close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পরবর্তী আসছে

lv_0_20250421180728

16 ভিউ· 22/04/25
Santha Miah
Santha Miah
সাবস্ক্রাইবার
0
ভিতরে

⁣রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিজান

শান্ত মিয়া,
নারায়নগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় অভিযান শুরু হয়ে দিনভর চলমান থাকে।

অভিযান চলাকালে বেশ কয়েকটি ভবনের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা আদায় করেন রাজউক। নতুন করে রাজউকের নকশার বাইরে গিয়ে কোনো ভবনের নির্মাণের সুযোগ নেই বলে জানান রাজউক কতৃপক্ষ। এ সময় নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় দুইটি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, ৮টি বিল্ডিং নির্মাণ প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়াসহ ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবন মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে যাতে রাজউকের পরিকল্পনা ও অনুমোদন নিয়ে ভবনগুলোর কাজ সম্পন্ন করা হয়। রাজউকের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে থাকবে বলে জানান তিনি।

এ সময় রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩ এর ব্যবস্থাপনায় অভিযানে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল, ইমারত পরিদর্শক মোঃ আব্দুর রহিম, গণমাধ্যম কর্মিসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে