close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পরবর্তী আসছে

স্বচক্ষে দেখা- সরিষাবাড়ীর শিক্ষার্থী উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত কথা বলছেন।

3,491 ভিউ· 30/07/25
ABADAD ALI
ABADAD ALI
সাবস্ক্রাইবার
0

স্বচক্ষে দেখা- জামালপুরের সরিষাবাড়ীর শিক্ষার্থী উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ মাঠে
বিমান বিধ্বস্ত কথা বলছেন।

তিনি বলেন, " আমি সাইমুল হাসান, ঢাকার মাইলস্টোন
কলেজের বর্তমান শিক্ষার্থী।

২১ জুলাই যে বিমান দুর্ঘটনা টা ঘটেছে সে দুর্ঘটনা আমি স্বচক্ষে দেখেছি।

সে দুর্ঘটনাটি ঘটে আনুমানিক ১:১৪ এর দিকে এবং কলেজ ছুটি হয় ১:২০ এর দিকে।

সুতরাং–কিছু সময় ব্যবধানের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে যায়,
ফলে শিক্ষার্থীরা আর স্কুল থেকে বের হতে পারে না।

আর কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটলে হয়তো অনেক শিক্ষার্থীর
প্রাণই বেঁচে যেতো।

এই দুর্ঘটনায় যে শিক্ষার্থীগুলা মারা গিয়েছে আল্লাহর কাছে দোয়া করি তারা যেনো জান্নাতবাসী হয় এবং যারা হাসপাতালে রয়েছে, যারা মৃত্যুর সাথে লড়াই করছে–যারা আহত আছে , তারা যেনো সুস্থ হয়ে মা-বাবার কাছে ফিরে আসতে পারে এই কামনা করছি।

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে