close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকান্ড

8 ビュー· 23/10/25
Md Mutasim Billah Bayzid
0
独占

⁣ময়মনসিংহ, ২৩ অক্টোবর:
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একটি কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান।

ট্রেনের কর্মীরা তাৎক্ষণিক তৎপরতা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলাকা কমিউটার ট্রেনটিকে পুনরায় ময়মনসিংহ জংশনে ফিরিয়ে নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার আকস্মিকতায় যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি—এমনটাই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に