close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
মেলোনিকে হাঁটু গেড়ে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী
1
0
6 Visninger·
17/05/25
মেলোনিকে হাঁটু গেড়ে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী
আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিরানায় গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনে আগত অতিথিদের জন্য আয়োজিত লাল গালিচায় মেলোনি পা রাখতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তাকে স্বাগত জানাতে অভিনব এক কৌশল অবলম্বন করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি যখন লার গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তাকে স্বাগত জানান এডি রামা।
এছাড়া রামা মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্কার’ জানানো ভঙ্গিতে রাখেন। মেলোনি এই দৃশ্য দেখে হেসে ফেলেন এবং পরে রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। রামা তাকে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন।
Vis mere
0 Kommentarer
sort Sorter efter