close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

⁣শ্যামনগরে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার বিশ্ব পরিবেশ দিবস পালিত

465 Lượt xem· 23/06/25
Ranajit Barman
Ranajit Barman
1 Người đăng ký
1
Trong

⁣শ্যামনগরে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার বিশ্ব পরিবেশ দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা)
প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১৯ জুন) সকালে
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে এবং এএলআরডির সহযোগীতায় বিশ্ব
পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী
ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
মোছাঃ রণী খাতুন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার
মোঃ নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ
বর্মন , সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল-ইমরান।

দিবসের
প্রতিপাদ্যকে সামনে রেখে আদিবাসী সংগঠনের পক্ষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
করে কিছু দাবী সমূহ তুলে ধরা হয়। দাবী সমূহ হল- ভূমিহীন আদিবাসী ও জেলেদের
সম্প্রদয়ের মাঝে অগ্রাধীকার ভিত্তিতে খাস জমি বন্দোবস্ত দেওয়া, সাইক্লোন
সেল্টারগুলোকে নারী ও প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তোলা, আদিবাসী ও জেলে
পরিবার গুলোতে সুপেয় পানি নিশ্চিত করা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ
ব্যবস্থাপনা কমিটিতে আদিবাসী ও দলিত প্রতিনিধি নিশ্চিত করা, প্লাষ্টিক দূষণ
রোধে পারিবারিক ও সামাজিক আন্দোলন জোরদার করা, সুন্দরবন উপকূলের
দাতিনাখালী সাইক্লোন শেল্টার স্থাপন করা সহ অন্যান্য দাবী।

সুন্দরবন
আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার সভাপতিত্বে
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোমিনুর রহমান, রামপ্রসাদ মুন্ডা, পুষ্প
রানী, বিভিন্ন এলাকার মুন্ডা সম্প্রদায়ের নারী পুরুষ প্রমুখ।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo