التالي

স্কুলের উদ্দেশে বের হয়ে দুই বান্ধবী নিখোঁজ

42 المشاهدات· 06/05/25
Imran Hossain
Imran Hossain
2 مشتركين
2
في وطني

চট্টগ্রামের কর্ণফুলীতে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রী ও তার বান্ধবী নবম শ্রেণীর স্কুল ছাত্রী একসঙ্গে নিখোঁজ হয়েছে।



নিখোঁজ দুই বান্ধবী হলো- উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মহি উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস দিঘি (১৩) ও একই এলাকার নবীর হোসেনের মেয়ে লায়লা বেগম (১৪)। এ ঘটনায় সোমবার রাতে কর্ণফুলী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন দুই শিশুর অভিভাবকরা।


তাদের স্বজনরা জানান, দীর্ঘদিনের বান্ধবী এই দুই কিশোরী গত রোববার সকাল সাড়ে নয়টায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় দুই কিশোরী। দিনভর খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারে নেমে আসে উদ্বেগ-উৎকণ্ঠার ছায়া। তারা দুইজনই কর্ণফলীর চরপাথরঘাটা একটি বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী ও সম্ভাব্য পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিলেও কোনো খোঁজ না পেয়ে সোমবার (৫ মে) রাতে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘বিষয়টি শুনেছি, আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।’

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب