সৌন্দর্য্যের আরেক নাম বোয়ালিয়া খেয়াঘাট
2
0
24 Ansichten·
05/09/25
Im
Unterhaltung
🏠🎯🏘️✅সৌন্দর্য্যের আরেক নাম বোয়ালিয়া খেয়াঘাট, যা গলাচিপা, পটুয়াখালীর একটি মনোরম স্থান। নদীর ধারে অবস্থিত এই খেয়াঘাট প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌকা, নদীর ঢেউ আর প্রকৃতির রূপ এখানে দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। শান্ত পরিবেশে বসে এই জায়গার সৌন্দর্য উপভোগ করলে মন ভরে যায় প্রশান্তিতে।
Zeig mehr
0 Bemerkungen
sort Sortiere nach
