close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Volgende

সাভার-আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে শ্রমিকরা

5 Bekeken· 27/09/25
Md Abir Hassan

⁣⁣সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। এতে হাত ধরে ওই গার্মেন্টসের নারী ও পুরুষ মিলিয়ে প্রায় পচিশ হাজার শ্রমিক অংশ নেন।
মানববন্ধন কর্মসুচী থেকে এসময় শ্রমিকরা বলেন,সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে নাসা গ্রুপের ১৬ টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেন। এতে করে কারখানাগুলোর প্রায় পচিশ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশচয়তা। এসময় শ্রমিকরা দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহবান জানান।
উল্লেখ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারগারে রয়েছেন।। সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। এতে হাত ধরে ওই গার্মেন্টসের নারী ও পুরুষ মিলিয়ে প্রায় পচিশ হাজার শ্রমিক অংশ নেন।
মানববন্ধন কর্মসুচী থেকে এসময় শ্রমিকরা বলেন,সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে নাসা গ্রুপের ১৬ টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেন। এতে করে কারখানাগুলোর প্রায় পচিশ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশচয়তা। এসময় শ্রমিকরা দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহবান জানান।
উল্লেখ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারগারে রয়েছেন।

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende