close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

National

Imran Hossain
24 Views · 6 months ago

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীর পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। সঙ্গে মরুভূমির জাহাজ খ্যাত উটও এনেছেন। যা হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতা দেখতে ভিড় জমাচ্ছেন।


সরেজমিন হাট পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাটের মূলগেট দিয়ে ঢুকেই পশ্চিম পাশে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে গরু। একটু সামনে যেতেই চোখে পড়ে বিরাট আকৃতির মরুর তিন প্রাণী। যেখানে জটলা পাকিয়ে চতুর্দিক দিয়ে জনতা উঠ তিনটি দেখছেন। অনেকে তুলছেন ছবিও। নয় মনের বিশাল আকৃতির প্রতিটি উটের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা পর্যন্ত। তবে এখনও বেচাবিক্রি শুরু হয়নি বলে জানিয়েছে বিক্রেতারা।


হাট সংশ্লিষ্টদের ভাষ্য, উট একটি প্রাণী নয়, বরং এটি একটি ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের প্রতীক। ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতি বিজড়িত উট নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রয়েছে এক বিশেষ অনুভূতি।


উট বিক্রেতা মোহাম্মদ মন্টু হোসেন ও আলী আকবর মামা বলেন, 'মইজ্জ্যেরটেক পশুর হাটে যশোর থেকে তিনটি উট আনা হয়েছে। এগুলো দেখতে অনেকেই ভীড় করছেন।'

Imran Hossain
35 Views · 6 months ago

ঘূর্ণিঝড় শক্তির প্রচন্ড টেউয়ে বঙ্গোপসাগরের কয়লা বোঝায় নাভিমার-৩ লাইটার জাহাজ ও মারমেইড-৩ কার্গো তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রভাবে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুইটি জাহাজ কুলে এসে আটকে যায়।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণে নেন বলে জানিয়েছে জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজ গুলো দেখতে ভীড় জমান স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতে দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।

abdullah al mamun
6 Views · 6 months ago

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ ও গরীবদের জন্য বরাদ্দকৃত চাল ডোমার বোড়াগাড়ী র চাল ব্যবসায়ী গোলাম রাব্বানীর দোকানে মজুদ রয়েছে।

Mohammad Fakrul Moula
18 Views · 6 months ago

⁣বাংলাদেশে বর্তমানে যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছে, তা এক কথায় ভয়াবহ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সব খবর আমাদের সামনে আসে—খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন—তা যেন এক দুঃস্বপ্নের নামান্তর। আর এসব অপরাধের জবাবে আমরা যেটুকু শুনে থাকি, তা হলো—“সংস্কার চলছে”, “আইনশৃঙ্খলা বাহিনী তৎপর”, কিংবা “অপরাধীরা আইনের আওতায় আসবে”।
কিন্তু বাস্তব চিত্র কী বলছে?

Mohammad Fakrul Moula
918 Views · 6 months ago

⁣বাংলাদেশের জন্মলগ্ন জড়িয়ে
রয়েছে
এক
গৌরবময়
ইতিহাস
— ১৯৭১
সালের
মুক্তিযুদ্ধ। এ
যুদ্ধ
ছিল
একটি
জাতির
আত্মপরিচয়, ভাষা,
সংস্কৃতি ও
স্বাধীন অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য
এক
মহাকাব্যিক সংগ্রাম। লাখো
শহীদের
আত্মত্যাগ, লক্ষ
মা-বোনের নির্যাতনের ইতিহাস
আর
কোটি
মানুষের স্বপ্ন

বেদনায়
গাঁথা
এই
মুক্তিযুদ্ধ আমাদের
জাতীয়
অস্তিত্বের শিকড়।
অথচ
আজকাল
দেখা
যায়,
কিছু
রাজনৈতিক গোষ্ঠী

ব্যক্তি স্বাধীনতার এই
ইতিহাসকে নিজেদের স্বার্থে বিকৃত
করে,
যা
নিঃসন্দেহে দেশের
অস্তিত্বের জন্য
এক
ভয়ঙ্কর
হুমকি।

Imran Hossain
2,681 Views · 6 months ago

চট্টগ্রামের আনোয়ারায় টানা কয়েকদিনের বৃষ্টি ও বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদীর পাড় ভেঙে তীরবর্তী এলাকায় পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে কৃষি জমির ফসল ও ওই এলাকার মৎস্য ঘের পানিতে ডুবে গেছে।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুষলধারে ভারি বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরের বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে ভেঙে গেছে শঙ্খ নদীর পাড়। শঙ্খ নদীর পানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তীর উপচে লোকালয়ে ঢোকা শুরু করেছে।

স্থানীয়রা জানান, বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ফলে স্বাভাবিক সময়েই জীর্ণ, শঙ্খ নদীর পাড়ের বাঁধ ভেঙে এবং উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। ফলে উপজেলার জুঁইদন্ডী বিস্তীর্ণ এলাকায় হুমকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের, কৃষকদের ফসলও।

স্থানীয় জুঁইদন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা জানান, জুইঁদন্ডী ইউনিয়নের ৮ কিলোমিটার বাঁধ এখনও অরক্ষিত। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ শঙ্খ নদীর পাড় মেরামত না করায় পানি ঢুকছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘেরের মাছ ও ক্ষতি হয়েছে বেশি কৃষকদের। দ্রুত মেরামত না করলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়নের ১ হাজার পরিবারের।

অন্যদিকে ভাঙন তীব্র হচ্ছে পারকি সমুদ্র সৈকতে:

বেশ কয়েক বছর ধরে পারকি সমুদ্র সৈকত ভাঙছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ভাঙন আরও বেড়েছে। এ কারণে পর্যটকদের জন্য সৈকত যেমন অনিরাপদ হয়ে উঠেছে, তেমনই লুসাই পার্কসহ বিভিন্ন স্থাপনাও ঝুঁকিতে পড়েছে।


ব্যবসায়ীদের আশঙ্কা, ভবিষ্যতে সৈকতের এমন ভাঙন বাড়তেই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাঙান রোধে সরকারকে দ্রুত পদক্ষেপের দাবী জানিয়ে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী ও মাছের ঘেরের মালিকদের নিজস্ব অর্থয়ানে মাটি ও জিওব্যাগ ভর্তি বসানো বালুর বাঁধও টেকসই হচ্ছে না সৈকতে। পানির ধাক্কায় কিছুদিনপরই পানিতে তলিয়ে যায়। পারকি সমুদ্র সৈকত রক্ষায় স্থানীয়ভাবে পাথরের বক্ল বসানো দরকার।

বৃহস্পতিবার সরেজমিনে পারকি সৈকতে দেখা যায়, প্রবল জোয়ারের ধাক্কায় চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতের ভাঙন দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসের কাছে পারকি যেমন উন্মুক্ত হয়ে পড়ছে, তেমনি হুমকির মধ্যে পড়েছে সম্ভাবনাময় এই সৈকত। সৈকতের লুসাই পার্ক এলাকা থেকে আধা কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ঝাউগাছের গোড়ার বালু সরে দেড় থেকে দুই ফুট বালু সরে যাওয়ায় গাছগুলোর শেকড় বেরিয়ে পড়েছে। এসব ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে মাছের ঘেরের মাটি কেটে অস্থায়ী বাঁধ দিচ্ছেন ব্যবসায়ীরা।

লুসাই পার্কের স্বত্বাধিকারী মো. হাশিম চৌধুরী বলেন, ‘গত কয়েকদিনের টানা বাঁধের ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন ঠেকাতে আামদের নিজেদের অর্থয়ানে বিভিন্ন অংশে কাজ করা হচ্ছে। পারকি সমুদ্র সৈকত রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের দাবী করছি।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, ‘নতুন করে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের জন্য ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। যেটি বাস্তবায়ন করছেন বাংলাদেশ নৌ-বাহিনী। জুঁইদন্ডীর শঙ্খ নদীর পাড় ভাঙনের বিষয়টি নৌ-বাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছে। পানি নামলে মেরামত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন প্রকল্পের পরিচালক।’

পারকি সমুদ্র সৈকতের ভাঙনের বিষয়ে তিনি বলেন, ‘পর্যটকদের আকর্ষণের কেন্দ্র পারকি সমুদ্র সৈকত রক্ষায় আমরা নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে পারকি সমুদ্র সৈকতের চিত্র।

Md Ismail Hossain
479 Views · 6 months ago

⁣অনির্দিষ্টকালের জন্য পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি |

Md Ismail Hossain
1,246 Views · 6 months ago

⁣বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য |

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য।

GK Shohag
16 Views · 6 months ago

⁣⁣বরগুনায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বানের পানিতে তলিয়ে গেছে নিম্মাঞ্চল। পীর সাহেব চরমোনাই এর নির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের উদ্ধার তৎপরতা.....

Mohammad Fakrul Moula
4,601 Views · 7 months ago

⁣বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, এবং বৈষম্যমূলক আয় বণ্টনের বাস্তবতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ — বিশেষ করে একজন দিন মজুর। প্রশ্ন আসে, একজন দিন মজুরের জীবন ও বর্তমান বাজারের বাস্তবতা কি একসাথে চলে? বাস্তবতা বলছে—না, কখনোই না।

Abdullah Ibne Khalid
4,626 Views · 7 months ago

বিকেল চারটার দিকে ধানমন্ডি সাত মসজিদ রোডে হঠাৎ করেই সড়কে গভীর গর্তে সৃষ্টি হয়। তবে সে সময় সড়কে কোন যান চলাচল না থাকার কারণে বড় ধরনের কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

Imran Hossain
5,481 Views · 7 months ago

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় দুই শতাধিক দোকানপাট গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন (সিডিএ)। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।


এস্টেট শাখার কর্মকর্তারা জানান, ‘আমরা অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করেছি অনেক আগেই। সিডিএ’র জমিতে যারা দখল রয়েছেন তাঁদের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অভিযানে অংশ নিয়েছেন সিডিএ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী, সিডিএর সহকারী প্রকৌশলী, পেশকার ও সিএমপির পুলিশের সদস্যরা।


ব্যবসায়ীরা জানান, গত বছরও বিনা নোটিশে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় কাঁচাবাজার ও সড়কের পাশের প্রায় আড়াইশত দোকান গুড়িয়ে দিয়েছিলেন সিডিএ। এবারও চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকা থেকে মইজ্জ্যেরটেক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় সিডিএ।


সিডিএ নির্মাণ বিভাগ-১ প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ টিপু জানান, অধিগ্রহণ করা জমিটি রাস্তা নির্মাণের অবশিষ্ট জমি। এটা বাজারের কোন খাস জমি নয়। ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ করার জন্য সংরক্ষণ করা ছিলো জমিটি। এলএ মামলা ও বিএস খতিয়ান মূলে জমিটির মালিক সিডিএ’র। তাই এ জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

Mohammad Fakrul Moula
6,609 Views · 7 months ago

⁣ইতিহাসের পাতা থেকে

ধানমন্ডি লেকের
উৎপত্তি একটি
প্রাকৃতিক খালের
মাধ্যমে, যা
অতীতে
'কারওয়ান বাজার
নদী'
নামে
পরিচিত
ছিল।
এটি
কলাবাগান ও
গ্রীন
রোড
পেরিয়ে তুরাগ
নদীতে
গিয়ে
মিলিত
হতো।
১৯৫৬
সালে
তৎকালীন পূর্ব
পাকিস্তান সরকার
ধানমন্ডিকে একটি
পরিকল্পিত আবাসিক
এলাকা
হিসেবে
গড়ে
তোলার
সিদ্ধান্ত নেয়।
তখনকার
পরিকল্পনায় ধানমন্ডির ২৪০.৭৪ হেক্টর জমির
মধ্যে
প্রায়
১৬
শতাংশ
অংশকে
লেক
হিসেবে
সংরক্ষিত রাখা
হয়।
এই
পরিকল্পনার ফলেই
ধানমন্ডি লেক
আজকের
আধুনিক
রূপ
লাভ
করে।

Mohammad Fakrul Moula
19 Views · 7 months ago

⁣ক্ষুদ্র কর্মসংস্থান অর্থনৈতিক মান উন্নয়নে এক
নির্ভর যোগ্য সহায়ক ,ক্ষুদ্র কর্মসংস্থান বলতে সাধারণত সেইসব উদ্যোগ বা কাজকে বোঝানো হয় যেগুলো সীমিত মূলধন, অল্প জনবল এবং স্থানীয় স্তরে পরিচালিত হয়। এর মধ্যে পড়ে ক্ষুদ্র ব্যবসা, হস্তশিল্প, কৃষি-ভিত্তিক উদ্যোগ, গ্রামীণ শিল্প, সেবা খাত, ফ্রিল্যান্সিং ইত্যাদি। এ ধরনের কর্মসংস্থানে যে কোনো দেশের অর্থনৈতিক মান তথা সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ব্যপক সহায়তা করে।

⁣৩১ বছর পর জাকসু নির্বাচন! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা, হতাশা ও প্রস্তুতি

Imran Hossain
33 Views · 7 months ago

⁣জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন,

Imran Hossain
16 Views · 7 months ago

⁣রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী সড়কে পথসভায় বক্তব্য রাখছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

Juwel Hossain
659 Views · 7 months ago

⁣হাজারো মানুষের অংশগ্রহণে জুলাই যোদ্ধা হাসানের জানাজা সম্পন্ন

Nezam Uddin
270,142 Views · 7 months ago

বাংলাদেশ জুলাই বিপ্লবে আন্দোলনে আহত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাফেজ হাসান। শনিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জুলাই বিপ্লবে অগ্রনায়ক সাদিক কায়েম।

Imran Hossain
27 Views · 7 months ago

দেশে প্রতিবছর হাজার-হাজার নারী জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্তদের প্রায় অর্ধেকই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই রোগ সম্পর্কে না জানা এবং সময়মতো এই রোগ সনাক্ত না হওয়ার কারণে মৃত্যুর হার প্রতিনিয়ত বাড়ছে। যথাসময়ে এই রোগ সনাক্ত করা গেলে মৃত্যুহার দ্রুত কমিয়ে আনা সম্ভব। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে শহর থেকে গ্রাম সর্বত্র সচেতনতা তৈরি করতে হবে এবং ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

শনিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরীতে ৫ শতাধিক চিকিৎসকদের নিয়ে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা শাখার চেয়ারম্যান ও নাক, কান-গলা রোগ বিশেষজ্ঞ ইউএসটিসি সহকারী অধ্যাপক ডা. খন্দকার আবদুল্লাহ্ আল মাহমুদ সোহেল।

শাখার ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা শাখার ডাইরেক্টর এডমিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামীম আল মামুন, গাইনীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুননেচ্ছা রোজী, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল কাদের চৌধুরী, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলাম, মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডা. মিসবাহুস সালেহীন, ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডায়াবেটোলজিস্ট ডা. সাহেদ আহম্মেদ, গ্রাম ডাক্তার সমিতির উপদেষ্টা ডা. শফিকুর রহমান, সভাপতি ডা. কংসরাজ দত্ত, সাধারণ সম্পাদক ডা. সজল দাশ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শাখার ব্যবস্থাপক রিপন বড়–য়া।

শাখার ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মানুষদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শেভরণের পথচলা। শেভরন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ অঞ্চলের মানুষদের সেবা প্রদান করেছে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন সেবা সংযোজন করে যাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই আমরা। কাউকে আর চিকিৎসার জন্য শহরে যেতে হবে না। এক ছাদের নিচে সব সমস্যার সমাধান। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়। এতে প্রয়োজন আনোয়ারার মানুষের ভালোবাসা।’

⁣নেতারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়,নির্বাচনের পরে আর খোঁজ থাকে না

⁣হাসিনা ছিল তখন কিছু পাইছি,বাড়ি নাই, ঘর নাই,খাইতে পারি না দেখার কেউ নাই

Mamun Sorder
29 Views · 7 months ago

⁣ইউনূস পদত্যাগ করেলে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেব

Mamun Sorder
135 Views · 7 months ago

⁣বিএনপির হাত থেকে রক্ষার জন্য, এই জাতির জন্য একটা শেখ হাসিনা দরকার!

Mamun Sorder
14 Views · 7 months ago


ড.ইউনুছ আর আমাদের আজকের বাস্তবতা

GK Shohag
1 Views · 7 months ago

⁣নারায়নগঞ্জের ফতুল্লায় শিল্পপতি রেজাউল করিম ও তার সহধর্মিণীর হাত-পা বেঁধে বাসায় ডাকাতির ঘটনায়, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাক-বোঁচা হালিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

⁣কারহাটে হঠাৎ জিহাদী সাহেব! গাড়ি না কি নতুন মিশন?

Belhaj Badhon
26 Views · 7 months ago

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বাতাসে বাড়ির ধসে পড়া প্রাচীরের চাপায় বিথি খাতুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের সময় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। বিথি স্থানীয় একটি সংস্থা পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবার জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চারদিকে হঠাৎ কালো মেঘে ঢেকে আসে আকাশ, শুরু হয় প্রবল ঝড় হাওয়া। সে সময় বিথি বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি কলের কাছে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়ায় বাড়ির পুরনো ও দুর্বল প্রাচীরটি ধসে পড়ে বিথির শরীরের উপর। বিকট শব্দে ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ছোট্ট মেয়েটি।এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায় এবং রক্ত ক্ষরণ হতে থাকে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িজুড়ে। বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া বাইপাসে অবস্থিত বেসরকারি আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে। বিথির নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

⁣রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক


⁣‘আপনি করেন, আমি ৩টা নাম দিলাম ওইটা করেন, এখন ডিসিটা তো করা যাচ্ছে না। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছি না, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’
রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমাণ এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক ফোনে এসব কথা বলছিলেন।


এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের কথোপকথনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।


ওই ভিডিও নাহিদ উদ্দিন তারেকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদরুননেছা কলেজ শাখার সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও বসে থাকতে দেখা গেছে।



⁣বিশিষ্ট অনুসন্ধানী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, নাহিদ উদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির অন্য এক নেতা মাহিন সরকার।


জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে তাদের কী কাজ থাকতে পারে? আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক?
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনি এ ফেসবুক পোস্টে বলেন, ‘রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেঁচতে দেখলাম।


তিনি আরও বলেন, ‘এদিকে ১০ মাস পরেও জুলাইয়ে হাত, পা ও চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’

⁣সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির মানববন্ধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

⁣তালাবদ্ধ নগর ভবন, নাগরিক সেবা কই? সেবা চাইলে দায়িত্ব দিন ইশরাককে!

Sumon Hawlader
34 Views · 7 months ago

⁣দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর রাজপথে নামলেন শত শত পোশাক শ্রমিক। বিক্ষোভে ক্ষোভের বিস্ফোরণ—“আমাদের ঘাম, আমাদের অধিকার—বেতন চাই, এখনই চাই!” মালিকপক্ষ ও প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানালেন, বকেয়া না মেটালে চলবে লাগাতার আন্দোলন।

⁣পটুয়াখালী সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবস্থিত দিশেহারা অসহায় জনতা এভাবেই প্রতিদিন বিনামূল্যে প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড অফিসে ভীড় জমান যাদের প্রত্যেকের সমস্যা মন দিয়ে শুনে সমাধান করার চেষ্টায় রত পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কতৃপক্ষ।

Md Siyam
7 Views · 7 months ago

আজকে নাটোরের আবহাওয়া।

Imran Hossain
11 Views · 7 months ago

অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চট্টগ্রামের কর্ণফুলীর সাম্পান মাঝিরা গত বন্যায় অসাধারণ ভূমিকা রেখেছেন। কর্ণফুলীর কথা ভাবলেই সাম্পানের কথা আসবে। রাষ্ট্রের চোঁখে ধরা না পড়াটায় দুঃখের। সারাদেশে নববর্ষের উৎসব হয়, আগামী নববর্ষেও কর্ণফুলীর সাম্পান বাইচ থাকবে।’

ঐতিহ্যবাহী সাম্পান বাইচকে জাতীয় ইভেন্ট হিসেবে ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী বছর থেকে এই আয়োজনের অংশীজন হবে সংস্কৃতি মন্ত্রণালয়। ২০২৪ সালে বন্যাতে ফেনীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হলে শতশত সাস্পান মাঝি উদ্ধার তৎপরতায় এগিয়ে এসে লাখ বানবাসী মানুষকে উদ্ধার করে। সত্যিই প্রশংসার দাবীদার মাঝিরা। এছাড়াও অনেক গুলো জায়গা অবৈধভাবে দখলের কথা বলা হয়েছে। এগুলোর বিষয়ে পরিবেশ ও নৌ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব উদ্ধারের ব্যাপারে।’

সোমবার (১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাট খেয়া পারাপার ঘাটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় খেয়াপারাপারের ঘাট ইজারা প্রদানে সাম্পান মাঝিদের চট্টগ্রাম সিটি করপোরেশনের অগ্রাধিকার প্রদান, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ এবং কর্ণফুলী নদী দখলের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ও সাম্পান খেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আব্বাস, প্রধান বক্তা ডায়মন্ড সিমেন্টের উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী, স্বাগত বক্তব্য রাখেন মির্জা ইসমাইল, বক্তব্য রাখেন আলীউর রহমান, সাঈদ খান সাগর, বেসরকারি কারা পরিদর্শক জুবায়ের আলম মানিক।

Imran Hossain
23 Views · 7 months ago

কর্ণফুলীতে ⁣অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন...

Mohammad Fakrul Moula
20 Views · 7 months ago

⁣মাঝপথে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে যায়…
প্লেন রেখে চাকা পড়ে যায়…
জনগণ রেখে সরকার ভেগে যায়…
মুসুল্লি রেখে বায়তুল মোকাররমের খতিব ভেগে যায়…

এই ব্যঙ্গ আর রম্য কবিতার পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা। একটি জাতি যখন তার সর্বোচ্চ প্রত্যাশার জায়গা থেকে বারবার হতাশ হয়, তখন তারা এভাবেই ব্যথাকে ব্যঙ্গ করে বলে ফেলে। বাংলাদেশ এখন সেই রেলবগির মতো, যেখানে ইঞ্জিন কবে যে চলেছে, কেউ টেরই পায়নি।

একসময় যারা রাজনীতি করত মানুষের জন্য, আজ তারা ব্যস্ত নিজেকে রক্ষা করতে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। এখনকার শাসন যেন এক নিঃশ্বাসে বলে—“তোমরা থাকো, আমরা চলি!” আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে, কিছু উন্নয়ন হয়েছে—তাতে সন্দেহ নেই। কিন্তু সেই উন্নয়নের নিচে চাপা পড়েছে হাজারো গুম, খুন, নিখোঁজ আর অন্যায়ের পাহাড়।

Belhaj Badhon
16 Views · 7 months ago

গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল


ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’ -এই স্লোগানে সোমবার (১৯ মে) সকাল ১০টায় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
হেযবুত তওহীদে উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা হেযবুত তওহীদের আমির আব্দুস সবুর খান।বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরগেটে এসে মানববন্ধনে মিলিত হয়।


এ সময় রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, গাজায় একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।
তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা-মাজহাবে খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের ওপরে দুর্গতি নেমে এলো।
মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরো বলেন, গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বব গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় বক্তব্য দেন- হেযবুত তওহীদের রাজশাহীর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ,নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা হেযবুত তওহীদের সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম,
মানববন্ধনে উপস্থিত সকলের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন করা হয়। এ সময় ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

Rudra Biswas
20 Views · 7 months ago

⁣কুয়েটের অচলাবস্থা নিয়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যা জানালেন।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা

Rudra Biswas
24 Views · 7 months ago

⁣কুয়েটের অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীরা যা বললেন ...
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা।

Rudra Biswas
22 Views · 7 months ago

⁣কঠোর নিরাপত্তায় বের হয়ে গেলেন অবরুদ্ধ সেনা কর্মকর্তারা।

Mohammad Fakrul Moula
36 Views · 7 months ago

⁣বর্তমান সমাজে অর্থনৈতিক অস্থিরতা ও পারিবারিক কলহের পিছনে যে সব কারণ কাজ করে, তার মধ্যে অনিয়ন্ত্রিত সুদের প্রভাব অন্যতম। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা আর্থিক সংকটে পড়ে উচ্চ সুদের ঋণের আশ্রয় নেয়, তারা দীর্ঘমেয়াদে মারাত্মক সমস্যায় পড়েন। এই অনিয়ন্ত্রিত সুদের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং তা সামগ্রিকভাবে সমাজের অগ্রগতি ও স্থিতিশীলতা ব্যাহত করে।

Abdulmalek
30 Views · 7 months ago

⁣সেনাবাহিনীর গাড়ির নিচে চাকরিচ্যুত সেনা সদস্যদের আহজারি

Abdulmalek
19 Views · 7 months ago


Live: প্রেসক্লাবের সবশেষ পরিস্থিতি...

Rajesh Gour
6 Views · 7 months ago

⁣সাম্য হত্যার বিচারের দাবিতে
দুর্গাপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Akhi Islam
44 Views · 7 months ago

⁣চাকরিচ্যুত সেনাসদস্যদের আ'ন্দোলনে পুলিশের বাধা

Sumon Hawlader
32 Views · 7 months ago

⁣চলন্ত রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালক-যাত্রী উভয়ই পড়ছেন বিপাকে।

Sumon Hawlader
26 Views · 7 months ago

⁣একই প্রযুক্তির যান হলেও কিছু যানবাহনকে আটক, কিছুকে ছেড়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালকদের প্রশ্ন—দুর্নীতি ছাড়া এমন বৈষম্য হয় কীভাবে?

Rudra Biswas
37 Views · 7 months ago

⁣খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া সিএনজি এবং তেলের গাড়ির সাথে মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ এবং আহত ৭ জন। গুরুতর ৫ জনকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং দুজনকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

Salahuddin Ahmed
71 Views · 7 months ago

স্টাফ রিপোর্টার > ঈদের আগে ৫ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে আজ ১৭ মে শনিবার দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারি শিক্ষক কেয়ারটেকারসহ সংশ্লিষ্টরা। দাবি পুরন করা না হলে আগামী সোমবার ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার বাসভবন ঘেরাওসহ ঢাকা অচলের ঘোষনা দিয়েছেন সংগঠনের নেতারা। প্রকল্পে কর্মরত ৭৩ হাজার শিক্ষকসহ সংশ্লিষ্ট ৮৪ হাজার কর্মী ওই কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় মার্চ করবেন বলে হুমকি দিয়েছেন তারা।

Md Siyam
28 Views · 7 months ago

নাটোরের বড়াইগ্রামের সনামধন্য রাজাপুর ডিগ্রি অনার্স কলেজের শিক্ষার্থীরা আনন্দিত শনিবার ক্লাস করতে পেরে। তারা বলে ঈদের ছুটির পরে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাসে পাঠদান চালু হোক।

Imran Hossain
5 Views · 7 months ago

⁣গুইসাপ খাওয়ার জন্য হ*ত্যা করে বস্তায় নিয়ে যাচ্ছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।

একসময় বাংলাদেশের বনজঙ্গল, ঝোপঝাড় ও কৃষি জমিতে প্রায়ই গুইসাপের দেখা মিলতো। কিন্তু এখন তেমন একটা দেখা যায় না৷ আজকাল এই নিরীহ উপকারী প্রাণীটি বিভিন্ন কারণে আমাদের চারপাশের পরিবেশ থেকে হারিয়ে যাওয়ার পথে।

নিরীহ এই প্রাণীটি বিলুপ্তির জন্য দায়ী মূলত মানুষই। গুইসাপ আমাদের তেমন একটা ক্ষতি করে না। বেশিরভাগই উপকার করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রাণীটির অবদান সবচেয়ে বেশি। এটা আমাদের চারপাশের বিষধর সাপ খেয়ে আমাদের এদের আক্রমণ থেকে রক্ষা করে।

Sumon Hawlader
25 Views · 7 months ago

⁣১০০ ফিট সড়কে হাঁটতে গিয়ে মানুষ যেন অংশ নিচ্ছে ধুলো সহ্য করার প্রতিযোগিতায়—মুখে মাস্ক, চোখে জ্বালা, গলায় খুসখুসে কাশি।

Md Siyam
29 Views · 7 months ago

নাটোরের বিএনপির ত্যাগী নেতাদের অপ্রচারের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রামে জোনাইল বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

Jahid sumon Crime Correspondent
33 Views · 7 months ago

জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ

Jahid sumon Crime Correspondent
10 Views · 7 months ago

⁣কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা খুলে পড়ে, জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ

Imran Hossain
24 Views · 7 months ago

চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত ৪টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা সমুদ্র সৈকত পর্যটন উন্নয়ন প্রকল্পের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ কন্সাল্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এসময় তিনি দেশের মধ্যে পারকি সমুদ্র সৈকত পর্যটন শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে বলেন, ‘পারকি সমুদ্র সৈকত পর্যটন সম্ভবনা অপার। কর্ণফুলী টানেল, টানেল সার্ভিস এরিয়া, বিভিন্ন কল কারখানাসহ এখানে পর্যটনের জন্য যেসব উপকরণ রয়েছে তাতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইকো ট্যুরিজম ও কৃষি ভিত্তিক ট্যুরিজমেরও সুযোগ রয়েছে এখানে। আমরা পর্যটনের সম্ভাব্যতা যাচাই করছি। আমাদের পক্ষ থেকে যা যা করার সুযোগ রয়েছে আমরা তা করবো। আগামীতে পর্যটন শিল্পে পারকি সমুদ্র সৈকত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, ছাত্র প্রতিনিধি মো. শাহেদুল আলম ও পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের প্রধান, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশা এবং সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত পারকি সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দিনদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বিগত দিন গুলোতে। সন্ধ্যার পরই নিরাপত্তাহীনতায় সৈকত ছাড়েন পর্যটকরা। সড়ক জুড়ে নেই কোনো বাতির ব্যবস্থা। ছিনতাইয়ের শিকার হন সৈকতের আসা পর্যটকদের। এছাড়াও প্রভাবশালীরা সরকারি খাস জমি দখল করে করেছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্কসহ বিভিন্ন স্থাপনা। অনেকেই এসব জমির মাটি বিক্রিও করছেন বিভিন্ন সময়েও।

জানা যায়, শুক্রবার ছাড়াও প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। সৈকতের আশাপাশে ভালো হোটেল, মোটেল না থাকায় এখানে আসা পর্যটকদের সন্ধ্যা নামার আগে গন্তব্য ফিরে যেতে হয়। এসব সমস্যা সমাধানের জন্য ২০১৯ সালে ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সমুদ্র সৈকতকে অত্যাধুনিক পর্যটন স্পট বানাতে পর্যটন করপোরেশনের উদ্যোগে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৭৯ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্সের কাজ ছয় বছরেও শেষ হয়নি। তিন বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কবে কাজ শেষ হবে, তা কেউ বলতে পারেন না।

Mohammad Fakrul Moula
18 Views · 7 months ago

⁣ঢাকার গণপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লেগুনা সার্ভিস। কম দূরত্বে চলাচলের জন্য সাধারণ মানুষ এ যানবাহনকে বেছে নেয় মূলত কম খরচ ও দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায়। তবে বাস্তবতা হলো, এই সেবা যেন অনেক সময়ই “জেনে শুনে বিষ পান” করার মতো অভিজ্ঞতা এনে দেয়। অপরিপক্ক ও অদক্ষ চালক, যানবাহনের খারাপ অবস্থা, আইন-আনুগত্যের অভাবসহ নানা কারণে এটি আজ জননিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছে।

⁣আই নিউজে ভিডিও প্রকাশের পর মেডিকেল অফিসার ভূপেন মন্ডল এর হস্তক্ষেপে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের পুরুষ ওয়ার্ফুড কাছে অবস্থিত ফুটপাত ও কিডস জোন অবমুক্ত।

GK Shohag
8 Views · 7 months ago


এক বছর বন্ধ থাকার পর ফের খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার।‌ অতি শীঘ্রই প্রথম দফার ৭৯২৬ জন শ্রমিক নিবে মালয়েশিয়ায়।

বৃহস্পতিবার (১৫ মে) এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন, দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

⁣ডিগ্রি পাশ সমমানের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে পটুয়াখালীতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঢাকা কুয়াকাটা মহাসড়ক ছেড়ে শহরে অন্যন্য মহাসড়কে মিছিল করে ।

Juwel Hossain
3 Views · 7 months ago

⁣নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে সড়াতৈল কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় সাম্যের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশের। কান্নায় ভেঙে পড়েন সাম্যের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা। তাকে এক নজর দেখতে ছুটে আসেন সবাই।

চার ভাইয়ের মধ্যে সাম্য ছিলেন সবার ছোট। আর পরিবারের আদরের ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বলেন, এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

এদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার সহপাঠী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদের একজন তামিম হাওলাদারের গ্রামে বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।

সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। এছাড়া তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন।

Rudra Biswas
25 Views · 7 months ago

⁣পদত্যাগ করলেন কুয়েট শিক্ষক।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য ভুল বুঝাবুঝির এক পর্যায়ে শিক্ষিত সমিতির সিদ্ধান্তে রাজি না থাকায় কুয়েট শিক্ষক সমিতি থেকে পদত্যাগ করেছেন কুয়েট শিক্ষক।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা

Mohammad Fakrul Moula
22 Views · 7 months ago

⁣রাত—মানুষের বিশ্রামের সময়। সারাদিনের পরিশ্রমের শেষে মানুষ প্রত্যাশা করে একটুখানি নিঃশব্দ ঘুম, যাতে শরীর ও মন নতুন দিনের জন্য প্রস্তুত হতে পারে। কিন্তু আধুনিক নগর জীবনের এক নির্মম বাস্তবতা হলো—এই নীরব রাতেই আবাসিক এলাকায় শুরু হয় ভারী যানবাহনের চলাচল এবং নির্মাণ সামগ্রী লোড-আনলোডের কাজ। এই অনিয়ন্ত্রিত ও দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ শুধুমাত্র পরিবেশদূষণ নয়, বরং এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি।

Belhaj Badhon
19 Views · 7 months ago

⁣বড়াইগ্রামের আলোচিত জুঁই হত্যাকান্ডের পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

Belhaj Badhon
34 Views · 7 months ago

বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোনাইল বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির পাঁচ শতাধিক নারী সদস্যরা অংশ নেন। মানববন্ধনকালে সমিতির সম্পাদক তানভীর আহমেদ তরুণ, সার্চ কমিটির সভাপতি সেলিনা খাতুন, সম্পাদক অঞ্জনা খাতুন, সমিতির বোর্ড কমিটির সদস্য পারভীন বেগম ও ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রিমহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাস্তবে চেয়ারম্যান সমিতির আর্থিক কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই। প্রতিষ্ঠানের এসব বিষয় দেখ ভালের দায়িত্ব ম্যানেজার, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের। অথচ গুটি কয়েক ব্যক্তি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লিফলেট বিলি করছেন। এতে চেয়ারম্যানসহ সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে।

এ ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগের কোন ভিত্তি নেই, একটা পক্ষ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এসব ছড়াচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা বের হয়ে আসবে।

Rudra Biswas
34 Views · 7 months ago

⁣আমি একজন জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা.......

Imran Hossain
30 Views · 7 months ago

⁣নিজের গ্রামে প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাঁর স্বজন-এলাকাবাসী

সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জম্মস্থান হাটহাজারী বাথুয়া গ্রামে এলেন ড. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে কাছে পেয়ে আপ্লুত হয়ে করতালি দিয়ে স্বাগত জানালেন এলাকাবাসী। চাঁটগাইয়া ভাষায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।

Imran Hossain
4 Views · 7 months ago

চট্টগ্রামের আনোয়ারায় চুরি যেন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো বাসা-বাড়ি কিংবা ব্যবসা-প্রতিষ্ঠানে এ চুরি ঘটনা ঘটছে।


মঙ্গলবার (১৩ মে) রাতে ব্যস্ততম আনোয়ারা সদর এলাকার একটি বাসা বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড।

Imran Hossain
7 Views · 7 months ago

⁣চট্টগ্রামের কেইপিজেডের সড়কে মাইক্রোবাসের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এতে শফিউল আলম নামে এক চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

Imran Hossain
16 Views · 7 months ago

'বিরহে দিল পুড়ে ছারখার; যে আমার ইয়া রাসুলাল্লাহ সা.। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.'
চট্টগ্রামের কর্ণফুলীর মাতব্বর ঘাটে বিভোর হয়ে গাইছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু।

Imran Hossain
25 Views · 7 months ago

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা মাতব্বার ঘাটে যাত্রী পারাপাড়ের ঘাট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ঘাটের দায়িত্বরর্তরা। সোমবার সকালে ঘাটে এঘটনাটি ঘটে। এসময় ইজারাদার ও যাত্রীদের তাদের উদ্ধার করে।

আহত যাত্রী পোশাক শ্রমিক মো. তাজু উদ্দিন বলেন, প্রতিনিয়ত এ ঘাট দিয়ে কারখানায় যাতায়ত আমাদের। আজ সকালে অফিসে যাওয়ার জন্য বোটে উঠার আগে ঘাট ভেঙে নদীতে পড়ে গুরুতর আহত হই আমরা ৭ থেকে ১০ জনের মত। সকলে ইপিজেডের বিভিন্ন কারখানায় চাকরি করেন। এসময় ঘাটে থাকা ইজারাদার ও যাত্রীদের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই। সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব দ্রুত ঘাটটি সংস্কার করার জন্য।

গত সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে ও যাত্রী এবং ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘাট দিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়াসহ কয়েকটি উপজেলার বিদেশযাত্রী, হজযাত্রী, ইপিজেডের কারখানার কয়েক লক্ষাধিক শ্রমিক, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের হাজারো চাকরিজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন নদী পারাপার করেন। এ ঘাটের ইজারা দেয় সিটি কর্পোরেশন। কিন্তু বিগত ১৫ বছর ধরে ঘাটের কোন সংস্কার কাজ না করায় বিভিন্ন সময়ে ঘটে দুর্ঘটনাও।

পোশাক শ্রমিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সময়ে ঘাট কর্তৃপক্ষ টুকটাক নিজেরা সংস্কার করলেও কিছুদিনপরই আবার ভেঙে আগের অবস্থায় ফিরে যায়। জোয়ারের সময়ে কোনো রকমে যাত্রীরা পার হলেও ভাটার সময় পুরো ঝুঁকির মধ্যে থাকতে হয় আমাদের।

জুলধা লাইফবোট ও সাম্পান মাঝি মালিক সমবায় সমিতির সদস্য ও ইজারাদারের প্রতিনিধি সালেহ আহমেদ লালু সওদাগর বলেন, ঘাট ইজারা নেওয়ার পর থেকে সিটি কর্পোরেশনকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি ঘাটের অবস্থা সম্পর্কে। আমরা প্রায় তিন লাখ টাকায় সংস্কার কাজও করেছি। ঝুঁকিপূর্ণ ঘাটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সকালেও দুর্ঘটনার শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। ঘাট সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।

Belhaj Badhon
37 Views · 7 months ago

⁣বড়াইগ্রামে "প্রাথমিক ও গণশিক্ষা" উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

Rudra Biswas
23 Views · 7 months ago

⁣আবারো কুয়েট ৩৭ শিক্ষার্থীকে শো-কজ করায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
এ ব্যাপারে প্রেস ব্রিফ করছেন কুয়েট শিক্ষক প্রতিনিধি।।।

Rudra Biswas
209 Views · 7 months ago

এই মাহফুজ আলম রাষ্ট্র কী তোর বাপের..??

এবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে দেশ ছাড়া করার হুমকি দিল
ছাত্র সমন্বয়ক......
এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন মতামত জানাতে পারেন..??

রিপোর্টার
রুদ্র বিশ্বাস

GK Shohag
2 Views · 7 months ago

⁣অটোচালকদের নজিরবিহীন হামলায় নাসিক নগর ভবন রণক্ষেত্র- আহত অর্ধশতাধিক

Sumon Hawlader
14 Views · 7 months ago

⁣রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক বাড্ডা প্রগতি সরণিতে সোমবার সকাল ১০টার দিকে দেখা গেছে তীব্র যানজটের দৃশ্য। অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তির মুখে পড়েন।


বিএনপি আর জামাত যেই ক্ষমতায় আসুক, দেশটাকে তারা লুটে খাবে

Nezam Uddin
18 Views · 7 months ago

১২ই মে রবিবার চট্টগ্রামে শহীদ পরিবারের নিয়ে প্রোগ্রাম আয়োজন করেন বিএনপি পন্থী সংগঠক। শহীদদের স্মরণিকা ম্যাগাজিনে নেই ফয়সাল আহমদ শান্ত নাম।

Imran Hossain
22 Views · 7 months ago

কর্ণফুলী নদী রক্ষায় আয়োজিত সাম্পান খেলায় নৌকা ডুবির ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা ছয়টায় কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মুহুর্তে পাশ্ববর্তী নৌকার সহায়তায় উদ্ধার করা হয় নৌকায় থাকা আরোহীদের।

Yeasin Ahmed
55 Views · 7 months ago

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর সাভারে ছাত্র-জনতার আনন্দ উল্লাস

Nazmul Mia
6 Views · 7 months ago

আজ দেশ ব্যাপী ছাত্র জনতার গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে শেরপুরে খান তালাত মাহমুদ রাফির বক্তব্য।

Sumon Hawlader
5 Views · 7 months ago

⁣আসর নামাজের সময় হতেই গণসমাবেশস্থলে এক বিরতির সৃষ্টি হয়। বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কাতারবন্দী হয়ে জামাতের সাথে আসরের নামাজ আদায় করেন। শাহবাগের উন্মুক্ত প্রাঙ্গণে ইবাদতের এই দৃশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই শিরোনাম ও বর্ণনা ব্যবহার করতে পারেন।

Imran Hossain
19 Views · 7 months ago

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে কড়া রোদ উপেক্ষা করে তারুণ্যের সমাবেশে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা।


শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড়-সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সমর্থনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।

Imran Hossain
36 Views · 7 months ago

সীমানা দখল নিয়ে স্থানীয়দের সঙ্গে কেইপিজেডের উত্তেজনা

Abdulmalek
42 Views · 7 months ago

⁣ভি আই পি টার্মিনাল দিয়ে কিভাবে আব্দুল হামিদ পা-লি/য়ে গেলেন? দেখতে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Mamun Sorder
39 Views · 7 months ago

⁣প্রচন্ড তাপের মধ্যেও শাহবাগে চলছে ছাত্র জনতার ব্লকেড কর্মসূচি

mdzasimuddin
53 Views · 7 months ago

শিরোনাম: অসুস্থ মোঃ মোস্তফা মিয়ার বাঁচার আকুতি—সহায়তার হাত বাড়িয়ে দিন

সাঘাটা, গাইবান্ধা:
জীবনের কঠিন এক সময় পার করছেন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা মিয়া। পিতা মৃত সাদেক আলী ব্যাপারীর সন্তান মোস্তফা মিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অর্থাভাবে তার চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপন ব্যাহত হচ্ছে।

মোস্তফা মিয়া আই নিউজ বিডি-এর মাধ্যমে সরকার ও সমাজের হৃদয়বান, বৃত্তশালী মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি জানান, “আমি এখন সম্পূর্ণভাবে কর্মহীন, চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। যদি কেউ একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো আমি আবার সুস্থ হয়ে বাঁচতে পারব।”

পোস্ট অফিস: ভরত খালি, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা—এই ঠিকানায় বসবাসকারী মোস্তফা মিয়ার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। তার এই মানবিক আবেদন যেন সমাজের সহানুভূতিশীল মানুষদের হৃদয় স্পর্শ করে।

যারা সহায়তা করতে ইচ্ছুক, তারা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন।

যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মিনহাজুল বারী
17 Views · 7 months ago

⁣ইসলাম বিরোধী নারী নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না- পীরসাহেব চরমোনাই

Imran Hossain
7 Views · 7 months ago

কর্ণফুলী নদীকে দখলমুক্ত-দূষণমুক্ত রাখতে পরিবেশবাদী সংগঠনগুলো গত দুইদিন ধরে ধারাবাহিকভাবে পালন করে আসছিল এসব নানা কর্মসূচি। নদীতে সাম্পান ভেসে চলেছে এক ঘাট থেকে অন্য ঘাটে। পাটাতনে রয়েছে আরোহী। কেউ সংস্কৃতিকর্মী, কেউ রাজনীতিক, কেউ সমাজকর্মী, কেউ শিক্ষক। আছেন সংবাদকর্মীও। বিশেষ এই সাম্পানের উদ্দেশ্য কর্ণফুলীর দখল-দূষণ ঠেকাতে সচেতনতা বাড়ানো। এজন্য এটি ঘাটে ঘাটে ভিড়ছে। আরোহীরা সাম্পানের সুদৃশ্য মঞ্চে মেতে উঠেছেন গান, কবিতা, নৃত্যে। এসব গানে রয়েছে সচেতনতার বার্তা। আছে চট্টগ্রামের ঐতিহ্য, কর্ণফুলীর হারানো ঐশ্বর্য্যরে কথাও। গান গেয়ে তাঁরা সাধারণ মানুষকে শুধু সচেতন করছেন না, স্মৃতিকাতরও করছেন। তাদের লড়াইয়ের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।

ব্যতিক্রমী এ শোভাযাত্রা দেখে লাইটার জাহাজ থেকে শুরু করে দুই পাড়ের হাজারো মানুষ হাত নেড়ে শুভ কামনা জানাল মাঝিদের। একাত্মতা প্রকাশ করলো তাদের দাবির প্রতি। এরআগে বৃহস্পতিবার সকাল আটটায় অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় বিনিসূতার মালা। বড় ভাসমান মঞ্চে সদরঘাট থেকে চন্দ্রঘোনা পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার নদীর উত্তর তীরের ঘাট, হাট বাজারের মানুষ, নদী ব্যবহারকারীদের নদী দখল দূষণ মুক্ত রাখতে এবং নদীতে প্লাস্টিক বর্জ্যে না ফেলতে গানের মাধ্যমে সচেতন করেন শিল্পীরা।

শুক্রবার (৯ মে) সকালে কর্মসূচির দ্বিতীয়দিনে ঐতিহ্যবাহী সাম্পান শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি বলেন, ‘কর্ণফুলী নদী দখলে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদে সবধরনের সহযোগিতা করা হবে।’

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, সাম্পান খেলা পরিচালনা পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার মীর্জা মো. ইসমাঈল, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এসএম পেয়ার আলীসহ সংস্কৃতিকর্মী, রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষক, সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

কর্ণফুলী নদী দখল-দূষণ নিয়ে কথা হয় সাম্পানের মাঝিরা বলেন, ‘নদীর পানি কালো হয়ে গেছে। নদীর তীরে নানা সময়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এছাড়াও বিভিন্ন কল-কারখানার বিষাক্ত বর্জ্যরে দূষণে এ নদীর প্রাণ যায় যায়। নদী না বাঁচলে আমাদের না খেয়ে থাকতে হবে। কর্ণফুলী নদী বাঁচলে আমরাও বাঁচব, দেশও বাঁচবে।’

আয়োজকরা জানান, কর্ণফুলীর পাড়ের প্রায় চার শরও বেশি কারখানার বর্জ্য, ১২শত বেশি খামারের বর্জ্যসহ এই শহরের প্রায় ৬০ লাখ মানুষের মানববর্জ্য এবং পলিথিন-প্লাস্টিক প্রতিদিন নদীতে পড়ে। বর্তমানে নদীর প্রায় সাত মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে শুধু পলিথিনের কারণে। দখল ও দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলী এবং হালদা নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ সাম্পান বাইচ প্রতিযোগিতা আয়োজন করে আয়োজকরা।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান জানান, কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে। কর্ণফুলী হলো দেশের অর্থনীতির হৃৎপিন্ড। অবৈধভাবে কর্ণফুলী নদীর তীর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

GK Shohag
43 Views · 7 months ago

⁣নারায়নগঞ্জের শিমরাইল মোড়ে শতাধিক বাস কাউন্টারের স্বেচ্ছাচারিতায় যাত্রীদের ভোগান্তি, রাস্তা আটকে যাত্রী উঠানোয় হরহামেশাই লেগে থাকে দীর্ঘ যানজট।

রাজধানী থেকে আসা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় (চিটাগাংরোড) যাদের গন্তব্য, তারা নিত্যদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন। সওজের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা বাস কাউন্টারগুলো, মহাসড়কের যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠাচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের শিকার হচ্ছেন, ‎এই সার্ভিস লেনটি ব্যবহার করা যাত্রীরা। সাধারণ মানুষ এ বিষয়ে ট্রাফিক পুলিশের গাফলতিকে দায়ী করছেন। তারা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও কঠোর ভূমিকা কামনা করছেন।

Sumon Hawlader
398 Views · 7 months ago

⁣সাময়িক বিরতি, কৌশলগত জমায়েত—সব প্রস্তুতি শেষে রামপুরা, বাড্ডা ও ভাটারাজোনের কর্মীরা এখন পল্টনের পথে। উত্তরের জনস্রোত রাজপথে নামছে আগুন হয়ে, মুখোমুখি হতে রাজধানীর রাজনীতির কেন্দ্রে।

Rudra Biswas
830 Views · 7 months ago

⁣বাবার হাতে মেয়ে ধর্ষিত, সেই মেয়ের হাতেই বাবা খুন

Abdulmalek
30,906 Views · 7 months ago

⁣গভীর রাতে আইভী কে আ'ট'ক করতে গিয়ে আইভীর সাথে চা-কফি খেয়ে খোশগল্পে পুলিশ কর্মকর্তারা

২৪-এর গণহ'ত্যাকারী স'ন্ত্রা'সী দল আ.লীগকে নি'ষি'দ্ধ করার দাবিতে ড. ইউনুসের বাসভবন যমুনা অবরোধ করেছে ছাত্রজনতা। ক্রমাগত মিছিলের সংখ্যা বাড়ছে।

Sumon Hawlader
37 Views · 7 months ago

⁣রাস্তায় রিকশা, হকার আর যত্রতত্র যানবাহনের ভিড়ে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। কোথায় প্রশাসন?

Md Siyam
31 Views · 7 months ago

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল বনপাড়া বাজারে বড়াইগ্রাম নাটোর




Showing 19 out of 20