close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
পুলিশ হেফাজতে সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা ও তার স্ত্রী.
4
0
7,949 Ansichten·
27/05/25
Im
Politik
শেরপুরে সাবেক ভূমি মন্ত্রী স্ত্রীসহ আটক
এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমি মন্ত্রী ও জামালপুর সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে স্ত্রী সহ আটক করেছে পুলিশ। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় ছাত্র জনতা, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবী জানান।
পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার সাথে তার স্ত্রী সাথে ছিলেন।
Zeig mehr
0 Bemerkungen
sort Sortiere nach