close
লাইক দিন পয়েন্ট জিতুন!
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেইটে তিন নোটিশ দুদকের
0
0
5 Mga view·
03/07/25
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব বিবরণী চেঢয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক পৃথক তিনটি চিঠিতে তাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে এ নোটিশ পেৌঁছে দিয়েছেন কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ সময় তাদের কাউ না পেয়ে বাড়ির গেইটে দুদক মো. বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ লাগিয়ে দেন ও কর্মকর্তা।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon