আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৭/০২/২০২৫ ০৮:০২পি এম
মোহাম্মদপুরে বিশেষ অভিযান: ২২ জন গ্রেপ্তার, ছিনতাইকারী, চাঁদাবাজ ও অপরাধীদের ধরলো ডিএমপি!
রাজধানী ঢাকা শহরের মোহাম্মদপুর থানা এলাকায় এক বিশেষ অভিযানে ২২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ ১২টা পর্যন্ত এই অভিযানটি পরিচালিত হয়, যেখানে ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির বিশেষ এই অভিযানে ধরপাকড়ের শিকার হওয়া অপরাধীরা বিভিন্ন বয়সী ও পেশার, তাদের মধ্যে পেশাদার চোর, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরনবী (২১), রুবেল (৩৫), মুছা (২৪), রবিউল (১৯), মোহাম্মদ উল্লাহ (৫০), সচিন (৩২), হাফিজ (২৫), নিহাল (৩৯), মামুন (২২), মোসলে (২৬), মাসুদ (২৯), মাইদুল (৫২), সাব্বির (২০), আসলাম (৩০), আল আমিন (৩০), মিজানুর রহমান (২৮), রিপন (২৮), ফরহাদ (৩৫), ময়না (৩৩), ডলি (৩৬), সিমা (৩৫) এবং শাহনাজ (২৫) সহ ২২ জন অপরাধীকে আটক করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এই অভিযানটির মূল লক্ষ্য ছিল রাজধানী মোহাম্মদপুরে অপরাধপ্রবণতা কমানো এবং অপরাধীদের আইনের আওতায় আনা। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার চোর, চাঁদাবাজ ও সক্রিয় ছিনতাইকারী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
এছাড়া, ডিএমপি জানায় যে এই অভিযানটি তাদের অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে চলমান থাকবে, এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনকালে এলাকাবাসীর সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
মোহাম্মদপুরের এই অভিযানে অপরাধীদের ধরপাকড় কার্যক্রমটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার ফলে এলাকাবাসী আরও নিরাপদ অনুভব করছে।