close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

National

Rudra Biswas
47 Views · 6 months ago

বৌ পাগলা রিকশা চালক

Rudra Biswas
7 Views · 6 months ago

⁣খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ফলক পরিবর্তন করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।।।

খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস

Mohammad Fakrul Moula
2,605 Views · 6 months ago

⁣প্রবাসীদের জীবনচিত্র কেবল সফলতার গল্পে সীমাবদ্ধ নয়, তার ভেতরে লুকিয়ে আছে এক সমুদ্র কান্না, পরিশ্রম আর ত্যাগ। তাদের এই অদেখা মানবেতর জীবনকে সামনে এনে তাদের প্রতি সহমর্মী হওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের জীবনের মান উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। কারণ তাদের হাতেই গড়ে উঠছে আমাদের দেশের অর্থনৈতিক ভিত; তাদের চোখের জল মুছে দিয়ে সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।

Mohammed Shahid
89 Views · 6 months ago

রোহিঙ্গাদের স্হায়ী করার চেষ্টা চালাচ্ছে ইউএনএইচসিআর- বললেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী

Mahedi Hossen
53 Views · 6 months ago

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দুর্নীতি করলো তারা কিছু উন্নয়নমূলক কাজ করেছে বলছেন সাধারণ জনগণ

Kawsar Uddin Hridoy
191 Views · 6 months ago

২৮.০৪.২৫
কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিনিধি:⁣অবশেষে সেই বিকৃত মানসিকতার মুদি দোকানদার কা'লা'ব'দা'কে গ্রে-ফ-তা-র!


আই নিউজ বিডি।

Juwel Hossain
17 Views · 6 months ago

⁣“দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নেই।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫ পালিত হয়েছে। এসময় একটি বর্ণাঢ্য র‌্যালি সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্ত্বর থেকে পৌর এলাকা প্রদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়।

Kawsar Uddin Hridoy
24 Views · 6 months ago

২৮.০৪.২৫
কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিনিধি:⁣টেকনাফ থানা পুলিশের অভিযানে

অপহরণকারী চক্রের ০১ জন আসামী গ্রেফতারসহ ১টি গুলি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার


আই নিউজ বিডি।

Rudra Biswas
11 Views · 6 months ago

আওয়ামী লীগকে সাহায্য না করার অনুরোধ কন্টেন্ট ক্রিকেটার

Rudra Biswas
1 Views · 6 months ago

⁣কিছুক্ষণ আগে পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন।

Mohammad Fakrul Moula
25 Views · 6 months ago

⁣ঢাকা, বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র। প্রায় দুই কোটিরও বেশি মানুষের এই শহর প্রতিদিন আধুনিকতার নতুন নতুন উচ্চতায় পা রাখছে। কিন্তু এই অগ্রগতির আড়ালে একটি ভয়াবহ নীরব সংকট দিনদিন প্রকট হয়ে উঠছে — বিশুদ্ধ পানির অভাব। ব্যবহার অযোগ্য, দূষিত পানি আজ ঢাকাবাসীর জীবনে নীরব ঘাতকের ভূমিকা পালন করছে।
শুদ্ধ পানির প্রাপ্যতা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক মানবাধিকার। কিন্তু বাস্তবতা হলো, ঢাকার বেশিরভাগ বাসিন্দাই বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকায় সরবরাহকৃত পানির অনেকাংশই মাত্রাতিরিক্ত আয়রন, আর্সেনিক, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থে দূষিত। বিশেষ করে পুরান ঢাকা, জুরাইন, মুগদা, মিরপুর ও বাসাবো এলাকার মানুষ প্রতিনিয়ত ব্যবহার করছেন এমন পানি, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

Rahmatullah Ashik
21 Views · 6 months ago

⁣নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রিফাতের উপর শিশির বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

Jewel Azzam
23 Views · 6 months ago

⁣আলিয়া মাদ্রাসা শিক্ষা সংস্কারের দাবিতে ছাত্র শিবিরের মানববন্ধন

#news #update #education #ics #chatroshibir

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে 'আপ বাংলাদেশ'- এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

Imran Hossain
14 Views · 6 months ago

চট্টগ্রামের আনোয়ারার উত্তর গুয়াপঞ্চকে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.) ও তদীয় প্রথম প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মৌলানা শাহ্সূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপী (ক.) স্মরণে ১১ তম মিলাদ মাহফিল ও বিনামূল্যে খৎনা এবং কর্ণছেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকায় গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে খৎনা এবং কর্ণছেদন ক্যাম্প এবং মিলাদ মাহফিলে প্রধান মেহেমান ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে চরণদ্বীপী (ক.) রাহনুমায়ে শরীয়ত, পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব শাহ্সূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ্ ফারুকী (ম.), প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

সংগঠনের আহবায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ ইসমাঈলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দরবারের নায়েবে মোস্তাজিম হযরতুল আল্লামা পীরজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী (ম.), উদ্বোধক ছিলেন দরবারের নায়েবে মোস্তাজিম ও আল্লামা শাহ্ অছিয়র রহমান একাডেমী পরিচালক শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ্ ফারুকী, প্রধান ওয়ায়েজীন আমির বিবি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম নূরী, অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাগির আহমদ সওদাগর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন, আবুল হোসেন সওদাগর, জসিম উদ্দিন কন্ট্রাক্টর, গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নুর মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে খৎনা এবং কর্ণছেদন ক্যাম্পে সার্বিক সহায়তা করেন ডা. মেজবাহ্ উদ্দিন শওকত। এসময় ৪২ জনকে ফ্রি খতনা, ১৫০ জনকে কর্ণছেদন ও তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

Mohammad Fakrul Moula
33 Views · 6 months ago

⁣মশা নিয়ন্ত্রণ করা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। আমরা সবাই যদি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তবে মশাবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মনে রাখতে হবে, "এক সপ্তাহে এক দিন, জমা পানি ফেলে দিন"—এই সহজ অভ্যাস আমাদের জীবন বাঁচাতে পারে।

Mohammad Fakrul Moula
273 Views · 6 months ago

১৯৯১ সালের ২৯ শে এপ্রিল ইতিহাসের এক ভয়াবহতম ঘূর্ণিঝড় এবং জলোচ্ছাস চট্টগ্রামের উপকুল দিয়ে বয়ে যায়।তাতে অনেক লোক মারা যান এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুক্ষিন হতে হয়।
তাই আজও এই দিনটি স্নরণে বিভিন্ন কার্যক্রম ও দোয়া অনুষ্টিত হয়।

Mamun Sorder
35 Views · 6 months ago

⁣আওয়ামীলীগ নি*ষি*দ্ধ ও গণহ*ত্যা বিচারের দাবীতে নতুন দল ' আপ বাংলাদেশ ' র বিক্ষোভ মিছিল

Rudra Biswas
318 Views · 6 months ago

⁣মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাওয়া চার নারী ক্রীড়াবিদ আজ বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের তাদের অভিজ্ঞতা জানিয়েছে।

Amit Hasan
21 Views · 6 months ago

⁣মাদারগঞ্জে ৩৪ হাজার পরিবারের সমবায় সমিতির নামে আড়াই হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎকারী রাজনৈতিক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিল।

Rahmatullah Ashik
29 Views · 6 months ago

⁣নওগাঁ থেকে গ্রেপ্তার মানবপাচার চক্রের হোতা, লিবিয়ায় বন্দী ২৭ যুবকের দেশে ফেরার আকুতি-র‍্যাব ৫ এর সংবাদ সম্মেল

Rudra Biswas
16 Views · 6 months ago

⁣পদত্যাগ করেন নী কুয়েট উপাচার্য সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন অবস্থান করছেন কুয়েট বাংলোতেই নিয়োগ প্রক্রিয়ায় ও বদলিতে করেছেন সাক্ষর,অবস্থান করছেন কুয়েটেই
খুলনা থেকে
সর্বশেষ আপডেট

রুদ্র বিশ্বাস

Jahid sumon Crime Correspondent
20 Views · 6 months ago

নিহত জাহিদুল ইসলাম পারভেজের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ভালুকায় গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পারভেজের বাবা-মা ছাত্রদলের প্রতিটি কর্মীর পরিবারের মতো। তিনি জানান, এ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জড়িত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Rudra Biswas
18 Views · 6 months ago

⁣ভিসিকে লাঞ্ছিত করার অভিযোগ
শিক্ষককে
নিয়ে যা জানালেন কুয়েট শিক্ষার্থী
খুলনা থেকে তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস।

Imran Hossain
9 Views · 6 months ago

চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্পান মালিক সমিতি রক্ষার দাবীতে মানববন্ধন করেছে মাঝিরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইছানগর এলাকায় 'সাম্পান মালিক সমিতি রক্ষা করি, দুষ্ট চক্রের বিরুদ্ধে একসাথে দাঁড়াও' স্লোগানে মানববন্ধন সংগঠনটির সদস্য ও মাঝিরা।

Rudra Biswas
14 Views · 6 months ago

⁣কুয়েট ভিসি পদত্যাগ করায়, শিক্ষার্থীদের বাদ ভাঙ্গা উল্লাস।
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস।

Rahmatullah Ashik
24 Views · 6 months ago

⁣আওয়ামীলীগকে দাফন করে দিয়েছি ০৫ আগস্টেই এখন শুধু ডেথ সার্টিফিকেট চাই আমরা - সালাউদ্দীন আম্মার, সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Kawsar Uddin Hridoy
15 Views · 6 months ago

কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিবেদক: আজকে জামালখানঁ প্রেসক্লাবের সামনে লবণ কোম্পানি ও ব্যবসায়ী সিন্ডিকেটে জিম্মি করে লবণের ন্যায্য দাম থেকে কৃষকদের ⁣বঞ্চিত করার প্রতিবাদে এবং সিন্ডিকেট ভেঙ্গে লবণের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন, বাঁশখালীর উপজেলার ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণ।

আই নিউজ বিডি।

⁣কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে সিএ প্রেস উইংয়ের প্রেস ব্রিফিং

⁣মঙ্গলবার কাতারের দোহায় তার সম্মানে আয়োজিত এক বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যোগ দেন

⁣কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রেস সচিবের প্রেস ব্রিফিং

Jahid sumon Crime Correspondent
20 Views · 6 months ago

⁣মোহাম্মদপুর কাটাসুর খালের (হাইক্কার খাল) অবৈধ স্থাপনা/ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি

Jewel Azzam
35 Views · 6 months ago

⁣কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

⁣৫ আগস্টের পর জাতীয় ঐক্য এলোমেলো হয়ে গেছে

Kawsar Uddin Hridoy
11 Views · 6 months ago

নিজস্ব প্রতিনিধি:⁣গত ১৬/০৪/২৫ তারিখ সিলেট জকি গঞ্জ হতে রাজ মিস্ত্রি কাজ করার জন্য টেকনাফ রাজারছড়া এসে অপহরণ হয়। অদ্য টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর একটি চৌকশ টিম রাত ০৮.৩০ ঘটিকার সময় রাজা ছড়া পাহাড়ের ভিতর হতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আই নিউজ বিডি।

Abdulmalek
92 Views · 6 months ago

⁣ঢাকা কলেজ- সিটি কলেজ ও পুলিশের ত্রিমুখী সং ঘ র্ষ, সায়েন্সল্যাব এলাকা র ণক্ষেত্র

KUTUB UDDIN AHMED
60 Views · 6 months ago

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি।
২১ এপ্রিল ২০২৫, সোমবার।

Salahuddin Ahmed
3 Views · 6 months ago

দিনাজপুরের বিরলে গত বৃহস্পতিবার বিকালে সঙ্গীদের ডাকে বাড়ী থেকেবের হন ভবেশ চন্দ্র রায়। কয়েক ঘন্টার ব্যবধানে পথিমধ্যে মৃত্যুে কোলে ঢুলে পড়েন তিনি। তার মৃত্যুকে ঘিরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালের বক্তব্য এবং বাংলাদেশের দিনাজপুরে কর্মরত পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে আজ শনিবার রাতে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস ব্রিফিং দিয়েছেন

Kawsar Uddin Hridoy
4 Views · 6 months ago

বিডি আই নিউজ..
কাউছার উদ্দিন হৃদয়
১৯.০৪.২৫
নিজস্ব প্রতিনিধি:⁣বাংলা নববর্ষ- ১৪৩২ উপলক্ষে সিএমপি অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানার উদ্যোগে পথ শিশুদের মধ্যে ভালো খানাদানা, চুল ছাটানো ও বস্ত্র বিতরন কর্মসূচি পালন। সবাই খুব উচ্ছ্বাসিত ও আনন্দিত। চলুন আমরা সকলেই সব সময়ই অসহায় ও দুস্থ মানুষের সাথে থাকার প্রতিজ্ঞা করি। তাহাদের হাসিতে আমরা প্রকৃত আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি।

Akram Hossen
5 Views · 6 months ago

⁣মার্চ ফর ইউনূস’ কর্মসূচিতে যোগ দিয়েছেন তরুণীরাও

Md Ismail Hossain
18 Views · 6 months ago

⁣বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং।

Imran Hossain
28 Views · 6 months ago

দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কে অবৈধ যান এবং লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দুইটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের সামনে আনোয়ারা উপজেলার বাস-শ্রমিক ইউনিয়নের নেতা মোস্তাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

এতে আরও বক্তব্য রাখেন মোটরচালক দলের সভাপতি জরিপ আলী, চালক দলের সিনিয়র সহ সভাপতি শ্রমিক নেতা মো. মহিউদ্দিন খোকন, মনছুর, মিন্টু, আবদুল মান্নান, আবদুল করিম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ কায়সার, জসিম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।

সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামের কয়েকশত যাত্রী। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়াা উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।

Md Ismail Hossain
17 Views · 6 months ago

⁣অভিযোগ নিয়ে ৪ বিয়ে করে বিপদে থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টা'র মুখোমুখি হলেন এক বৃদ্ধ।

Md Ismail Hossain
27 Views · 6 months ago

⁣টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Md Ismail Hossain
10 Views · 6 months ago

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন ও নেতৃত্বের পথ ঐক্য ও প্রবৃদ্ধির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন উপদেষ্টা সালেহ আহমেদ।

Md Ismail Hossain
23 Views · 6 months ago

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল ও ভাতা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিভিন্ন নেতৃবৃন্দ।

Jahid sumon Crime Correspondent
37 Views · 6 months ago

⁣মগবাজার রেল ক্রসিংয়ে অল্পের জন্য রক্ষা পেলেন অসংখ্য যাত্রী

⁣কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

⁣কাফনের কাপড় বেঁধে গণমিছিলে পলিটেকনিকের শিক্ষার্থীরা

Akram Hossen
13 Views · 6 months ago

⁣গণ মিছিল ঘিরে যেখানে এপিসি ও জল/কামান প্রস্তুত রাখা হয়েছে

Samim Miya
30 Views · 6 months ago

⁣বেনজিরদের মতো সরকারী কর্তাদের নেপথ‍্যে কিছু এনাবলার থাকে। যারা বিভিন্নভাবে এসব কর্মকর্তাদের উদ্দেশ‍্যপ্রণোদিত ভাবে এক্সপ্লয়েট করে। এই যেমন ধরুন মোস্তফা কামাল সাহেব। বাংলাদেশের পাশাপাশি গোপনে এনটিগুয়া বার্বুডার নাগরিক (সপরিবারে) কামাল সাহেব বছরখানেক আগে একটা ইয়াট (প্রমোদভ্রমণের নৌযান) কিনে ফেলেন। তার এই ইয়টে বেনজিরের মতো আরো অনেক উচ্চপদস্থ সরকারী কর্তাব্যক্তিরই মনোরঞ্জনের আয়োজন করা হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টরাও কিন্তু বাদ যায়নি। সম্পত্তি দুর্নীতি দমন কমিশন মোস্তফা সাহেব যিনি দেশের অ‍ন‍্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের কর্ণধার তাকে নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। কিন্তু দুদক কর্তৃপক্ষ কি এই ভদ্রলোকের বিদেশ যাত্রায় এখনো কোন নিষেধাজ্ঞা আরোপ করেছেন? যদি না করে থাকেন, তাহলে জলদি করে ফেলুন, পাখি উড়ে গেলে কিন্তু সহসা আর ধরা যাবেনা!

Mahamud Mithu
49 Views · 6 months ago

⁣পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা বাংলাদেশের বৃহত্তম ভাসমান বাজার ⁣বোটে করে পরিদর্শন করছেন পিরোজপুর জেলা প্রশাসক

Md Faysal
15 Views · 6 months ago

মনোহরদীতে চৌরাস্তা মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি,দিশেহারা দোকান মালিকরা

বুধবার(১৭ এপ্রিল)দিবাগত রাত তিন টার দিকে উপজেলার
চন্দনবাড়ী ইউনিয়নের চৌরাস্তা মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪/১৫টি দোকান পুড়ে গেছে,এতে ক্ষতির পরিমাণ প্রায় ২কোটি টাকা।

বাজারের ব্যবসায়ীরা জানান,
বুধবার রাত প্রায় ৩ টায় দিকে ষ্টেশনারী দোকানে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের সাথে সাথেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে ফোন করে তাদের কোন সাড়া পাওয়া যায়নি। স্ব-শরীরে গিয়ে তাদেরকে জানালে তারা ব্যবস্থা গ্রহণ করে। ব্যবসায়ীদের অভিযোগ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিস সাথে সাথে ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ আরো কম হত।

এমতাবস্থায় বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য সরকারের সহায়তা কামনা করে।

Mahmudul hasan jony
24 Views · 6 months ago



Normal
0




false
false
false

EN-US
X-NONE
X-NONE













MicrosoftInternetExplorer4



























































































































































/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}



ঠাকুরগাঁওয়ে
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানবন্ধন করেছেন স্থানীয় ছাত্র জনতা।

বুধবার (১৬
এপ্রিল) সকাল ১১টায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে চৌরাস্তায় সমবায় মার্কেটের সামনে
ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জবাব চাই
2 Views · 6 months ago

⁣ছাত্রনেতা শামীমকে হত্যার চেষ্টা: পাঁচবিবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Mamun Sorder
154 Views · 6 months ago

⁣ইসরাইলি পণ্য বয়কট

Anik chndra monidas
22 Views · 6 months ago

অল্পঅল্পের জন্য একটা বেঁচে গেল
একটিএকটি ভুল হলে প্রাণের সংকট ঘুরতে পারত

Alamin hosen suvo
18 Views · 6 months ago

⁣রাজধানীর সাভারের আমিনবাজারে , সম্প্রতি সময় গাজার ওপর ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদস্বরূপ সারা বিশ্বে ইসরাইলি পণ্য বয়কট ডাক দিয়েছে, সে নির্দেশনাকে সামনে রেখে আলেমদের একটি দল স্থানীয় বাজারে মাইকিং কর্মসূচি করে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন এবং বর্জনের জন্য গণ সচেতনতা সৃষ্টি করছেন।মূলত ইসরাইলকে অর্থনৈতিকভাবে দুর্বল এবং যুদ্ধবিরতি উদ্দেশ্য করে তারা এমন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের রাজা যে বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে তার পরবর্তী কর্মসূচি হিসেবে তারা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Akm Kaysarul Alam
53 Views · 6 months ago

⁣প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

Imran Hossain
27 Views · 6 months ago

⁣পহেলা বৈশাখে নাচে গানে মেতেছে চট্টগ্রাম কারাগারের বন্দিরাও

Kawsar Uddin Hridoy
9 Views · 6 months ago

আই নিউজ বিডি
কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিনিধি:⁣দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে
হা"ম'লা'কা'রী ছাত্রলীগ নেতা সায়মন কট।

Kawsar Uddin Hridoy
11 Views · 6 months ago

আই বিডিনিউজ
কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিনিধি: ⁣ওয়াসিম’রা ১/২ মাসে জন্ম নেয়নি। ওয়াসিম’রা যখন বুঝতে শিখেছে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে তখন থেকেই ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা রাজপথে লড়াইতে নেমেছে। বছরের পর বছর তারা একা লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। অনেকেই যখন স্বপ্নই দেখেনি ফ্যাসিস্টদের পতন কখনো হবে, ঠিক তখন থেকেই ওয়াসিম’রা বুকে সাহস, আর মনে বিশ্বাস নিয়ে রাজপথে লড়েছে।
আই বিডিনিউজ

Imran Hossain
45 Views · 6 months ago

চট্টগ্রামকে বলা হয় বার আউলিয়ার পূণ্যভূমি। এই চট্টগ্রামে মহান আল্লাহতালার বাণী নিয়ে যুগে যুগে ধর্ম প্রচারক সুফি, সাধক, দরবেশ ও ওলিগণ আগমন করেন।

তাতে দ্বীনের খেদমত ও ইসলামী তৎপরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। চট্টগ্রামে বনে-জঙ্গলে, পাহাড়-পর্বতে, নদী-সমুদ্রে অসংখ্য পীর আউলিয়া ও সূফী দরবেশ বিস্তৃত আছেন। তাদের মধ্যে এমন একজন কবি সাহিত্যিক ও সুফি সাধক শাহ্;‌ আলী রজা প্রকাশ কানু শাহ (রা.)।
চট্টগ্রামের পটিয়ার বৃন্দাবন কুড়াইল্যা মুড়ায় গহীন পাহাড়ের চুড়ায় রয়েছে এক আস্তানা শরীফ। সেখানে আশেক মাসুকের মিলন মেলায় ছুটে আসেন ভক্তরা। বৃন্দাবন কুড়াইল্যা মুড়ায় গহীন পাহাড়ের চূড়ায় আশেক মাসুকের মেলায় বসে জিকিরের আসর। আসরে যোগ দিতে ছুটে যান বিভিন্ন ভক্তরা।

Imran Hossain
17 Views · 6 months ago

(আনোয়ারা-কর্ণফুলী)

থেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। বিপাকে দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তান্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী দুই উপজেলার গ্রামবাসী। গত ৭ বছর ধরে বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ঔই এলাকার বাসিন্দরা। তবে রোববার ভোরে হাতি গুলো নিজেই বাঁশখালীর বনে ফিরে গেছেন বলে দাবী করেছেন বনবিভাগ স্থানীয় এলাকাবাসীর। হাতির আক্রমণে প্রতিরাতে কোথাও না কোথাও ভাঙচুর ও আহতের ঘটনা ঘটছেই। বিভিন্ন সময়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও। হাতির ভয়ে নির্ঘুম রাত কাটান আনোয়ারা-কর্ণফুলীর কেইপিজেড আশেপাশের বাসিন্দারা।

রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে বনবিভাগ, স্থানীয় বাসিন্দা এবং হাতি নিরসনে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতি চলে যাওয়ার বিভিন্ন ভিডিও প্রচার করে। প্রায় ৭ বছরপর একসঙ্গে তিনটি হাতি চলে যাওয়ায় স্বস্তি ফিরছে স্থানীয়দের মাঝে। এদিকে হাতিগুলো যাতে সহজে ফিরতে না পারে সেজন্য ইআরটি টিমের সদস্যরা মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন বন বিভাগের বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘গত দুই-একদিন আগে দুইটি হাতি বাঁশখালীতে চলে আসে। বাকি একটি হাতিকে আমাদের ইআরটি টিম কয়েকদিন পর্যবেক্ষণ করে বিভিন্ন কৌশলে রোববার ভোরে দিকে তৈলারদ্বীপ হয়ে বাঁশখালী বনে নিয়ে আসে। হাতি ফিরে আসতে চাইলে কারও আটকানোর সাধ্য নেই। তবে হাতিগুলো যাতে খুব সহজেই ফিরে আসতে না পারে সেজন্য তৈলারদ্বীপ সেতু এলাকায় ইআরটি টিমের সদস্যরা নিয়োজিত থাকবেন।’

সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে দুটি হাতি কেইপিজেড থেকে বাঁশখালীর বনে চলে যায়; যেখান থেকে হাতিগুলো এসেছিলো। আর একটি হাতি ছিলো; সেটিকে বনবিভাগের ইআরটি টিমের প্রচেষ্টায় বাঁশখালীর বনে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, বিগত এক যুগ আগে থেকে বন্যহাতির দল কেইপিজেডের পাহাড়ে অবস্থান নেন। সেই সময় কয়েকদিন ঘুরে ফিরে চলে গেলেও ২০১৮ সাল থেকে হাতিগুলো কেইপিজেড, দেয়াং পাহাড়ে স্থায়ীভাবে থাকতে শুরু করে। হাতির আক্রমণে ৭ বছরে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাতির পালটি আনোয়ারার বটতলী হাজীগাঁও ও কর্ণফুলীর কেইপিজেডের দেয়াঙ পাহাড়, হৃদ ও বন ঘেরা জায়গায় বিচরণ। তাদের হামলায় ফসলের ক্ষতি হচ্ছে, যাচ্ছে মানুষের প্রাণ। বিভিন্ন সময়ে গভীর রাতেও টানেলের আনোয়ারা প্রান্তে নির্মিত অ্যাপ্রোচ রোডের পশ্চিম বৈরাগ অংশ পার হতে দেখা যায় তিনটি হাতি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০১৮ সালের শেষ দিকে ওই হাতির দলটি স্থায়ীভাবে কেইপিজেড এলাকায় বসবাস শুরু করে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে হাতির আক্রমণে ওই এলাকায় মানুষের প্রথম মৃত্যু হয়। শুরুতে এই দলে দুটি বড় এবং একটি ছোট হাতি ছিল। মাঝে মাঝে আরো একটি বড় আকারের হাতিকে এ দলের সাথে দেখা যায়। স্থানীয়দের কাছে সেটি ‘লেজ কাটা’ হাতি নামে পরিচিত। এই হাতির দলের তান্ডবে তারা সবসময় আতঙ্কে থাকেন কর্ণফুলীর বড়উঠান ও আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মানুষরা।

এদিকে হাতির বিরুদ্ধে আনোয়ারা থানায় একশতের বেশি জিডি-অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

ইআরটি টিম লিডার এইচএম হাশেম বলেন, ‘পাহাড়ে অবস্থান নেওয়া তিনটি হাতির মধ্যে দুইটি কয়েকদিন আগে এবং অপরটি রোববার ভোরে তৈলারদ্বীপ সেতু হয়ে বাঁশখালীর দিকে চলে যায়। হাতি গুলোর পিছনে আমাদের ইআরটি টিমের সদস্যরা ছিলেন। হাতির পায়ের চিহ্নিত করে সদস্যরা হেঁটে গিয়েও বিষয়টি নিশ্চিত হয়েছেন।’

Imran Hossain
24 Views · 6 months ago

⁣বাংলা নতুন বছরের প্রথম দিনে ১৪৩২ কে স্বাগত জানিয়ে সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা।

সোমবার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়া চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) হাউজিং কলোনিতে।

বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ণিল বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার নজর কাড়তে, ঐতিহ্যবাহী লাঠিখেলা, জেলে, কামার কুমোর, লাঙ্গল-জোয়াল ও বিয়ের পালকি, রঙিন পোশাকের ঘোড়া, বাদ্যযন্ত্রের তালে, গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

এ সময় শোভাযাত্রাটি দেখতে রাস্তার দুধারে ভিড় করে উৎসুক জনতা। পরে শোভাযাত্রাটি সিইউএফএল হাউজিং কলোনি থেকে কারখানার গেটে গিয়ে শেষ হয়।

এরআগে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলীর অতিরিক্ত দায়িত্বে থাকা আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এদিকে দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Rahmatullah Ashik
118 Views · 6 months ago

⁣বাঙালি জাতির ঐতিহ্য, স্মৃতিচারণ, বাঙালির কালচার কে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ১৪৩২ পহেলা বৈশাখে সবাইকে জানাই আবারো নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

Rahmatullah Ashik
258 Views · 6 months ago

⁣রাজশাহী - বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

Rahmatullah Ashik
14 Views · 6 months ago

⁣নওগাঁ বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

Salahuddin Ahmed
27 Views · 6 months ago

⁣দিনাজপুরে আনন্দ উল্লাস এবং নিরাপদে নববর্ষ ১লা বৈশাখ বরনে প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। এব্যাপারে আজ রবিবার বিকালে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। নাশকতার আশংকা নেই বলে জানিয়েছেন তিনি। তবে সে ধরনের তথ্য থাকলে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন (ক্রাইম এন্ড অপস্) মিডিয়া ফোকাল পয়েন্টর দ্বায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসাইন এবং বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানসহ অন্যান্যরা।

mdzasimuddin
29 Views · 6 months ago

প্রধান অতিথি:- পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন।

Jahid sumon Crime Correspondent
36 Views · 6 months ago

⁣বিশাল জনসমুদ্রে যা বললেন ⁣মিজানুর রহমান

Akm Kaysarul Alam
9 Views · 6 months ago

⁣মার্চ ফর গাজা

Arifur Rahaman
29 Views · 6 months ago

বর্তমান সময়ের দেশের অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ আসিফ মাহতাব উৎস স্যার সকলের অনুরোধে মার্চ ফর গাজার স্টেজ এর সাইড থেকে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে !!

Akm Kaysarul Alam
11 Views · 6 months ago

⁣লং মার্চ ফর গাজা - লালমনিরহাট

Jewel Azzam
28 Views · 6 months ago

⁣ফিলিস্তিনি পতাকা হাতে জনসমুদ্র টিএসসি প্রাঙ্গণ

Jewel Azzam
28 Views · 6 months ago

⁣মার্চ ফর প্যালেস্টাইন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

GK Shohag
71 Views · 6 months ago

নারায়নগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড়ে মার্চ ফর গাজার সমর্থনে,অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

GK Shohag
7 Views · 6 months ago

⁣চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির আঙিনায়ই মিললো দুই বোন স্বপ্না, লামিয়া ও তার শিশুসন্তান হাবিবের খন্ডবখন্ডিত লাশ। তিনটি মরদেহই বস্তাবন্দী করে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।



‎শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম পাড়ার বড়পুকুরের পাড় এলাকা থেকে এসকল মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিজমিজি এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে লামিয়া আক্তার(২২), তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪) এবং মানসিক ভারসাম্যহীন বড় বোন স্বপ্না আক্তার(৩৫)। এঘটনায় লামিয়ার আক্তারের স্বামী মো. ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে।



‎বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার পুকুরপাড়ে, স্থানীয়রা মাটিচাপা দেওয়া অবস্থায় একটি হাত দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা এখানে এসে বস্তা বন্দী অবস্থায় একে একে তিনটি মরদেহ উদ্ধার করি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের ধারণা মরদেহগুলো পাঁচ দিন আগের হতে পারে। আমরা নিহত লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে গ্রেপ্তার করেছি।

Akm Kaysarul Alam
49 Views · 6 months ago

⁣বিএনপি'র কেউ অপকর্ম করলে মাইকিং করে নাম প্রকাশের ঘোষণা দিলেন লালমনিরহাটের সাবেক উপ-মন্ত্রী দুলু

Kawsar Uddin Hridoy
20 Views · 6 months ago

কাউছার উদ্দিন হৃদয়
নিজস্ব প্রতিনিধি :⁣তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে।

টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রংগীখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাছাত্রদলের আয়োজনে এসএসসি ব্যাচ ২০২৫ পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরন।
৯ এপ্রিল ২০২৫,বুধবার
আই নিউজ বিডি..

Mamun Sorder
449 Views · 6 months ago

⁣আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত শেখ হাসিনা...দেখুন সরাসরি

Mamun Sorder
207 Views · 6 months ago

⁣বাংলাদেশের সাথে বিএনপির গাদ্দারি Pinaki Bhattacharya

Md Ismail Hossain
9 Views · 6 months ago

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

Md Ismail Hossain
11 Views · 6 months ago

সুন্দরবনে জলদস্যু বাহিনীর কবল থেকে ৩৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

⁣আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি, বিএনপি ক্ষমতায় আসলে দেশ ঠিক হয়ে যাবে

Jahid sumon Crime Correspondent
11 Views · 6 months ago

⁣নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানার শ্রমিক অসন্তোষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

Akm Kaysarul Alam
21 Views · 6 months ago

⁣সিলেটে বার বার বন্যার কারণ । Flood In Sylhet

Samsuzzaman Riyad
20 Views · 6 months ago

filistine jinbad

Alamin hosen suvo
26 Views · 6 months ago

⁣গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
গাজাবাসীর ওপর দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব ১নং সহ সভাপতি হাবিব।১নং যুগ্ম সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান সম্পাদক রিচওয়েল প্রচার সম্পাদক আল-আমীন সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বক্তারা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তারা আরও বলেন, “ইসরায়েলের পণ্য বিক্রয়কে কেন্দ্র করে কিছু দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

Akm Kaysarul Alam
19 Views · 6 months ago

ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা

Md Faysal
28 Views · 6 months ago

ঢাকা, ৮ এপ্রিল:
আজ মিরপুর ১০ গোলচত্বরে ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণ করেন পল্লবী থানা যুবদলসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "ইসরাইলের নিষ্ঠুর হামলার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও দৃঢ় ও সোচ্চার। আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করছি।"

এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাংগঠনিক মোঃ মনির হোসেন, যিনি বলেন, "আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বার্তা দিতে চাই যে, ফিলিস্তিনের প্রতি আমাদের সহমর্মিতা এবং সংহতি অবিচল।"

অন্যান্য বক্তারাও ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মিছিলটি মিরপুর ১০ গোলচত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Md Ismail Hossain
12 Views · 6 months ago

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক

Md Faysal
23 Views · 6 months ago

বরিশাল জেলার হিজলা থানার মেমানিয়া ইউনিয়নের টেকের হাট বাজারে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শতাধিক বাসিন্দা এই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইজরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা “ইজরায়েল নিপাত যাক”, “ফিলিস্তিনের জনগণের পাশে আছি”—এমন নানা স্লোগানে মুখরিত করেন এলাকা। তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “আমরা এই অমানবিক হামলার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো।”

প্রতিবাদ মিছিলটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।

Akm Kaysarul Alam
20 Views · 6 months ago

⁣তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু অনুমতি পেলেই

Md Ismail Hossain
15 Views · 6 months ago

⁣জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপদেষ্টা ফরিদা আখতার।

Md Ismail Hossain
31 Views · 6 months ago

⁣সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Md Ismail Hossain
12 Views · 6 months ago

সুন্দরবনে কোস্টগার্ড দেখে পালিয়ে
গেল দস্যুরা, দেশীয় অস্ত্র উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল সোমবার দুপুর ২টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Abdulmalek
20 Views · 6 months ago


এবার বি*ক্ষো*ভে জাতীয় নাগরিক পার্টি। শাহবাগ থেকে সরাসরি...

Abdulmalek
9 Views · 6 months ago

গণহ ত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)




Showing 19 out of 20