close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

التالي

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত।

10,922 المشاهدات· 25/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 مشتركين
11

⁣এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।

أظهر المزيد

 1 تعليقات sort   ترتيب حسب


খায়রুল ইসলাম
খায়রুল ইসলাম منذ 3 الشهور

চালিয়ে যান

0    0 الرد
أظهر المزيد

التالي