ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
rupgonj-murder (1)
রূপগঞ্জে স্ত্রীকে হত্যা করে রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী ও শ্বাশুড়ি আটক
শান্ত মিয়া,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ রাস্তায় ফেলে পালানোর চেষ্টার অভিযোগে এলাকাবাসী আটক করে তার স্বামী এবং শ্বাশুড়িকে থানায় হস্তান্তর করেছে। এর আগে গত শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় গৃহবধু লামিয়াকে মারধোর করতো প্রতিনিয়ত তার স্বামী শাওন। এতে ক্ষোভে অভিমানে ঘরের আড়াড় সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার রশি কেটে লামিয়ার স্বামী এবং শাশুড়ি মিলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে লাশ নিয়ে এলাকায় ফেরার পথে রাস্তায় লোকজনের উপস্থিতি টের পেয়ে সড়কেই লামিয়ার লাশ ফেলে পালানোর চেষ্টা করেন স্বামী শাওন ও শ্বাশুড়ি ফাতেমা। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে কাছে ধরিয়ে দেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া।
এই ঘটনায় লামিয়ার পিতা আমির হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।