পটুয়াখালীতে বেসরকারি ক্লিনিকগুলোতেও সক্রিয় দালালচক্র ।
1
0
15 ビュー·
13/05/25
の
犯罪
পটুয়াখালীতে ক্লিনিক গুলোতেও সক্রিয় দালালচক্র। এমন একজন দালাল কে রোগীর নিকট থেকে আজ টাকা গ্রহণ করতে দেখা যায়। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান শিমু, সহকারী রেজিস্ট্রার আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক ও গাইনি বিভাগীয় প্রধান ডাঃ বিনয় কৃঞ্চ গোলদার, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাঃ মাহমুদুল হক, সহকারী রেজিস্ট্রার (শিশু) ডাঃ মাহবুবর রহমান এই হেভেন কেয়ার হসপিটাল টি পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে মেডিকেল কলেজে ডিউটি না করে বিভিন্ন ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগ আছে।
もっと見せる
0 コメント
sort 並び替え
