close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Als nächstes

রানিশংকৈলে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

6 Ansichten· 30/06/25

⁣ঠাকুরগাঁও রানীশংকৈল অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। রিপোর্টটি লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের। এখনো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।


এ বিষয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো নিহত ব্যাক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes