close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

A seguir

পথ সভায় যাত্রায় এনসিপির নেতা এই কি মন্তব্য!

10 Visualizações· 02/07/25
Nezam Uddin
Nezam Uddin
6 Assinantes
6
Dentro Nacional

⁣। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে।
বুধবার সন্ধ্যায়, দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ লালমনিরহাট মিশনমোর পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে,জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি।
জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা গত ষোল বছর বাংলার মানুষের অধিকার হরন করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আদালতে গেলে তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনঃবাসনের চেষ্টা হচ্ছে। সেসকল চেষ্টাকে প্রতিহত করতে হবে।
পদযাত্রার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা শুনে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে।

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


A seguir