close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও তোমরাই হবে ড. শহীদুল্লাহ্ ও ভাসানী : ফজলুল হক ডিগ্রি কলেজে মতবি

6 Lượt xem· 19/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Người đăng ký
5
Trong Chính trị

⁣ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নে শের এ বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় বক্তৃতা দেন আলহাজ্ব ড. সিরাজুল ইসলাম সিরাজী, যিনি ঝালকাঠি-নলছিটি ২ আসনের এমপি পদপ্রার্থী। সভায় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।' তিনি শিক্ষকদেরকে অনুরোধ করেন যাতে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। মতবিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'নোংরা রাজনীতিবিদরা তাদের হীন উদ্দেশ্য সাধনের জন্য তোমাদের ব্যবহার করছে। তোমরাই হবে আগামী দিনের ড. শহীদুল্লাহ্, ভাসানী, সোহরাওয়ার্দী এবং জাতির সূর্যসন্তান।' তার এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

ড. সিরাজুল ইসলাম সিরাজী আরও বলেন, 'একটি দেশের উন্নতি নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উপর। যদি আমরা রাজনীতি এবং শিক্ষার মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপন করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থেকে যায়।' তিনি শিক্ষার্থীদেরকে রাজনীতিতে সচেতন হতে এবং নিজেদের শিক্ষা ও উন্নতির জন্য কাজ করতে আহ্বান জানান।

এই মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকদের মধ্যে অনেকেই রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার মানের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত রাখতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।'

ড. সিরাজুল ইসলাম সিরাজীর এই মতবিনিময় সভা শিক্ষকদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা তার বক্তব্যকে সমর্থন জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের ক্ষতিকর দিক ও তার সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে এই মতবিনিময় সভা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo