close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হবে- মির্জা মোস্তফা জামান

7 بازدیدها· 22/09/25
Juwel Hossain
Juwel Hossain
38 مشترکین
38
که در سیاست

⁣সিরাজগঞ্জ সদরের প্রয়াত এমপি মির্জা মুরাদুজ্জামানের ছেলে মির্জা মোস্তফা জামান পিতার রাজনৈতিক আদর্শকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি শহরের মুজিব সড়কসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

গণসংযোগে তিনি বলেন, “আমার বাবা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চাই। নেতা হওয়ার জন্য নয়, জনগণের সেবা করতেই রাজনীতিতে এসেছি।”

তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ করেন।

বর্তমান নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে গরিব ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

তিনি জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্র গড়া হবে।”

গণসংযোগ উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মির্জা মোস্তফা জামানের এই মাঠে নামা সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی