下一个

মাছের সাথে এ কেমন শত্রুতার আচরণ!

16 意见· 01/09/25
Nazrul Islam
Nazrul Islam
9 订户
9
政治

নিজস্ব প্রতিবেদক

⁣ময়মনসিংহের মুক্তাগাছায় চাঁদা না দেওয়ায় বাণিজ্যিক ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে মামলা হয়েছে। বাদী মাওলানা মো. রফিকুল ইসলাম জানান, আসামিরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হলে গত ৩ জুন রাতে ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে।
ঘটনাস্থল কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রাম। মামলায় ইসমাইল হোসেন ইছু, তার ছেলে নাদিমসহ সাতজনকে প্রধান আসামি এবং অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে ৭ জুলাই আদালতে দাখিল করা হয়। মামলাটি তদন্ত করছে পিবিআই ময়মনসিংহ।
স্থানীয়ভাবে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আর বাদী দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个