তারুণ্যের শক্তি যুব সংগঠনের উদ্যোগে, আজ শুক্রবার সকাল থেকে শুরু করা হয় নিজেশ্ব অর্থায়নে, শ্রম ও ঘা
1
0
10 Visualizzazioni·
28/11/25
তারুণ্যের শক্তি যুব সংগঠনের উদ্যোগে, আজ শুক্রবার সকাল থেকে শুরু করা হয় নিজেশ্ব অর্থায়নে, শ্রম ও ঘাম দিয়ে অচল ও ভাংগা রাস্তার মেরামতের কাজ।
এই কাজে সার্বিক সহযোগিতা করেন, সংগঠনটির উপদেষ্টা পরিষদ, কমিটি ও সদস্য বৃন্দ।
কাজ চলাকালীন এই সংগঠন ও রাস্তা সংস্কারের ব্যাপারে কথা বলেন স্থানীয় ব্যাক্তি গন।
সকলেই একযোগে হাতে হাত মিলিয়ে রাস্তার অনেক অংশ কাজ সম্পুর্ন করে।
এইরকম সেবা মূলক কার্যক্রম বিগত অনেক দিন যাবত, এই সংগঠনটি করে আসছে।
এইরকম সেবা মূলক কর্মকান্ডের ফলে
এলাকাবাসীর ভূগান্তি সাময়িকভাবে অনেক অংশেই কমছে।
এলাকাবাসী আশংকা করছেন সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে, এই সংগঠনটি এলাকায় উন্নয়নের জন্য ভালো অবদান রাখতে পারবে।
Mostra di più
0 Commenti
sort Ordina per