close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

⁣ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে প্রশাসনের উদ্যোগে গ্রাম্য পুলিশের মাঝে সাইকেল বিতরণ

4,336 意见· 10/07/25
国家

⁣ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে প্রশাসনের উদ্যোগে গ্রাম্য পুলিশের মাঝে সাইকেল বিতরণ।

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসনের অর্থয়ানে ৮ টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশকে সাইকেল, পোশাক এবং ব্যাগসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান গ্রাম পুলিশদের মাঝে এসব সরঞ্জামাদি তুলে দেন।

এ সময় উপজেলার ৮ টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, প্রতিটি ইউনিয়নের দফাদারসহ মোট ১০ জন করে ৮০ জনের মধ্যে আমরা ৭৫ জনকে নতুন সাইকেলসহ তাদের দ্বায়িত্ব পালনের জন্য যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এবং এর মধ্যে ৫ জন গ্রাম পুলিশ
নতুন করে যোগদান করেছে। তাদেরকে পরবর্তীতে সাইকেল প্রদান করা হবে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভুপেন চন্দ্র রায় বলেন, সরকারের দেওয়া সাইকের পেয়ে আমরা অনেক আনন্দিত এখন সাইকেলের মাধ্যমে আমরা যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রুত যেতে পারবো। একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিমল চন্দ্র বলেন, সাইকেল পেয়ে খুশি হয়েছি, তবে বর্তমান যে বাজারের প্রস্তুতি বিবেচনায় যা বেতন পায় তা দিয়ে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়। সন্তানের পড়াশোনা চালাতে কষ্ট হয়ে যায়।

显示更多

 0 注释 sort   排序方式


下一个