সাংবাদিককে সনাক্ত করতে ভুক্তভোগী পরিবারকে ভূমি দস্যু অরুন বাহিনীর চাপ সৃষ্টি
0
0
15 Görünümler·
01/09/25
İçinde
Suç
কুমিল্লার হোমনায় আদালতকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে কুখ্যাত ভূমি দস্যু অরুন ও শেখ কামাল সিন্ডিকেট চক্রের জমি দখল নিয়ে অনলাইন নিউজ পোর্টাল হোমনা টিভি ও আই নিউজ বিডিতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে সনাক্ত করে দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ প্রয়োগ করেন। কুখ্যাত ভূমি দস্যু অরুন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খ্যাত শেখ কামাল। তারা সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবারকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন বলে জানান ওই পরিবার।
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala