close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

下一个

⁣সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন বিয়ের দাবিতে অনশন করছেন

9 意见· 07/08/25

⁣সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন বিয়ের দাবিতে অনশন করছেন।

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধ:

সিরাজগঞ্জে সলঙ্গায় আমশড়া এলাকার আলাউদ্দিনের ছেলে দুলাল সরকার (৪০) এর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন নামের এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ৩ দিন ধরে অনশন করছেন।

সালমা জানান, বিগত ১০ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমিক তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে।

এমনকি প্রেমিককে ১২ লাখ টাকা দেন সালমা, যা তিনি তার সঞ্চয় ও ধার-কর্জ করে সংগ্রহ করেছিলেন।

প্রেমিকের দুলাল সরকার (৪০) প্রতারণার অভিযোগ করে সালমা বলেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ করে সে অন্যত্র বিয়ে করার পরিকল্পনা করছে। আমি তার বাড়ির সামনে বসে আছি, যতক্ষণ না সে আমাকে বিয়ে করবে, ততক্ষণ এখান থেকে সরবো না।’

显示更多

 0 注释 sort   排序方式


下一个