close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Strax

সিইসির হঠকারী অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির মাধ্যমে চলছে হরতাল।

15 Visningar· 08/09/25
MD MAMUN
MD MAMUN
1 Prenumeranter
1

⁣নির্বাচন কমিশনের (সিইসির) অবৈধ দাবি প্রত্যাখ্যান এবং বাগেরহাট জেলা বাসীদের দাবিগুলো মানার জন্য মংলায় এই হরতাল পালিত করা হচ্ছে। এই হরতাল চলাকালে সকল প্রকার যান চলাচল এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স এই হরতালের আওতায় থাকবে না
নেতারা বলেন, 'ছাত্রছাত্রীরা আমাদের আগামী ভবিষ্যৎ। তাদের পরীক্ষা যেন হরতালের কারণে ব্যাহত না হয়, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে।' তাই যাদের পরীক্ষা আছে, তাদের যেন হরতালের আওতায় না আনা হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
'স্থানীয়রা বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
বাগেরহাটের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই হরতাল জেলা এবং এর আশেপাশের এলাকায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মোংলা বন্দর এবং অন্যান্য শিল্পাঞ্চল এই হরতালের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে
তবে হরতাল চলাকালে যাতে কোন রকম সহিংসতা না ঘটে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax