আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৪/০২/২০২৫ ০১:২৬পি এম
ঝাউদিয়ায় থানার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ অবস্থায় মহাসড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীরা দাবি করছেন, ঝাউদিয়া এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাটি স্থানান্তরের প্রজ্ঞাপন জারির পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা জানান, অবিলম্বে ঝাউদিয়া থানা চালু না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস জানান, ঝাউদিয়া ইউনিয়নের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এখানে থানা না থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যার মতো ঘটনার প্রকোপ বাড়ছে। তিনি বলেন, "ঝাউদিয়া থানার প্রয়োজনীয়তা এখন আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।"
স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, "আমি কুষ্টিয়া থেকে যশোর যাচ্ছিলাম, কিন্তু এক ঘণ্টারও বেশি সময় ধরে এখানে আটকে আছি। আমি জানি না, আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে।" তিনি জানান, এই অবরোধের ফলে তার যাত্রা এবং অন্যান্য সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, "থানা স্থানান্তরের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কুষ্টিয়া পুলিশ সুপার বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। আজকের আন্দোলনে দায় তাদেরই নিতে হবে।"
এছাড়া, মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি আমাদের সাথে দেখা করেছিলেন এবং আমরা তাকে বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। তাদের সিদ্ধান্তের পর আমরা আন্দোলন স্থগিত করব।"
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, "থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। অবকাঠামো নির্মাণসহ অন্যান্য বিষয়গুলো সময় সাপেক্ষ। আমরা তাদের সমস্যাটি বুঝতে চেষ্টা করছি এবং যথাসম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল এবং কর্তৃপক্ষের তরফ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।