের জাতীয় অনুষ্ঠান।




মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সোয়া ৪ টায় দৌলতপুর মুক্তমঞ্চের মাঠে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

বক্তব্য কালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, দৌলতপুরে স্মৃতি সংরক্ষণের শীগগির জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা প্রকল্প হাতে নেয়া হবে। এছাড়াও আলি আকবর খানের বাড়ীটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে দেয়ার উদ্যোগে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, বাংলা একাডেমী থেকে এবছর নজরুল পদক প্রাপ্ত গবেষক ড. আনোয়ারুল হক, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াহিয়া মান্নান, মুরাদনগরের সহকারী কমিশনার সাকিফ হাসান খান, "দৌলতপুরে নজরুল" গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল, বাবলু আলী খান প্রমূখ।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম ইমরুল সম্পাদিত "দৌলতপুরে নজরুল" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং প্রামাণ্য চিত্র "কুমিল্লা ও দৌলতপুরে নজরুল" প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক বলেন "দৌলতপুরে নজরুল" শীর্ষক গ্রন্থটি নিশ্চই দৌলতপুরের ইতিহাস নিয়ে গবেষণায় আগামী দিনের গবেষকদের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুলকে ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন।

২৭ মে সমাপনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

Nazmul Mia
8 Views · 3 months ago

২৬ মে,⁣শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে থাকা সাংবাদিকদের উপর বালু ও বনখেকোদের হা/ম/লা, আহত ৬ |




Showing 7 out of 8