close

লাইক দিন পয়েন্ট জিতুন!

הבא

রাজৈরের টেকেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ম

10,439 צפיות· 29/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 מנויים
11



উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ সরদার শাজাহান শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, থ্রিডি ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা নূর হোসেন ঢালী পরিচালক আরিফুজ্জামান বেগ টিপু, পরিচালক ও প্রধান শিক্ষক তানভীর হোসেন,, আলহেরা ইসলামী একাডেমির জনাব আবুল বাশার আনসারী,,টেকেরহাট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবুল হাসান মিয়া এছাড়া আরো উপস্থিত ছিলেন ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা মনিরুল ইসলাম, আলমদিনা ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম,, বর্ণমালা বিদ্যানিকেতনের পরিচালক জনাব সেলিম হোসেন,, মর্নিং ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাব্বি হোসেন মিয়া,, জিএম শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম,, ইশিবপুর আদর্শ মডার্ন স্কুলের প্রধান শিক্ষক সুমন হোসেন,, পউস মডেল স্কুলের প্রধান শিক্ষক সুমন আহমেদ প্রমুখ।


এ সময় বক্তারা দাবি করেন পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে তাদের মেধা যাচাই সুযোগ দিতে হবে।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא