Следующий

শারদীয়া নবরাত্রিতে মহাষ্টমীর পূজা করলেন যোগী আদিত্যনাথ, চাইলেন রাজ্যবাসীর সমৃদ্ধি

13 Просмотры· 01/10/25
আব্দুল্লাহ আল মামুন
10

⁣গোরখনাথ মন্দিরে মহাষ্টমীর পূজা করলেন যোগী আদিত্যনাথ, চাইলেন রাজ্যের মঙ্গল।





⁣দেশজুড়ে শারদীয়া নবরাত্রির উৎসবের আবহে, মহাষ্টমীর পুণ্য তিথিতে বিশেষ পূজা ও আরাধনায় অংশ নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) তিনি গোরখপুরের ঐতিহ্যবাহী গোরখনাথ মন্দির চত্বরে অবস্থিত দুর্গা মন্দিরে মা দুর্গার অষ্টম রূপ দেবী महागৌরীর পূজা করেন।


নিজের ভেরিফায়েড এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে পূজার ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তথ্য জানান। হিন্দিতে লেখা পোস্টে তিনি বলেন, "আজ গোরখনাথ মন্দির পরিসরে অবস্থিত দুর্গা মন্দিরে 'শারদীয় নবরাত্রি'-র পবিত্র তিথিতে মা দুর্গার অষ্টম রূপ মা महागৌরীর বিধি-বিধান মেনে পূজা-অর্চনা করেছি।"


উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি যোগী আদিত্যনাথ গোরখনাথ মঠের প্রধান পুরোহিত বা মহন্ত। সেই ভূমিকা থেকেই প্রতি বছর নবরাত্রিতে তিনি নিষ্ঠার সাথে পূজার আচার-অনুষ্ঠান পালন করেন।


পূজা শেষে তিনি সকল ভক্ত এবং উত্তর প্রদেশের সমস্ত বাসিন্দাদের জন্য মঙ্গল কামনা করেন। তিনি লেখেন, "সকল श्रद्धालु এবং প্রদেশবাসীর জীবনে যেন শুভ, সমৃদ্ধি এবং আরোগ্য বিরাজ করে, মা ভগবতী-র কাছে এটাই প্রার্থনা করি। জয় মা महागৌরী!"


পোস্ট করা ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মহন্তের গেরুয়া বসনে যোগী আদিত্যনাথ ঘণ্টাধ্বনি ও মন্ত্রপাঠের মাধ্যমে আরতি করছেন এবং পূজার বিভিন্ন রীতি পালন করছেন। তার এই পূজা রাজ্যে এবং দেশের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий